প্রতিবেদন রচনা লিখন পর্ব-৪ | Bangla Protibedon Rochona PDF
![]() |
প্রতিবেদন রচনা লিখন পর্ব-৪ |
নমস্কার বন্ধুরা,
আজ প্রতিবেদন রচনা লিখন পর্ব-৪ PDFটি শেয়ার করছি, যেটিতে গুরুত্বপূর্ণ ৩টি প্রতিবেদন রয়েছে, যেগুলি আপনাদের প্রস্তুতিকে কিছুটা ত্বরান্বিত করবে| এর আগেও আমরা এর পর্ব গুলি প্রকাশ করেছি, যার লিংক নিচে দেওয়া হয়েছে| সুতরাং দেরী না করে প্রতিবেদন PDFটি বিনামূল্যে সংগ্রহ করে নিন|
আন্তর্জাতিক স্তরে শ্রেষ্ঠত্বের আসনে বাংলার সবুজ সাথী প্রকল্প
নিজস্ব সংবাদদাতা, ৯ই সেপ্টেম্বর, কলকাতাঃ দেশে বিদেশে সাড়া জাগানাের পর আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিল ‘কন্যাশ্রী প্রকল্প। সম্প্রতি রাজ্য সরকারের আরও একটি প্রকল্প ‘সবুজ সাথী’ আন্তর্জাতিক স্তরে শ্রেষ্ঠত্বের আসন পেল। রাষ্ট্রপুঞ্জের অধিনস্ত ‘ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশান সােসাইটি’ -র একটি ভার্চুয়াল অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের ‘সবুজ সাথী প্রকল্প’ -কে শ্রেষ্ঠ হিসেবে ঘােষণা করে। বিশ্বের বিভিন্ন দেশের নামী দামী অন্তত ৮০০টি প্রকল্পের মধ্যে বাংলার ‘সবুজ সাথী’ প্রকল্প সবাইকে পিছনে ফেলে শীর্ষস্থান অর্জন করেছে। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেনি উন্নয়ন দপ্তরের মুখ্য ও বিশেষ আধিকারিক এস,কে,থাড়ে সরকারের তরফ থেকে পুরস্কার গ্রহণ করে।
‘সবুজ সাথী’ প্রকল্পটি পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্কপ্রসূত একটি প্রকল্প। ২০১৫ সালে এই প্রকল্পের সূচনা হয়, প্রকল্পের আওতায় সমস্ত সরকারী ও সরকারী অধিনস্ত স্কুলগুলির নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান করা হয়। এই প্রকল্পটি চালু হওয়ার পর থেকেই পড়ুয়াদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে দেয়। স্কুল ছুট বন্ধ করতে ও পড়ুয়াদের পড়াশােনাতে আরও উৎসাহী করতেই এই প্রকল্পের সুত্রপাত। মূলত গ্রামাঞ্চলে পড়ুয়াদের বেশ দীর্ঘ পথ অতিক্রম করেই বিদ্যালয়ে পৌছাতে হয়, সেই সমস্ত অঞ্চলে সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে সাইকেল পাওয়া পড়ুয়াদের কাছে এক বড়াে পাওনা। ছাত্রছাত্রীদের যেন ভবিষ্যতে শিক্ষা অর্জনের মধ্যে দিয়ে ভবিষ্যতে নিজেদের পায়ে দাঁড়ানাের ক্ষমতা অর্জন করতে পারে সেই উচ্চাশা নিয়েই মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্প। সরকারী পরিসংখ্যান অনুযায়ী এই পর্যন্ত মােট ৮৫ লাখ সাইকেল ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
অনগ্রসর শ্রেনি কল্যাণ দপ্তর এই প্রকল্প রুপায়নের নােডাল দপ্তর। এই দপ্তরের অন্তর্গত পশ্চিমবঙ্গ তপশিলি জাতি ও আদিবাসী উন্নয়ন ও বিত্ত নিগম নােডাল এজেন্সি হিসেবে কাজ করে। বিভিন্ন দপ্তরের বরিষ্ঠ সচিব ও আধিকারিকদের নিয়ে গঠিত স্টিয়ারিং কমিটি এই প্রকল্পের সাইকেল সংগ্রহ এবং বিতরণের বিষয়টি নজরদারী ও পরিচালনা করে। এই প্রকল্পের প্রতিটি পর্যায় সম্পর্কে সুচারু তথ্য জানার জন্য এবং এই বিশাল প্রকল্পের সঙ্গে যুক্ত সকলের কাছে প্রয়ােজনীয় তথ্য পৌছে দিতে NTC এর সহযােগিতায় একটি ওয়েবসাইটও চালু আছে।
এছাড়াও বাকি ২টি হলো::
২. করােনা আবহে বেসরকারি স্কুলগুলির ফী বৃদ্ধি
৩. বিশ্ব উষ্ণায়ণের প্রভাবে বিপন্ন পৃথিবী
File Details::
File Name: প্রতিবেদন পর্ব-৪
File Format: PDF
No. of Pages:3
File Size: 469 KB
Click Here to Download
Bengali report about kanyashre pdf din
ReplyDeleteSir please regularly PDF din
ReplyDeleteBangla nd English report writing plz provide korun. Exam date ase geche. Plz help us
ReplyDelete