বন দপ্তর সহায়ক ইন্টারভিউ জিকে PDFবন সহায়ক ইন্টারভিউ জিকে
Hello Friends,
আজ বন সহায়ক ইন্টারভিউ স্পেশাল জিকে PDFটি আপনাদের সঙ্গে শেয়ার করছি|পশ্চিমবঙ্গে বন সহায়ক পদে নিয়োগের জন্য যে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে তাতে ভালো পারফরমান্স করতে গেলে এই জিকে প্রশ্ন উত্তর গুলি পড়ে রাখা খুবই আবশ্যিক| তাই দেরী না করে নীচ থেকে পিডিএফটি সংগ্রহ করে নিন বিনামূল্যে|
বন সহায়ক ইন্টারভিউ জিকে
1.প্রাকৃতিকভাবে বনে আগুন লাগাকে কী বলা হয়?
Ans:-দাবানল
2.চিপকো আন্দোলনে নেতৃত্ব দেন কে?
Ans:-সুন্দরলাল বহুগুণা
3.চিপকো আন্দোলন কোথায় হয়েছিল?
Ans:-উত্তরাখন্ডে
4.ইকোলজি শব্দটি প্রথম কে প্রবর্তন করেন?
Ans:-আর্নেস্ট হেকেল
5.পশ্চিমবঙ্গে কত গুলি ন্যাশনাল পার্ক আছে?
Ans:-৬টি
6.বিশ্ব জল দিবস কবে পালন করা হয়?
Ans:-২২শে মার্চ
7.পশ্চিমবঙ্গের বর্তমান অরণ্য মন্ত্রী কে?
Ans:- জ্যোতি প্রিয় মল্লিক
8.পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কী?
Ans:-শিউলি
9.পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কী?
Ans:-মেছো বিড়াল
10.পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম কী?
Ans:-ছাতিম
11.বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়?
Ans:-২১শে মার্চ
12.ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ বেশি?
Ans:-মধ্যপ্রদেশ
13.শাল গাছ কোন ধরনের বৃক্ষ?
Ans:-পর্ণমোচী
14.ভারতে মোট কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে?
Ans:-১৮টি
15.ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইনটি চালু হয় কত সালে?
Ans:-১৯৭২ সালে
16.ভারতবর্ষে অরণ্য সংরক্ষণ আইন পরিবর্তন করা হয় কত সালে?
Ans:-১৯৮০ সালে
17.আচার্য জগদীশচন্দ্র বসু বটানিক গার্ডেন কোথায় অবস্থিত?
Ans:-হাওড়ার শিবপুরে
18.জীববৈচিত্র্য মূলত কত প্রকার?
Ans:-তিন প্রকার
19.রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ঘােষিত আন্তর্জাতিক জীববৈচিত্র্য বর্ষ কোনটি?
Ans:-২০১০
20.ভারতবর্ষে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা কয়টি?
Ans:-৫৩টি
21.ভারতে জীববৈচিত্র্য আইন প্রণীত হয় কত সালে?
Ans:-২০০২ সালে
22.Indian Tiger Project চালু হয় কত সালে?
Ans:-১৯৭৩ সালে
23.WWF এর পুরাে কথা কী?
Ans:-ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার
24.ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত?
Ans:-দেরাদুনে
25.ভারতবর্ষে কুমির প্রকল্প শুরু হয় কত সালে?
Ans:-১৯৭৫ সালে
26.আন্দামান কোন জীববৈচিত্র্য হটস্পটের অন্তর্গত?
Ans:-সুন্দাল্যাণ্ড
27.ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানের নাম কী?
Ans:-জিম করবেট
28.নকরেক জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
Ans:-মেঘালয়
29.বক্সা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
Ans:-পশ্চিমবঙ্গ
30.কালাে হরিণ কোন অভয়ারণ্যে পাওয়া যায়?
Ans:-দাচিগ্রাম
31.ভারতবর্ষের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি?
Ans:-হেমিস জাতীয় উদ্যান
32.Valley of Flower কোথায় অবস্থিত?
Ans:-উত্তরাখন্ডে
33.বন্যপ্রাণী লুপ্ত হওয়ার একটি প্রধান কারণ কী?
Ans:-বাসস্থান বিলুপ্ত হওয়া
34.ভারতবর্ষে "Wild Life Protection Society of India' কত সালে প্রতিষ্ঠিত হয়?
Ans:-১৯৯৪ সালে
35.কাজিরাঙা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
Ans:-আসামে
36.সম্পূর্ণরূপে বিলুপ্ত একটি প্রাণীর নাম কী?
Ans:-এশিয়াটিক চিতা
37.বর্তমানে ভারতে মােট অভয়ারণ্যের সংখ্যা কয়টি?
Ans:-৫৪৩টি
38.বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?
Ans:-৫ই জুন
39.জীববৈচিত্র্যের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত?
Ans:-অষ্টম
40.পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় অবস্থিত?
Ans:-সুন্দরবনে
41.কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
Ans:-মধ্যপ্রদেশে
42.রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে?
Ans:-১৯৭১ সালে
43.রিও ডি জেনিরােতে বসুন্ধরা সম্মেলন হয় কত সালে?
Ans:-১৯৯২ সালে
44.UNESCO মানুষ ও জীবমণ্ডল কমসূচি গ্রহণ করে কত সালে?
Ans:-১৯৭১ সালে
45.শহরাঞ্চলে জীববৈচিত্র্য নষ্ট হওয়ার মূর কারণ কী?
Ans:-জলাভূমি ভরাট
46.জীবসম্পর্কিত বৈচিত্র্য পরিভাষাটি প্রথম কে ব্যবহার করেন?
Ans:-টমাস ই লাভজঘ
47.সুন্দরবন কত সালে UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়?
Ans:-১৯৮৭ সালে
48.কবে বসুন্ধরা দিবস পালিত হয়?
Ans:-২২শে এপ্রিল
49.পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
Ans:-প্রফুল্ল চন্দ্র ঘোষ
50.পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি ও কী কী?
Ans:-৫টি, প্রেসিডেন্সি বিভাগ, মেদিনীপুর বিভাগ, বর্ধমান বিভাগ, মালদা বিভাগ, জলপাইগুড়ি বিভাগ
51.অরণ্য কী ধরনের সম্পদ?
Ans:-পুনর্ভব সম্পদ
52. বর্তমান কেন্দ্রীয় পরিবেশ ও অরণ্য মন্ত্রী কে?
Ans:- ভূপেন্দর যাদব
সমস্ত প্রশ্ন উত্তর গুলি পিডিএফে রয়েছে
File Details::
File Name:বন সহায়ক ইন্টারভিউ জিকে
File Format: PDF
No. of Pages:3
File Size: 198 KB
Click Here to Download
আরো ডাউনলোড করুন:
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link