Breaking







Saturday, May 20, 2023

বন সহায়ক ইন্টারভিউ জিকে প্রশ্ন উত্তর PDF | Bana Sahayak GK in Bengali

বন দপ্তর সহায়ক ইন্টারভিউ জিকে PDF
বন সহায়ক ইন্টারভিউ জিকে প্রশ্ন উত্তর PDF
বন সহায়ক ইন্টারভিউ জিকে


Hello Friends,
আজ বন সহায়ক ইন্টারভিউ স্পেশাল জিকে PDFটি আপনাদের সঙ্গে শেয়ার করছি|পশ্চিমবঙ্গে বন সহায়ক পদে নিয়োগের জন্য যে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে তাতে ভালো পারফরমান্স করতে গেলে এই জিকে প্রশ্ন উত্তর গুলি পড়ে রাখা খুবই আবশ্যিক| তাই দেরী না করে নীচ থেকে পিডিএফটি সংগ্রহ করে নিন বিনামূল্যে|

বন সহায়ক ইন্টারভিউ জিকে

1.প্রাকৃতিকভাবে বনে আগুন লাগাকে কী বলা হয়?
Ans:-দাবানল

2.চিপকো আন্দোলনে নেতৃত্ব দেন কে?
Ans:-সুন্দরলাল বহুগুণা

3.চিপকো আন্দোলন কোথায় হয়েছিল?
Ans:-উত্তরাখন্ডে

4.ইকোলজি শব্দটি প্রথম কে প্রবর্তন করেন?
Ans:-আর্নেস্ট হেকেল

5.পশ্চিমবঙ্গে কত গুলি ন্যাশনাল পার্ক আছে?
Ans:-৬টি

6.বিশ্ব জল দিবস কবে পালন করা হয়?
Ans:-২২শে মার্চ

7.পশ্চিমবঙ্গের বর্তমান অরণ্য মন্ত্রী কে?
Ans:- জ্যোতি প্রিয় মল্লিক

8.পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কী?
Ans:-শিউলি

9.পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কী?
Ans:-মেছো বিড়াল

10.পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষের নাম কী?
Ans:-ছাতিম

11.বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? 
Ans:-২১শে মার্চ

12.ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ বেশি?
Ans:-মধ্যপ্রদেশ

13.শাল গাছ কোন ধরনের বৃক্ষ?
Ans:-পর্ণমোচী

14.ভারতে মোট কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে?
Ans:-১৮টি

15.ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইনটি চালু হয় কত সালে?
Ans:-১৯৭২ সালে

16.ভারতবর্ষে অরণ্য সংরক্ষণ আইন পরিবর্তন করা হয় কত সালে?
Ans:-১৯৮০ সালে

17.আচার্য জগদীশচন্দ্র বসু বটানিক গার্ডেন কোথায় অবস্থিত?
Ans:-হাওড়ার শিবপুরে

18.জীববৈচিত্র্য মূলত কত প্রকার? 
Ans:-তিন প্রকার

19.রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ঘােষিত আন্তর্জাতিক জীববৈচিত্র্য বর্ষ কোনটি?
Ans:-২০১০

20.ভারতবর্ষে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা কয়টি?
Ans:-৫৩টি

21.ভারতে জীববৈচিত্র্য আইন প্রণীত হয় কত সালে?
Ans:-২০০২ সালে

22.Indian Tiger Project চালু হয় কত সালে?
Ans:-১৯৭৩ সালে

23.WWF এর পুরাে কথা কী?
Ans:-ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার

24.ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত?
Ans:-দেরাদুনে

25.ভারতবর্ষে কুমির প্রকল্প শুরু হয় কত সালে?
Ans:-১৯৭৫ সালে

26.আন্দামান কোন জীববৈচিত্র্য হটস্পটের অন্তর্গত? 
Ans:-সুন্দাল্যাণ্ড

27.ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানের নাম কী?
Ans:-জিম করবেট

28.নকরেক জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
Ans:-মেঘালয়

29.বক্সা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? 
Ans:-পশ্চিমবঙ্গ

30.কালাে হরিণ কোন অভয়ারণ্যে পাওয়া যায়?
Ans:-দাচিগ্রাম

31.ভারতবর্ষের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? 
Ans:-হেমিস জাতীয় উদ্যান

32.Valley of Flower কোথায় অবস্থিত?
Ans:-উত্তরাখন্ডে

33.বন্যপ্রাণী লুপ্ত হওয়ার একটি প্রধান কারণ কী?
Ans:-বাসস্থান বিলুপ্ত হওয়া

34.ভারতবর্ষে "Wild Life Protection Society of India' কত সালে প্রতিষ্ঠিত হয়?
Ans:-১৯৯৪ সালে

35.কাজিরাঙা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
Ans:-আসামে

36.সম্পূর্ণরূপে বিলুপ্ত একটি প্রাণীর নাম কী?
Ans:-এশিয়াটিক চিতা

37.বর্তমানে ভারতে মােট অভয়ারণ্যের সংখ্যা কয়টি?
Ans:-৫৪৩টি

38.বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়?
Ans:-৫ই জুন

39.জীববৈচিত্র্যের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত?
Ans:-অষ্টম

40.পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় অবস্থিত?
Ans:-সুন্দরবনে

41.কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
Ans:-মধ্যপ্রদেশে

42.রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে?
Ans:-১৯৭১ সালে

43.রিও ডি জেনিরােতে বসুন্ধরা সম্মেলন হয় কত সালে?
Ans:-১৯৯২ সালে

44.UNESCO মানুষ ও জীবমণ্ডল কমসূচি গ্রহণ করে কত সালে?
Ans:-১৯৭১ সালে

45.শহরাঞ্চলে জীববৈচিত্র্য নষ্ট হওয়ার মূর কারণ কী?
Ans:-জলাভূমি ভরাট

46.জীবসম্পর্কিত বৈচিত্র্য পরিভাষাটি প্রথম কে ব্যবহার করেন?
Ans:-টমাস ই লাভজঘ

47.সুন্দরবন কত সালে UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়?
Ans:-১৯৮৭ সালে

48.কবে বসুন্ধরা দিবস পালিত হয়?
Ans:-২২শে এপ্রিল

49.পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
Ans:-প্রফুল্ল চন্দ্র ঘোষ

50.পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি ও কী কী?
Ans:-৫টি, প্রেসিডেন্সি বিভাগ, মেদিনীপুর বিভাগ, বর্ধমান বিভাগ, মালদা বিভাগ, জলপাইগুড়ি বিভাগ

51.অরণ্য কী ধরনের সম্পদ?
Ans:-পুনর্ভব সম্পদ

52. বর্তমান কেন্দ্রীয় পরিবেশ ও অরণ্য মন্ত্রী কে?
Ans:- ভূপেন্দর যাদব

সমস্ত প্রশ্ন উত্তর গুলি পিডিএফে রয়েছে

File Details::
File Name:বন সহায়ক ইন্টারভিউ জিকে
File Format: PDF
No. of Pages:3
File Size: 198 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link