নিউটনের ৩টি গতি সূত্র তালিকা PDF
![]() |
নিউটনের গতিসূত্র |
বস্তুর গতিসংক্রান্ত বিভিন্ন ঘটনাবলি, পরীক্ষা ও তার বিশ্লেষণের মাধ্যমে স্যার আইজ্যাক নিউটন 1687 খ্রিস্টাব্দে "প্রিন্সিপিয়া" নামক গবেষণা পুস্তকে তিনটি সূত্রের প্রস্তাবনা করেন। পদার্থবিজ্ঞানের কোনাে পুরােনাে বা পরিচিত ধারণা থেকে সূত্রগুলিকে প্রমাণ বা ব্যাখ্যা করা যায় না ।
নিউটনের তিনটি গতি সূত্র-
প্রথম গতিসূত্র:
বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে স্থিরবস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমগতিতে সরলরেখায় গতিশীল থাকবে।
দ্বিতীয় গতিসূত্র:
বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানানুপাতিক। বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেইদিকে ঘটে।
তৃতীয় গতিসূত্র:
প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।
গতিসূত্রের জ্ঞাতব্য বিষয় :
☑ প্রথম গতিসূত্র থেকে দুটি বিষয় জানা যায়-(i) জাড্যের ধারণা ও (ii) বলের গুণগত সংজ্ঞা।
(i) জাড্যের ধারণা: স্থিরবস্তুর স্থিতিশীল অবস্থায় থাকা এবং গতিশীল বস্তুর গতিশীল অবস্থায় থাকার প্রবণতা বা ধর্মকে বলা হয় জাড্য (Inertia) বা জড়তা ধর্ম। (Latin শব্দ iners =idle বা অলস) প্রথমটিকে স্থিতিজাড্য ও দ্বিতীয়টিকে গতিজাড্য বলা হয়।
(ii) বলের গুণগত সংজ্ঞা: বাইরে থেকে যা প্রয়ােগ করে কোনাে বস্তু বা সংস্থার জাড্য ধর্মের পরিবর্তন করা হয় বা করার চেষ্টা করা হয়, তাকেই বল (Force) বলা হয়।
☑ দ্বিতীয় গতিসূত্র থেকে জানা যায় দুটি বিষয়— i) ভরবেগের ধারণা ও ii) বলের পরিমাণগত সংজ্ঞা।
i)ভরবেগ: ভর ও বেগের সমন্বয়ে কোনাে গতিশীল বস্তুতে যে গতীয় ধর্মের উদ্ভব হয়, তাকেই ভরবেগ (Momentum) বলা হয়। এটি একটি ভেক্টর রাশি। এর অভিমুখ বেগের অভিমুখের সঙ্গে অভিন্ন।
ii)বলের পরিমাণগত সংজ্ঞা: বস্তুর ভর ও তাতে সৃষ্ট ত্বরণের গুণফলই হল বলের পরিমাপ।
অর্থাৎ, প্রযুক্ত বল(P)= বস্তুর ভর(m) x ত্বরণ(f)
বা, P=mf
☑ তৃতীয় গতিসূত্র থেকে বােঝা যায় যে, প্রকৃতিতে বিচ্ছিন্ন বলের অস্তিত্ব নেই। অর্থাৎ, বল সর্বদা জোড়ায় জোড়ায় অবস্থান করে একটি ছাড়া অন্যটির অস্তিত্ব থাকা সম্ভব নয় এবং একটি ক্রিয়াশীল হলে অন্যটিও একই সঙ্গে সক্রিয় হয়। এ ছাড়াও ক্রিয়া-প্রতিক্রিয়ার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল যে, এরা সর্বদা দুটি ভিন্ন বস্তুর ওপর কাজ
সম্পূর্ণ তথ্যটি পিডিএফে আছে
File Details::
File Name: নিউটনের গতি সূত্র সমূহ
File Format: PDF
No. of Pages: 2
File Size: 414
Click Here to Download
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link