Breaking







Sunday, July 4, 2021

রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর PDF || Political Science Questions Answers in Bengali

500 Political Science Questions Answers in Bengali PDF-রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর বই :

500 Political Science Questions Answers in Bengali PDF-রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর বই
রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর বই 
Hello Guys,
আজ রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর PDFটি বিনামূল্যে প্রকাশ করছি, যেটিতে রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায় এবং সেই অধ্যায়ের প্রশ্ন উত্তর গুলি বাংলায় লিপিবদ্ধ করা হয়েছে| যা আপনাকে বিভিন্ন Competitive Exam যেমন WBCS, WBP Constable Preliminary, SSC, PSC পরীক্ষাতেও বিশেষ সাহায্যের ভুমিকা পালন করবে| আর এই বই সম্পূর্ণ বিনামূল্যে |

               এটিতে রাষ্ট্রবিজ্ঞান থেকে মোট ৫০০টি প্রশ্ন উত্তর রয়েছে, যা আগত বিভিন্ন পরীক্ষার জন্য উপযোগী|

যে যে অধ্যায় গুলি  থাকছে::

❏ সংজ্ঞা, প্রকৃতি, বিষয়বস্তু এবং সামাজিক সক্রিয়তা হিসাবে রাজনীতি
❏ রাষ্ট্র ও রাষ্ট্রের উৎপত্তি
❏ জাতীয়তাবাদ, জাতি ও রাষ্ট্র
❏ আইন, স্বাধীনতা, সাম্য ও ন্যায় বিচার
❏ গণতন্ত্র ও একনায়কতন্ত্র
❏ নাগরিকের অধিকার ও কর্তব্য
❏ ভারতের সংবিধান প্রণয়ন
❏ ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি
❏ রাষ্ট্রপতি শাসিত সরকার ও সংসদীয় সরকারের প্রকৃতি
❏ ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার ও কর্তব্য
❏ ভারতের দলব্যবস্থা
❏ নির্বাচন কমিশন গঠন ও কার্যাবলী

কিছু নমুনা প্রশ্ন-উত্তর::

✠রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়?
উত্তর: অ্যারিস্টট্ল কে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়।

✠ত্রিপুরা কি একটি সার্বভৌম রাষ্ট্র?
উত্তর: না। ত্রিপুরা একটি সার্বভৌম রাষ্ট্র নয়।

✠ ‘জাতীয়তাবাদ সভ্যতার সংকটস্বরূপ’- কে একথা বলেছেন?
উত্তর: ‘জাতীয়তাবাদ সভ্যতার সংকটস্বরূপ’- একথা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।

✠আইনের উৎস সাধারণত কয়টি ?
উত্তর: আইনের উৎস সাধারণত ৬টি।

✠ “লিবারেলিজম”(Liberalism) গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: “লিবারেলিজম” (Liberalism) গ্রন্থটির রচয়িতা হবহাউস।

✠মানবিক অধিকারগুলি কয়াট ধারায় স্থান পেয়েছে?
উত্তর: মানবিক অধিকারগুলি ৩০টি ধারায় স্থান পেয়েছে।

✠ভারতের সংবিধানের ব্যাখ্যা-কর্তা কাকে বলা হয়?
উত্তর: সুপ্রিমকোর্টকে ভারতীয় সংবিধানের ব্যাখ্যা-কর্তা বলা হয়।

✠এককেন্দ্রিক শাসনব্যবথায় কোন সরকারের প্রাধান্য থাকে?
উত্তর: এককেন্দ্রিক শাসনব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের প্রাধান্য থাকে।

✠ভারতের মন্ত্রীপরিষদ কী ধরনের শাসক ?
উত্তর: ভারতের মন্ত্রীপরিষদ প্রকৃত শাসক।

✠ ‘আইনের দৃষ্টিতে সাম্য’ নীতিটি কোন দেশের অনুকরণে রচিত ?
উত্তর: ‘আইনের দৃষ্টিতে সাম্য’ নীতিটি ব্রিটেনের অনুকরণে রচিত।

✠ভারতীয় সংবিধানের কোন ধারায় নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে?
উত্তর: ভারতীয় সংবিধানের ৩২৪ নং ধারায় নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে।
রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর গুলি পিডিএফে রয়েছে


File Details:
File Name: 500 Political Science Bengali GK
File Format: PDF
No. of Pages: 25
File Size: 5.06 MB

Click Here to Download

6 comments:

  1. Thank you... waiting for more updates

    ReplyDelete
  2. E governance and corporate governance bangali answer full

    ReplyDelete
  3. করোনা ভাইরাস সম্পর্কে একদম এর উৎপত্তি থেকে বর্তমান সময় পর্যন্ত যা যা ঘটেছে যদি তার একটা MCQ টাইপ এর প্রশ্ন উত্তর যেমন করেন একটা করে দিলে খুব ভালো হয়।।

    ReplyDelete
  4. Sir political kichu question ar pdf daban

    ReplyDelete

Dont Leave Any Spam Link