Breaking







Friday, January 5, 2024

বিভিন্ন উপক্ষার ও তার অর্থকরী গুরুত্ব তালিকা PDF

বিভিন্ন উপক্ষার ও তার অর্থকরী গুরুত্ব PDF

বিভিন্ন উপক্ষার ও তার অর্থকরী গুরুত্ব PDF
বিভিন্ন উপক্ষার
Dear Friends,
উদ্ভিদের নাইট্রোজেনঘটিত রেচন পদার্থ হিসাবে বিভিন্ন উপক্ষার ও তার অর্থকরী গুরুত্ব PDFটি শেয়ার করছি। এটিতে উপক্ষারের নাম, উৎস ও কার্যকারিতার উল্লেখ করা হয়েছে। জীবন বিজ্ঞানের অন্যতম অংশ হিসাবে সরকারি চাকরীর পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। এই উদ্ভিদের উপক্ষার গুলির কাজ কী কী এবং এগুলি কোন গাছ থেকে পাওয়া যায়-এইরকমই প্রশ্ন এসে থাকে। যেমন:- ডাটুরিন কোন গাছ থেকে পাওয়া যায়? রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায়? ইত্যাদি।

বিভিন্ন উপক্ষার তালিকা

উপক্ষারউৎসগুরুত্ব
রেসারপিন সর্পগন্ধা গাছের ছাল ও মূলউচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ
কুইনাইনসিঙ্কোনা গাছের ছালম্যালেরিয়ার ঔষুধ
ডাটুরিনধুতুরা গাছের পাতা ও ফলহাঁপানীর ঔষুধ
মরফিনআফিম গাছের কাঁচা ফলঘুমের ও বেদনানাশক ঔষুধ
ক্যাফিনকফি গাছের বীজব্যথা উপশমকারী ঔষুধ
অ্যাট্রোপিনবেলেডোনা গাছের পাতা ও মূলরক্তচাপ বৃদ্ধিতে ও স্নায়ুকে উজ্জীবিতকারী ঔষুধ
নিকোটিনতামাক গাছের পাতামাদক 
কোকেইনকোকা গাছমাদক
ক্যামটোথেসিন     ক্যাম্পটোথেকা গাছের ছালক্যান্সার নিরাময়কারী ঔষুধ
বার্বারিনআফিম গাছ সহ অন্যান্যস্মৃতিভ্রংশ এবং স্নায়োবিক রোগ নিরাময়
পিপারিনগোল মরিচমৃগী রোগের ঔষুধ
অ্যারেকোলিনসুপারী বীজসিজোফ্রিনিয়া রোগের ঔষুধ

উপক্ষারের তালিকাটি পিডিএফে রয়েছে

File Details::
File Name: বিভিন্ন উপক্ষার
File Format: PDF
No. of Pages:1
File Size:280 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link