Breaking







Tuesday, September 3, 2024

বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম তালিকা PDF || Excretory Organs of Animals

বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম তালিকা PDF

বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের তালিকা PDF
বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গ
নমস্কার বন্ধুরা,
আজ বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম PDFটি বাংলাতে শেয়ার করছি, কারণ বিভিন্ন পরীক্ষাতে প্রাণীর রেচন তন্ত্র থেকে প্রশ্ন আসে। যেমন:- চিংড়ির রেচন অঙ্গের নাম কী? কেঁচোর রেচন অঙ্গের নাম কী? ইত্যাদি। জীবন বিজ্ঞানের অন্যতম অংশ হওয়ায় এই অংশটি বেশ গুরুত্বপূর্ণ।

বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গের নাম

প্রাণীর নামরেচন অঙ্গ
মানুষবৃক্ক, ফুসফুস,যকৃত, ত্বক
অ্যামিবাসংকোচী গহ্বর/ প্লাজমা পর্দা
স্পঞ্জ, হাইড্রাদেহতল
কেঁচো, জোঁকনেফ্রিডিয়া
ফিতাকৃমি,প্লানেরিয়াফ্লেমকোশ
আরশোলা,গঙ্গা ফড়িংম্যালপিজিয়ান নালিকা
চিংড়িসবুজগ্রন্থি
অ্যাসকারিসরেনেট কোশ
ঝিনুককেবারের অঙ্গ
তারামাছঅ্যামিবোসাইট কোশ
শামুকবোজেনাসের অঙ্গ
মাকড়শা,কাঁকড়া বিছেকক্সাল গ্রন্থি
ব্যাংবৃক্ক ও ফুসফুস
মাছফুলকা ও বৃক্ক
অ্যাম্ফিঅক্সাসসোলানোসাইট

রেচন অঙ্গের নামের তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name:বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গ
File Format: PDF
No. of Pages:1
File Size:289 KB

Click Here to Download

2 comments:

  1. এই বছরের কিছু গুরুতপূর্ণ প্রবন্ধ /রচনার পিডিএফ দিলে উপকৃত হবো যেগুলো বিভিন্ন মেইন পরীক্ষাতে বা স্কুলের পরীক্ষা তেও কাজে লাগবে।

    ReplyDelete
  2. ছোটদের রচনা ও রচিয়তা র নাম দিলে
    আমরা উপকৃত হতাম স্যার ।

    ReplyDelete

Dont Leave Any Spam Link