বিভিন্ন প্রাণীর গমন অঙ্গের নাম তালিকা PDF
আজ বিভিন্ন প্রাণীর গমন অঙ্গের নাম তালিকা PDFটি আপনাদের সকলের সাহায্যার্থে বিনামূল্যে এবং বাংলায় প্রদান করছি, যেটিতে প্রানীদের গমন পদ্ধতিও উল্লেখিত আছে। জীবন বিজ্ঞানের অংশ হিসাবে এখান থেকে প্রায়ই প্রশ্ন আসে; যেমন:- অ্যামিবার গমন অঙ্গের নাম কী? কেঁচোর গমনাঙ্গের নাম কী? ইত্যাদি।
বিভিন্ন প্রাণীর গমন অঙ্গের নাম
প্রাণীর নাম | গমন পদ্ধতি | গমন অঙ্গ |
---|---|---|
অ্যামিবা,এন্ট্যামিবা, শ্বেত রক্ত কনিকা, স্পঞ্জের অ্যামিবোসাইট কোষ, কিছু জনন কোষ | অ্যামিবয়েড | ক্ষনপদ |
ইউগ্লিনা, ট্রাইপ্যানোসোমা, নকটিউলিকা | ফ্ল্যাজেলীয় গতি | ফ্ল্যাজেলা |
প্যারামিসিয়াম, ভটিসেলা ও পালিনা | সিলিয়ারী গমন | সিলিয়া |
হাইড্রা | লুপিং, সামারসল্টিং | কর্ষিকা |
জেলিফিস, সিপিয়া, ললিগো, অক্টোপাস | সুইমিং | পেশী |
চিংড়ি | সুইমিং | প্লিওপড |
জোঁক | লুপিং | চোষক অঙ্গ |
মাছ | সুইমিং | পাখনা, মায়াটোম পেশী, পটকা |
তিমি, শুশুক, ডলফিন, সীল | সন্তরণ | পুচ্ছ ও ফ্লিপার |
ব্যাং | লিপিং, সুইমিং, ক্রলিং | পা |
কেঁচো | ক্রিপিং | সিটি বা সিটা |
আরশোলা | ফ্লাইং ও ওয়াকিং | তিনজোড়া পা ও দুইজোড়া ডানা |
উড়ুক্কু মাছ | নিষ্ক্রিয় উড্ডয়ন | বৃহৎ বক্ষ পাখনা বা পেক্টরাল ফিন |
উড়ুক্কু টিকটিকি, কাঠবিড়ালী, সাপ | নিষ্ক্রিয় উড্ডয়ন | প্যাটাজিয়াম |
শামুক, ঝিনুক | স্লিপিং | মাংসল পদ |
তারামাছ | লুপিং | টিউব ফীট |
প্রজাপতি, মথ | ওড়া | দুজোড়া ডানা |
মাছি | ওড়া | একজোড়া ডানা |
টিকটিকি | ক্রলিং | দুইজোড়া পা |
বাদুড়, লেমুর, চামচিকা | উড্ডয়ন | অস্থিযুক্ত প্যাটাজিয়াম |
পাখি | ফ্লাইং , ওয়াকিং | ডানা ও পা |
মানুষ | ওয়াকিং, সুইমিং, ক্রলিং, রানিং (দ্বিপদ গমন পদ্ধতি) | হাত ও পা |
প্রানীদের গমন অঙ্গের তালিকাটি পিডিএফে আছে
File Details:
File Name: গমন পদ্ধতি ও গমনাঙ্গের তালিকা
File Format: PDF
No. of Pages: 2
File Size: 314 KB
Click Here to Download
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link