গণপরিষদ ও সংবিধান রচনার ইতিহাস:
![]() |
গণপরিষদ ও সংবিধান রচনার ইতিহাস |
আজ ভারতের সংবিধান : গণপরিষদ ও সংবিধান রচনার ইতিহাস MCQ [প্রথম অধ্যায়]-এর PDFটি বাংলা ভাষায় প্রদান করলাম| কারণ চাকরীর পরীক্ষায় ভারতীয় সংবিধান থেকে আশা প্রশ্ন গুলির সঠিক উত্তর করতে পারার জন্য অধ্যায়ভিত্তিক পড়া খুবই আবশ্যক | তাই দেরী না করে নীচ থেকে পড়ে নিন এবং Indian Constitution MCQ Bengali PDFটি ডাউনলোড করে নিন |
গণপরিষদ ও সংবিধান রচনার ইতিহাস
1. গণ পরিষদের মোট কত জন সদস্য দেশীয় নৃপতিদের দ্বারা মনোনীত ছিলেন ?Ⓐ 13 জন
Ⓑ 83 জন
Ⓒ 93 জন ✓
Ⓓ 97 জন
2. গণ পরিষদ গঠনের জন্য নির্বাচন কবে অনুষ্ঠিত হয় ?
Ⓐ মার্চ, 1946 ✓
Ⓑ এপ্রিল, 1946
Ⓒ নভেম্বর, 1946
Ⓓ ডিসেম্বর, 1946
3. কোন ব্যক্তি ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের দাবী প্রথম উত্থাপন করেন ?
Ⓐ মহাত্মা গান্ধী
Ⓑ মোতিলাল নেহেরু
Ⓒ এম. এন. রায় ✓
Ⓓ মৌলানা আবুল কালাম আজাদ
4. ভারতের গণ পরিষদের কত সময় লেগেছিল ভারতীয় সংবিধান রচনার জন্য ?
Ⓐ প্রায় 2 বছর
Ⓑ প্রায় 3 বছর ✓
Ⓒ প্রায় 4 বছর
Ⓓ প্রায় 5 বছর
5. গণপরিষদের প্রাথমিক সদস্যপদের মধ্যে কতগুলি সংরক্ষিত ছিল মুসলিমদের জন্য ?
Ⓐ 78 ✓
Ⓑ 88
Ⓒ 56
Ⓓ 98
6. গণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে ?
Ⓐ বোম্বাই
Ⓑ কলকাতা
Ⓒ লাহোর
Ⓓ নতুন দিল্লি ✓
7. ব্রিটেন থেকে আগত ক্যাবিনেট মিশনের প্রধান ছিলেন
Ⓐ লর্ড প্যাথিক লরেন্স ✓
Ⓑ লর্ড চেমসফোর্ড
Ⓒ স্যার স্ট্যাফোর্ড ক্রিপস্
Ⓓ স্যার জন সাইমন
8. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গণ পরিষদের সদস্য ছিলেন না ?
Ⓐ মহাত্মা গান্ধী ✓
Ⓑ বল্লভ ভাই প্যাটেল
Ⓒ কে. এম. মুন্সী
Ⓓ জে. বি.কৃপালিনী
9. গণপরিষদগুলি সম্পর্কে নিম্নলিখিত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক নয় ?
Ⓐ গণ পরিষদের প্রথম কার্যনির্বাহী চেয়ারম্যান ছিলেন সচ্চিদানন্দ সিনহা
Ⓑ গণ পরিষদের সকল সিদ্ধান্ত গৃহীত হত সর্বসম্মতিক্রমে
Ⓒ সার্বিক প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে গণ পরিষদ গঠিত হয়েছিল ✓
Ⓓ ভারতীয় সংবিধান রচনার জন্য গণ পরিষদে মোট 13 টি কমিটি গঠিত হয়েছিল
10. মুসলিম লীগের সদস্যগণ সদস্যপদ প্রত্যাহার করে নেওয়ার পর গণপরিষদের সদস্যসংখ্যা কত হয়েছিল ?
Ⓐ 299 ✓
Ⓑ 329
Ⓒ 331
Ⓓ 359
11. চেয়ারম্যানসহ ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন ?
Ⓐ সাতজন ✓
Ⓑ পাঁচজন
Ⓒ ন’জন
Ⓓ তিনজন
12. কোন্ সংগঠন সর্বপ্রথম ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবী জানায় ?
Ⓐ ভারতীয় জাতীয় কংগ্রেস
Ⓑ হিন্দু মহাসভা
Ⓒ স্বরাজ পার্টি ✓
Ⓓ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া
13. কি পদ্ধতিতে গণপরিষদে সিদ্ধান্ত গ্রহণ করা হত ?
Ⓐ সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে
Ⓑ দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে
Ⓒ সর্বসম্মতিক্রমে ✓
Ⓓ উপরোক্ত সব ক’টি পদ্ধতির মাধ্যমে
14. নিম্নলিখিত রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনটি গণ পরিষদ গঠনে অংশগ্রহণ করেনি ?
Ⓐ মুসলিম লীগ
Ⓑ ভারতীয় জাতীয় কংগ্রেস
Ⓒ কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ✓
Ⓓ ভারতীয় জনতা পার্টি
15. কে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন ?
Ⓐ বি. আর. আম্বেদকার
Ⓑ ডক্টর রাজেন্দ্রপ্রসাদ
Ⓒ বি. এন. রাউ ✓
Ⓓ ডঃ রাজেন্দ্রপ্রসাদ
16. কে গণপরিষদে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেন ?
Ⓐ ডঃ এস রাধাকৃষ্ণন
Ⓑ ডঃ রাজেন্দ্রপ্রসাদ
Ⓒ মতিলাল নেহেরু
Ⓓ জওহরলাল নেহেরু ✓
17. ভারতবর্ষের সংবিধান
Ⓐ পৃথিবীর বৃহত্তম সংবিধান
Ⓑ পৃথিবীর বৃহত্তম অলিখিত সংবিধান
Ⓒ পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান ✓
Ⓓ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লিখিত সংবিধান
18. নীচের কোনটির ফলশ্রুতি হিসেবে গঠিত হয়েছিল গণপরিষদ ?
Ⓐ ক্যাবিনেট মিশন পরিকল্পনা, 1946 ✓
Ⓑ ভারতীয় স্বাধীনতা আইন, 1947
Ⓒ ভারত শাসন আইন, 1935
Ⓓ উপরের কোনটিই সঠিক নয়
19. কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন ?
Ⓐ মহাত্মা গান্ধী
Ⓑ বি, এন, রাউ
Ⓒ ডঃ সচিদানন্দ সিনহা ✓
Ⓓ ডঃ রাজেন্দ্রপ্রসাদ
20. কত সালে ভারতীয় সংবিধানের খসড়া প্রকাশিত হয়েছিল ?
Ⓐ 1946
Ⓑ 1947
Ⓒ 1948 ✓
Ⓓ 1950
21. জওহরলাল নেহেরু গণপরিষদে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেছিলেন
Ⓐ 1947 সালের 22 শে জানুয়ারী ✓
Ⓑ 1947 সালের 15 ই আগষ্ট
Ⓒ 1949 সালের 26 শে জানুয়ারী
Ⓓ 1949 সালের 26 শে নভেম্বর
22. 1949 সালের 26শে নভেম্বর ,ভারতবর্ষের সংবিধান গৃহীত হওয়ার সময় থেকেই নিম্নলিখিত বিষয়গুলোর মধ্যে কোনটি কার্যকরী হয় ?
Ⓐ নাগরিকতা সংক্রান্ত বিধিব্যবস্থা
Ⓑ নির্বাচন
Ⓒ কার্যনির্বাহ সংসদ
Ⓓ উপরোক্ত সবক’টি ✓
23. গণপরিষদের প্রথম সভায় ডক্টর সচিদানন্দ সিনহার নাম গণপরিষদের কার্যনির্বাহী সভাপতি রূপে ঘোষিত হয়েছিল, কারণ তিনি ছিলেন
Ⓐ মহাত্মা গান্ধীর সমর্থিত
Ⓑ কংগ্রেসের সমর্থিত
Ⓒ কংগ্রেস এবং মুসলিম লীগের সমর্থিত
Ⓓ গণপরিষদের প্রবীণতম সদস্য ✓
24. ভারতবর্ষের সংবিধান গৃহীত হয়েছিল নিমোক্ত কোনটির মাধ্যমে ?
Ⓐ গণপরিষদ ✓
Ⓑ সংসদ
Ⓒ রাষ্ট্রপতি
Ⓓ লোকসভা
25. কোন্ সালে গণপরিষদ গঠনের দাবী প্রথম উত্থাপিত হয়েছিল ?
Ⓐ 1935 ✓
Ⓑ 1938
Ⓒ 1943
Ⓓ 1944
26. গণপরিষদের প্রথম কার্যনির্বাহী সভাপতি কে ছিলেন ?
Ⓐ ডক্টর সচ্চিদানন্দ সিনহা ✓
Ⓑ রাজেন্দ্রপ্রসাদ
Ⓒ বি. আর আম্বেদকার
Ⓓ জওহরলাল নেহেরু
27. 1946 সালের 11 ই ডিসেম্বর, কে গণপরিষদের স্থায়ী সভাপতি রূপে নিবার্চিত হন ?
Ⓐ জওহরলাল নেহেরু
Ⓑ বি. আর. আম্বেদকার
Ⓒ বি. এন. রাউ
Ⓓ রাজেন্দ্রপ্রসাদ ✓
28. ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট কতগুলি কমিটি গঠন করেছিল ?
Ⓐ 13 ✓
Ⓑ 2
Ⓒ 17
Ⓓ 7
29. ভারতীয় সংবিধান চালু হওয়ার সঠিক সাল ও তারিখটি হল
Ⓐ 15 আগষ্ট, 1947
Ⓑ 24 জুলাই, 1948
Ⓒ 20 জানুয়ারি, 1951
Ⓓ 26 জানুয়ারি, 1950 ✓
30. 1946 সালে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন
Ⓐ জওহরলাল নেহেরু
Ⓑ ডঃ রাজেন্দ্রপ্রসাদ
Ⓒ ডঃ বি আর আম্বেদকর
Ⓓ ডঃ সচ্চিদানন্দ সিনহা ✓
31. কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয় ?
Ⓐ জওহরলাল নেহেরু
Ⓑ বি আর আম্বেদকার ✓
Ⓒ রাজেন্দ্রপ্রসাদ
Ⓓ বি এন রাউ
32. ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল?
Ⓐ 3OO
Ⓑ 305
Ⓒ 308
Ⓓ 389 ✓
33. গণপরিষদের সদস্যরা ছিলেন
Ⓐ প্রত্যক্ষভাবে ভারতবর্ষের জনগণ দ্বারা নির্বাচিত
Ⓑ প্রাদেশিক আইনসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত✓
Ⓒ সরকার কতৃক মনোনীত
Ⓓ একমাত্র সামন্ত রাজ্যগুলির প্রতিনিধি
34. ভারতীয় সংবিধান গৃহীত হয়
Ⓐ 1950 সালের 26 শে জানুয়ারি
Ⓑ 1949 সালের 26 শে জানুয়ারী
Ⓒ 1949 সালের 26 শে নভেম্বর ✓
Ⓓ 1949 সালের 31 শে ডিসেম্বর
35. কত সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে ?
Ⓐ 1949
Ⓑ 195O ✓
Ⓒ 1951
Ⓓ 1952
36. কবে অনুষ্ঠিত হয়েছিল গণপরিষদের প্রথম সভা
Ⓐ 9 ডিসেম্বর,1947
Ⓑ 9 ডিসেম্বর,1948
Ⓒ 9 ডিসেম্বর,1946 ✓
Ⓓ 9 ডিসেম্বর,1949
37. ভারতের সংবিধান রচনা করেছে
Ⓐ ব্রিটিশ পার্লামেন্ট
Ⓑ ভারতের গণপরিষদ ✓
Ⓒ তৎকালীন প্রদেশগুলোর প্রাদেশিক আইনসভার সদস্যগণ
Ⓓ ভারতের জনগণ
38. নিম্নলিখিত সময়কালগুলির মধ্যে কোন্ সময় ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদ বিতর্কের মাধ্যমে ভারতীয় সংবিধান চুড়ান্ত করে ?
Ⓐ নভেম্বর 1946 - নভেম্বর 1949
Ⓑ নভেম্বর 1947 - নভেম্বর 1949
Ⓒ ডিসেম্বর 1946 - নভেম্বর 1949 ✓
Ⓓ ডিসেম্বর 1947 - নভেম্বর 1949
39. ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া রচনা কমিটির প্রধান কে ছিলেন ?
Ⓐ জওহরলাল নেহেরু
Ⓑ ডঃ রাজেন্দ্র প্রসাদ
Ⓒ ডঃ বি.আর.আম্বেদকার✓
Ⓓ উপরের কোনটিই নয়
40. গণ-পরিষদের সভাপতি কে ছিলেন ?
Ⓐ জওহরলাল নেহেরু
Ⓑ বল্লভভাই প্যাটেল
Ⓒ মৌলানা আবুল কালাম আজাদ
Ⓓ রাজেন্দ্রপ্রসাদ✓
41. নিম্নলিখিত কোনটির অধীনে গঠিত হয়েছিল গণপরিষদ?
Ⓐ মাউন্টব্যাটেন প্ল্যান
Ⓑ ক্যাবিনেট মিশন প্ল্যান ✓
Ⓒ ভারতীয় স্বাধীনতা আইন, 1947
Ⓓ ওয়েভেল প্ল্যান
42. ভারতের সংবিধান কোন তারিখে ঘোষণা করা হয় ?
Ⓐ 26 শে জানুয়ারী, 1952
Ⓑ 26 শে জানুয়ারী, 1953
Ⓒ 26 জানুয়ারী, 1951
Ⓓ 26 শে জানুয়ারী, 1950 ✓
43. ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দিন থেকে কার্যকরী হয় :
Ⓐ 9 ডিসেম্বর,1946
Ⓑ 26 জানুয়ারী,1949
Ⓒ 26 জানুয়ারী,195O ✓
Ⓓ 26 নভেম্বর, 1951
সংবিধানের পরবর্তী অধ্যায় শীঘ্রই আসছে
File Details::
File Name:Indian Constitution Bengali MCQ
File Format: PDF
No. of Pages:4
File Size:2.97
Click Here to Download
21 এর answer option D হবে।
ReplyDeletePlease reply if I'm wrong.
কে ভারতীয় সঙবিধানের প্রস্তাবনায় ভ্রাতৃত্ববোধ শব্দটি যুক্ত করার উপর গুরুত্বারোপ করেছেন?
ReplyDelete