Breaking







Wednesday, August 30, 2023

ভারতের সংবিধানের ১২টি তফসিল তালিকা PDF

ভারতের সংবিধানের ১২টি তফসিল সমূহ

ভারতের সংবিধানের ১২টি তফসিল
ভারতের সংবিধানের তফসিল সমূহ
Hello বন্ধুরা,
আজ ভারতের সংবিধানের ১২টি তফসিল তালিকা PDFটি আপনাদেরকে দিচ্ছি, যেটিতে তফসিলের বিষয়বস্তু উল্লেখ করা হয়েছে বাংলা ভাষায়। কারণ বেশিরভাগ Competitive exam-এ সংবিধানের বিভিন্ন তফসিলের অন্তর্গত বিষয়বস্তু ও ক্রমিক সংখ্যা থেকে প্রশ্ন আসতেই দেখা যায়। যেমন:- ভারতের সংবিধানে কয়টি তফসিল? ইত্যাদি।

ভারতের সংবিধানের তফসিল

তফসিল সমূহবিষয়বস্তু
প্রথম তফসিলরাজ্য সমূহ ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের নাম, এক্তিয়ার, এলাকা সম্পর্কিত
দ্বিতীয় তফসিলরাষ্ট্রপতি, রাজ্যপালগন, সুপ্রিমকোর্টের ও হাইকোর্টের প্রধান বিচারপতি ও
অন্যান্য ন্যায়বিচারপতিগন, কম্পট্রোলার এবং অডিটর জেনারেল প্রমুখদের বেতন,
ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা
তৃতীয় তফসিলকেন্দ্রীয় মন্ত্রী, সংসদ, সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিচারপতিগণ, বিধানসভার সদস্যগণ
রাজ্যমন্ত্রীগন, কম্পট্রোলার এবং অডিটর জেনারেল প্রমুখের শপথ গ্রহণ এবং
প্রতিজ্ঞাপূর্বক কথন
চতুর্থ তফসিলবিভিন্ন অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যসভার আসন বন্টন
পঞ্চম তফসিলবিভিন্ন তালিকাভুক্ত এলাকা গুলির শাসনব্যবস্থার বিধান ও নিয়ন্ত্রণ
ষষ্ঠ তফসিলঅসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং অরুনাচলপ্রদেশ রাজ্যের বিভিন্ন উপজাতিভুক্ত
এলাকার শাসনব্যবস্থার নিয়মাবলী
সপ্তম তফসিলতিনটি তালিকার মাধ্যমে কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বন্টন ব্যবস্থা
অষ্টম তফসিলসংবিধান স্বীকৃত ২২টি ভারতীয় ভাষার নামের তালিকা
নবম তফসিলপ্রথম সংবিধান সংশোধনী আইন, (১৯৫১) বলে এই তালিকার সৃষ্ট। ভূমি সংস্কার, জমিদারী
প্রথার বিলোপ, রেলওয়ে, শিল্প সম্পর্কিত বিভিন্ন আইন ও নির্দেশ অন্তর্ভুক্ত
দশম তফসিল৫২-তম সংবিধান সংশোধনী আইন (১৯৮৫) বলে এই তালিকার সৃষ্ট। দলত্যাগ বিরোধী
আইন সম্পর্কিত ধারার ব্যবস্থা
একাদশ তফসিল৭৩-তম সংবিধান সংশোধনী আইন (১৯৯২) বলে এই তালিকার সৃষ্ট। এতে পঞ্চায়েত
সম্পর্কিত বিভিন্ন ধারা রয়েছে।
দ্বাদশ তফসিল১৯৯২ সালের ৭৪তম সংবিধান সংশোধনী আইন দ্বারা এই তালিকার সৃষ্টি। নগরপালিকা
বা পৌরসভা সম্পর্কিত বিষয় এতে অন্তর্ভুক্ত হয়েছে।

তফসিলের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: সংবিধানের ১২টি তফসিল
File Format: PDF
No.of Pages:2
File Size:459 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link