ভারতীয় সংবিধান সম্পর্কিত অজানা তথ্য
![]() |
সংবিধানের অজানা তথ্য |
নমস্কার বন্ধুরা,
আজ ভারতীয় সংবিধানের অজানা তথ্য PDFটি শেয়ার করছি, যেটিতে সংবিধান সম্পর্কিত আকর্ষনীয় ও অজানা তথ্য দেওয়া হয়েছে বাংলায়। কুইজ প্রতিযোগিতা ও বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে এই সাধারণ জ্ঞান খুবই কাজে লাগবে আশা করা হয়।
ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ তথ্য
☼ প্রতি বছর ২৬শে জানুয়ারী ভারতীয় সংবিধানের সম্মান রক্ষার্থে আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি☼ভারতীয় সংবিধান পৃথিবীর সমস্ত সার্বভৌম দেশগুলির মধ্যে দীর্ঘতম লিখিত সংবিধান,যার ২৫টি ভাগে ৪৪৮টি আর্টিকেল রয়েছে এবং ১২টি সিডিউল রয়েছে
☼ভারতীয় সংবিধানের মূল কপিটি হিন্দি এবং ইংরেজিতে লেখা হয়েছিল,যা ভারতীয় পার্লিয়ামেন্ট-এর পাঠাগারে হিলিয়ামপূর্ণ একটি বাক্সে সংরক্ষণ করে রাখা হয়েছে
☼সংবিধানের মূল কপিটি হাতে লেখা হয়েছিল,যা লিখে ছিলেন প্রেমবিহারী নারাইন রেইজাদা | ইতালিক স্টাইলে সুন্দর হাতের লেখায় এটি লেখা হয়েছিল | এর প্রত্যেকটি পাতা শান্তিনিকেতনের শিল্পীদের দ্বারা সাজানো হয়েছে
☼সংবিধান লেখার জন্য প্রেমবিহারী নারাইন রেইজাদা কোনো পারিশ্রমিক নেননি| তার বদলে তিনি সংবিধানের প্রতিটা পাতায় তাঁর নাম এবং শেষ পাতায় তাঁর সঙ্গে তাঁর ঠাকুরদাদার লেখার অনুমতি চেয়েছিলেন |
☼১৯৫০ সালের ২৬শে জানুয়ারী, ভারতীয় সংবিধান কার্যকর হয় এবং সংবিধান পরিষদের কার্যকারিতাও শেষ হয় | সেই দিন থেকেই ভারতের জাতীয় প্রতীক আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে
☼১৯৪৬ সালের ৯ই ডিসেম্বর সংবিধান পরিষদের প্রথম বৈঠক হয় এবং টানা দুই বছর ,১১ মাস এবং ১৮দিন কাজ করার পর চূড়ান্ত ড্রাফট তৈরী হয় ,যা বর্তমানে আমাদের সংবিধান
☼ড্রাফট তৈরী হওয়ার পর তা ফাইনাল করার আগে তা নিয়ে আলোচনা ও সমালোচনার সময় ২০০০টি সংশোধনী যোগ হয়
☼ভারতীয় সংবিধান অনেকাংশেই ব্রিটিশ সংবিধানকে অনুসরণ করেছিল | শুধু একটি ক্ষেত্রে ব্রিটিশ সংবিধান থেকে আমাদের সংবিধান সম্পূর্ণ আলাদা | ব্রিটিশ সংবিধান অনুযায়ী পার্লামেন্টই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ,তবে ভারতীয় সংবিধান অনুযায়ী তা নয়
☼ভারতীয় সংবিধানের কিছু ক্ষেত্রে আমেরিকার সংবিধান দ্বারা অনুপ্রাণিত হয়েছে | সেগুলি হল-মৌলিক অধিকার,যুক্তরাষ্ট্রীয় গঠন,আইনব্যবস্থার স্বাধীনতা,রাষ্ট্রপতি সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক এবং সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ শাখার ক্ষমতার বিভাজন
☼সংবিধানের প্রস্তাবনায় স্বাধীনতা,সাম্য এবং সৌভাতৃত্বের যে বিষয় বর্ণিত আছে তা ফ্রান্সের সংবিধান থেকে ধার করা হয়েছে | আবার সুপ্রিম কোর্টের কার্যকারিতার যে গঠনতন্ত্র রয়েছে তা জাপানের সংবিধান থেকে নেওয়া হয়েছে
☼ভারতীয় সংবিধানের যে ড্রাফট তৈরী করা হয়েছিল,সেই কমিটিতে ৭জন সদস্য ছিলেন : বি. আর. আম্বেদকর ,এন. গোপালাস্বামী আয়েঙ্গের, আল্লাদি কৃষ্ণাস্বামী আইয়ার ,সৈয়দ মহম্মদ সাহ্দুল্লা ,কে. এম. মুন্সী, বি. এল. মিত্তর এবং ডি.পি. খৈতান
☼হাতেলেখা সংবিধান ১৯৫০ সালের ২৪শে জানুয়ারী , ২৮৪ জন গণপরিষদের সদস্য স্বাক্ষর করেন,এরমধ্যে ১৫ জন মহিলা সদস্য ছিলেন | এরপর ২৬শে জানুয়ারী থেকে এটি কার্যকর হয়
☼ভারতীয় সংবিধান ও আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধানের মধ্যে আরো একটি সাদৃশ্য রয়েছে| দুটি সংবিধানের প্রস্তাবনাই শুরু হয়েছে "We ,The People" কথাটি দিয়ে
☼সম্পত্তির অধিকার আমাদের একটি মৌলিক অধিকার | সংবিধানের ৩১ নম্বর ধারায় বলা হয়েছে,আইনিভাবে কোনও সম্পত্তির অধিকারী তাঁর সম্পত্তি থেকে বঞ্চিত হবেন না | যদিও ১৯৭৮ সালের ৪৪তম সংশোধনীতে এটি বাতিল করে দেওয়া হয়েছে
☼এমারজেন্সির সময় সাংবিধানিক অধিকার খর্ব হওয়ার বিষয়টি 'ওয়াইমার কন্সটিটিউসন অফ জার্মানি ' থেকে নেওয়া হয়েছে
☼১৯৩৪ সালে গণপরিষদের ধারনাটি প্রথম দিয়েছিলেন এম. এন. রায়. | ১৯৪০ এর 'অগাস্ট অফার'-এ ব্রিটিশদের দ্বারা এটি গৃহিত হয়
☼ভারতীয় সংবিধানের ইংরেজি সংস্করণে মোট ১১৭,৩৯৬টি শব্দ রয়েছে
☼ভারতীয় সংবিধানে সারাভারতের জন্য এক ও অদ্বিতীয় নাগরিকত্বের কথা বলা হয়েছে
সংবিধান সম্পর্কিত তথ্য গুলি পিডিএফে রয়েছে
File Details::
File Name: ভারতের সংবিধানের অজানা তথ্য
File Format: PDF
No. of Pages: 2
File Size: 155 KB
Click Here to Download
welcome
ReplyDeleteJust speechless
ReplyDeletegood job
ReplyDeleteVery helpful.. Thank you
ReplyDeleteNice....🌹🌹
ReplyDeleteThanks
ReplyDeleteVery much effective
ReplyDeletethank u
ReplyDeleteThankful
ReplyDelete