Breaking







Tuesday, December 3, 2019

WBP SI Bengali Practice Set Part-2 PDF | Police Sub-Inspector

WBP SI Bengali Practice Set Part-2 PDF | Police Sub-Inspector 

Dear Aspirants,
আগত পশ্চিমবঙ্গ পুলিশ সাব-ইন্সপেক্টর পরীক্ষার জন্য WBP SI Bengali Practice Set Part-2 PDF Download করে নিন, কারণ পরীক্ষার প্রস্তুতিতে এটি খুবই সাহায্য করবে | এটিতে Preliminary Exam-এর সিলেবাস অনুযায়ী প্রশ্ন দেওয়া হয়েছে এবং সঙ্গে উত্তর পত্রও দেওয়া হয়েছে | প্রতিবছরই West Bengal Police Sub-Inspector পরীক্ষা হয় এবং অনেকেই চাকরী পায় | তাই নিজেও বেকারত্বের জ্বালা থেকে মুক্তি পেতে WBP SI Bengali Practice Set Part-2 PDFটি সংগ্রহ করুন বিনামূল্যে এবং বাড়িতেই প্র্যাকটিস করতে থাকুন |
WBP SI Bengali Practice Set Part-2 PDF Download
WBP SI Bengali Practice Set

WBP SI Bengali Practice Set নমুনা::

১. কোন কমিশনের সুপারিশনের ভিত্তিতে পাঞ্জাব ভেঙে পাঞ্জাব ও হরিয়ানা গঠিত হয়েছিল?
[a] শাহ কমিশন
[b] দাস কমিশন
[c] ধর কমিশন
[d] মহাজন কমিশন

২. কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের জাতীয় কেন্দ্রশাষিত অঞ্চল দিল্লি গঠন করা হয় ?
[a] 52 তম
[b] 62 তম
[c] 69 তম
[d] 72 তম

৩. ‘বঠাই’ কি?
[a] আসামের লোকনৃত্য
[b] বুন্দেলখন্ডের লোকনৃত্য
[c] বুন্দেলখন্ডের লোকসংগীত
[d] তামিলনাড়ুর লোকসংগীত

৪. 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?
[a] লন্ডন
[b] প্যারিস
[c] নিউ ইয়র্ক
[d] লস অ্যাঞ্জেলস

৫. কর্কট ক্রান্ত্রিরেখা ভারতের কোন রাজ্যের মধ্যে দিয়ে বিস্তৃত রয়েছে?
[a] বিহার
[b] উত্তরপ্রদেশ
[c] মধ্যপ্রদেশ
[d] অন্ধ্রপ্রদেশ

৬. হায়দ্রাবাদ শহরের প্রতিষ্ঠাতা কে?
[a] মহম্মদ কুতুব শাহ
[b] নিজাম
[c] আকবর
[d] সিকন্দর

৭. গোলান হাইটস কোন দুই দেশের মধ্যবর্তী স্থানে অবস্থিত?
[a] সিরিয়া ও ইরাক
[b] সুদান ও মিশর 
[c] ইজরায়েল ও সিরিয়া
[d] প্যালেস্তাইন ও ইজরায়েল

৮. ডান্ডিয়া কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য?
[a] গোয়া
[b] গুজরাট
[c] মহারাষ্ট্র
[d] পাঞ্জাব

৯. কত তারিখে বিশ্ব থিয়েটার দিবস পালিত হয় ?
[a] 27 শে মার্চ
[b] 28 শে মার্চ
[c] 29 শে মার্চ
[d] 30 শে মার্চ

১০. গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (GST) প্রথম কোন দেশে চালু হয়?
[a] রাশিয়া
[b] কানাডা
[c] ফ্রান্স
[d] মার্কিন যুক্তরাষ্ট্র

১১. WBBSE :মাধ্যমিক :: WBCHSE:
[a] প্রাথমিক 
[b] উচ্চ প্রাথমিক
[c] মহাবিদ্যালয় 
[d] উচ্চমাধ্যমিক

১২. ছবি : শিল্পী :: গ্রন্থ :
[a] গ্রন্থকার 
[b] নির্মাতা
[c] পরিচালক 
[d] প্রাবন্ধিক

১৩. চারটি বস্তু R, L, T ও Z-এর মধ্যে T শুধুমাত্র L-এর চেয়ে ভারী।R, J-এর চেয়ে হালকা। কোনটি সবচেয়ে ভারী?
[a] R 
[b] J 
[c] T
[d] সঠিক তথ্য দেওয়া নেই

১৪. মাসের 2 তারিখ রবিবার হলে 29 তারিখের আগের দিন কী বার হবে?
[a] শনিবার
[b] শুক্রবার
[c] রবিবার
[d] সোমবার

১৫. টুপুর একটি মেয়েকে দেখিয়ে বলল-ওর মায়ের মা আমারও মায়ের মা।আবার তুষার নামে একটি ছেলেকে দেখিয়ে বলল, ওর বাবার মা আমার মায়েরও মা।তুষারের বাবা টুপুরের কে হবে?
[a] মামা
[b] কাকা
[c] দাদু
[d] জেঠু

১৬. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থের দ্বিগুণ। তাদের পরিসীমা 360 সেন্টিমিটার হলে ।ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে?
[a] 7200
[b] 3600
[c] 1800
[d] 5400

১৭. একটি পাত্র জলপূর্ণ অবস্থায় ওজন হয় 24 কেজি। অর্ধেক জলপূর্ণ অবস্থায় ওজন হয় 13 কেজি। পাত্রটির ওজন কত কেজি?
[a] 1 
[b] 1.5
[c] 2 
[d] 2.5

১৮. একটি সংখ্যাকে 296 দিয়ে ভাগ করলে 75 ভাগশেষ থাকে। ওই সংখ্যাটিকে 37 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে?
[a] 2
[b] 1
[c] ৪
[d] 11

১৯. প্ল্যাটফর্মে দাঁড়ানো একটি লোক দেখল যে 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 6 সেকেন্ডে তাকে অতিক্রম করে। তাহলে ট্রেনের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার?
[a] 72
[b] 54
[c] 60 
[d] 36


File Details::
File Name: WBP SI Model Set-2
File Format: PDF
No. of Pages:10
File Size:6.32 MB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link