Breaking







Monday, December 2, 2019

Bengali General Science MCQ Part-3 | সাধারণ বিজ্ঞান পর্ব-৩

Bengali General Science MCQ Part-3 | সাধারণ বিজ্ঞান পর্ব-৩

Bengali General Science MCQ Part-3 | সাধারণ বিজ্ঞান পর্ব-৩
Bengali General Science MCQ
Dear Friends,
Govt. Job Exam-এর জন্য Bengali General Science MCQ Part-3 | সাধারণ বিজ্ঞান পর্ব-৩ প্রশ্ন উত্তর আজ শেয়ার করলাম | এটিতে বিজ্ঞানের সমস্ত দিক থেকে প্রশ্ন রয়েছে | অবশ্য এখানে আপনি নিজেকে যাচাই করতে পারবেন | প্রতিটা প্রশ্নের উত্তর দেখতে ''Show Answer'' বাটনে ক্লিক করুন | Railway Group D পরীক্ষার জন্য Bengali General Science খুবই গুরুত্বপূর্ণ, তাই আমাদের এই ক্ষুদ্র আয়োজন |

1. একটি উত্তল লেন্সে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে কত দূরত্বে পর্দায় প্রতিবিম্ব গঠিত হবে—
(a) 4f থেকে বেশি
(b) 4f থেকে কম
(c) 2f-এর সমান
(d) 4f-এর সমান


2. অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কী?
(a) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
(b) প্রতিফলন
(c) প্রতিবিম্ব
(d) প্রতিসরণ


3. গ্লিসারলে স্বচ্ছ কাচকে নিমজ্জিত করলে কাচটি দেখা যায় না কারণ গ্লিসারলের প্রতিসরাঙ্ক কাচের প্রতিসরাঙ্কের তুলনায়—
(a) বেশি
(b) কম
(c) সমান
(d) এটি প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে না


4. একটি আবদ্ধপাত্রে কোনাে আদর্শ গ্যাসের আয়তন ও তাপমাত্রা দ্বিগুণ করা হলে ওই গ্যাসের চাপ
(a) দ্বিগুণ হবে
(b) চারগুণ হবে
(c) অপরিবর্তিত থাকে
(d) 10 গুণ হবে


5. সালােকসংশ্লেষে আলােক দশা পূর্ণ হয়—
(a) সাইটোসল এ
(b) ক্লোরাপ্লাস্টের স্টোমায়
(c) ক্লোরােপ্লাস্টের গ্রানায়
(d) রাইবােজোমে


6. একখণ্ড বরফের টুকরাে 0°C তাপমাত্রায় বায়ুতে রাখা আছে, এটিকে একটি ছােটো গর্তে রেখে জল ঢাললে সেই জুলটি—
(a) জল জমে বরফে পরিণত হবে
(b) 0°C উষ্ণতাতে সেই জলই থেকে যাবে
(c) জল জমবে যদি বরফে টুকরাে বড়াে হয়
(d) এগুলির কোনােটিই নয়


7. নীচের কোনটি মূল দিয়ে বংশ বিস্তার করে?
(a) আলু
(b) রাঙা আলু
(c) পাথরকুচি
(d) আদা


৪. মারিজুয়ানা ড্রাগ কোথা থেকে পাওয়া যায়?
(a) Hemp
(b) Coco
(C) Poppy
(d) Neem


9. যৌন জননের একক হল—
(a) রেণু
(b) গ্যামেট
(c) রেমেট
(d) ক্লাস্টোজ


10. একটি অন্তঃ জরায়ুজ প্রাণী হল—
(a) তিমি
(b) কাতলা
(c) হাঙর
(d) ব্যাঙ


11. জীবাশ্ম উদ্ভিদ সম্পর্কে অধ্যয়নকে বলা হয়—
(a) প্যালিনােলজি
(b) প্যালিও বােটানি
(c) প্যালিওজুলােজি
(d) প্যালিয়ােটোলজি


12. Immunoglobulins' হল-
(a) অ্যান্টজেন
(b) অ্যান্টিবডি
(c) অ্যান্টিসেপটিক
(d) অ্যান্টিবায়ােটিক


13. লিভার সিরােসিস হওয়ার কারণ—
(a) কোকেন
(b) LSD
(c) অ্যালকোহল
(d) মরফিন


14. নীচের কোন্ বাস্তুতন্ত্রটি সবথেকে বেশি স্থিতিশীল?
(a) পর্বতের
(b) মরুভূমির
(c) অরণ্যের
(d) সমুদ্রের


15. নীচের কোনটি ইনসিটু সংরক্ষণ নয়?
(a) বােটানিক্যাল গার্ডেন
(b) বায়ােস্ফিয়ার রিজার্ভ
(c) ন্যাশনাল পার্ক
(d) অভয়ারণ্য


16. নীচের কোন্ ধাতুটি সবচেয়ে ভারী?
(a) পারদ
(b) লােহা
(c) সােডিয়াম
(d) নিকেল


17. মাম্পস রােগে কোন অঙ্গের স্ফীতি ঘটে?
(a) প্যারােটিভ গ্রন্থি
(b) প্লীহা
(c) রাইরয়েড
(d) লসিকা


18. কোনাে মৌলের পারমাণবিক গুরুত্ব ও মৌলটির তুল্যাঙ্কভার এক হলে মৌলটির যােজ্যতা হবে—
(a) 1
(b) 2
(c) 6
(d) 10


19. নীচের কোনটি ক্যালশিয়ামের পুষ্টির উৎস নয়?
(a) ভাত
(b) রাগি
(c) ডিম
(d) পাউডার দুধ


20. ড্রাইভাররা মদ্যপান করেছেন কিনা তা জানার জন্য পুলিশরা কোন্ রাসায়নিক বিক্রিয়া ব্যবহার করে?
(a) রেডক্স প্রতিক্রিয়া দ্বারা
(b) অ্যাসিড
(c) বাষ্প
(d) Complexation reaction-এর দ্বারা


21. নীচের কোনটি মানুষের ড্রাগ হিসাবে বিবেচিত হয়?
(a) পেনিসিলিন
(b) টেট্রাসাইলিন
(c) ভ্যানকোমাইসিন
(d) স্ট্রেপটোমাইসিন


22. কালাজ্বর রােগের বাহক হলাে—
(a) ইদুর মাছি
(b) বালু মাছি
(c) ফলের মাছি '
(d) স্যাত সী


23. টিনিডিয়া কার শ্বাস অঙ্গ?
(a) আরশােলা
(b) শামুক
(c) তারামাছ
(d) কেঁচো


24. নীচের কোনটি রাং ঝালাই (Soldering) করতে ব্যবহার করে?
(a) লােহা এবং টিন
(b) সিসা এবং টিন
(c) অ্যালুমিনিয়াম ও দস্তা
(d) লােহা ও অ্যালুমিনিয়াম


25. নীচের কোনটি রেডিয়াে অ্যাক্টিভ পদার্থ নয়?
(a) অ্যাস্টাটিন
(b) ফ্রানসিয়াম
(c) ট্রিটিয়াম
(d) জারকোনিয়াম



No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link