Breaking







Thursday, November 14, 2019

Abgari Police Constable Bengali Practice Set-5 PDF | আবগারী পুলিশ প্র্যাকটিস সেট

Abgari Police Constable Bengali Practice Set-5 PDF | আবগারী পুলিশ প্র্যাকটিস সেট:

Abgari Police Constable Bengali Practice Set-5 PDF Download | আবগারী পুলিশ প্র্যাকটিস সেট
Abgari Police Constable Bengali Practice Set
নমস্কার বন্ধুরা,
আগত WB Excise Constable বা আবগারী পুলিশ পরীক্ষার জন্য Abgari Police Constable Bengali Practice Set-5 PDF Downloadটি ডাউনলোড করে নিন, যেটিতে সিলেবাস অনুযায়ী বাংলা ব্যাকরণ ও সাহিত্য, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ থেকে মোট ১০০টি প্রশ্ন এবং সঙ্গে উত্তরপত্রও থাকছে | আমরা এর আগেও ৪টি পর্ব প্রকাশ করেছি সেগুলোও সংগ্রহ করে রাখতে পারেন | যাইহোক এই পরীক্ষায় ভালো নম্বর নিয়ে পাশ করতে Abgari Police Constable Bengali Practice Setটি ডাউনলোড করা আবশ্যিক |

কিছু নমুনা প্রশ্ন::

1.যে স্বরধ্বনি অবিভাজ্য অর্থাৎ, বিশ্লেষণ করা যায় না তাকে কী বলে?
Ⓐ হ্রস্বস্বর
Ⓑ দীর্ঘস্বর
Ⓒ প্লতস্বর
Ⓓ মৌলিক স্বর

2. নিচের কোনটি পশ্চাদভাগস্থ মৌলিকস্বর নয় ?
Ⓐ উ
Ⓑ ই
Ⓒ ও
Ⓓ অ

3. নিচের কোনটি হ্রস্বস্বর আবার কুঞ্চিত স্বরও ?
Ⓐ অ
Ⓑ ই
Ⓒ ঋ
Ⓓ ৯

4. নিচের কোনটি মূর্ধন্য ব্যঞ্জন?
Ⓐ ঢ়
Ⓑ ট
Ⓒ হ
Ⓓ সব কটি ঠিক

5. ‘মোচ্ছোবে সবাই আসল, কিন্তু তুমি এলে না।'—কোন ধ্বনি পরিবর্তনজাত শব্দ?
Ⓐ স্বরভক্তি
Ⓑ সমীভবন
Ⓒ ধ্বনিবিপর্যাস
Ⓓ অপিনিহিতি

6. ‘চলেন বাবু রিশকা চড়ে’ – কোন ধ্বনি পরিবর্তনজাত শব্দ?
Ⓐ স্বরভক্তি
Ⓑ সমীভবন
Ⓒ ধ্বনিবিপর্যাস
Ⓓ স্বরাগম

7. ‘গিরিসংকট ভীরু যাত্রীরা গুরু গরজায় বাজ’ কোন ধ্বনি পরিবর্তনজাত শব্দ?
Ⓐ স্বরভক্তি
Ⓑ স্বরাগম
Ⓒ স্বরলোপ
Ⓓ অপিনিহিতি

8. ‘ইস্টিমারে চড়িতে যাইল’ — কোন ধ্বনিপরিবর্তনজাত শব্দ?
Ⓐ অপিনিহিতি
Ⓑ অভিশ্রুতি
Ⓒ স্বরাগম
Ⓓ সমীভবন

9. বুদ্ধি’শব্দের প্রকৃত প্রত্যয় নিচের কোনটি?
Ⓐ বুধ + তি
Ⓑ বুদ + ধি
Ⓒ বুদ্ + তি
Ⓓ বৃ + ধি

10. ‘শিষ্য’শব্দের প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি?
Ⓐ শিম্ + য
Ⓑ শাস্ + য
Ⓒ শিস্ + য
Ⓓ শৃস্ + য

11. ‘প্রস্তর’  শব্দটি নিচের কোন শ্রেণির ?
Ⓐ তৎসম
Ⓑ অর্ধতৎসম
Ⓒ তদ্ভব
Ⓓ দেশি

12. ‘খাদি’ শব্দটি কোন ভারতীয় ভাষা থেকে আগত?
Ⓐ তামিল
Ⓑ গুজরাটি
Ⓒ মারাঠি
Ⓓ হিন্দি

13. ‘বোমা ’শব্দটি কোন দেশীয় ভাষা থেকে আগত?
Ⓐ আরবি
Ⓑ ফারসি
Ⓒ পোর্তুগিজ
Ⓓ তুর্কি

14. ‘কেউ-না-কেউ এসে আমায় ডেকে নিয়ে যেত।' – কোন কারক?
Ⓐ কর্তৃকারক
Ⓑ কর্মকারক
Ⓒ অপাদানকারক
Ⓓ নিমিত্তকারক

15. ‘মোষটার মাথা এক কোপে বেমালুম কাটল।– কোন কারক?
Ⓐ কর্মকারক
Ⓑ অপাদানকারক
Ⓒ করণকারক
Ⓓ নিমিত্তকারক

16. ‘চেষ্টায় বিরত হইও না।' – কোন কারক?
Ⓐ কর্মকারক
Ⓑ করণকারক
Ⓒ অপাদানকারক
Ⓓ নিমিত্তকারক

17. সপ্তাহ = সপ্ত অহের সমাহার—কোন সমাস?
Ⓐ বহুব্রীহি সমাস
Ⓑ দ্বিগু সমাস
Ⓒ কর্মধারয় সমাস
Ⓓ অলোপ সমাস

18. পঞ্চানন = পঞ্চ আনন যার—কোন সমাস?
Ⓐ দ্বিগু সমাস
Ⓑ সংখ্যাবাচক বব্রীহি সমাস
Ⓒ একশেষ দ্বন্দ্ব সমাস
Ⓓ ব্যাপ্তি তৎপুরুষ সমাস

51. Number : Mathematics :: Notes:?
Ⓐ মুদ্রা
Ⓑ ভাষা
Ⓒ মিউজিক
Ⓓ কোনোটিই সঠিক নয়

52. একটি সারিতে ৫টি ছেলে বসেছে। পীযূষ ও পরেশের মাঝে কাজল আর রনি ও পীযূষের মাঝে গোগোল বসেছে। কে গোগোলের একেবারে ডানদিকে?
Ⓐ পরেশ
Ⓑ পীযূষ
Ⓒ রনি
Ⓓ কাজল

60. IMAGINATION শব্দটিতে বাঁ দিক থেকে অষ্টম ও ডানদিক থেকে ষষ্ঠ অক্ষরের মাঝের অক্ষর কোনটি হবে?
Ⓐ A
Ⓑ I
Ⓒ G
Ⓓ M

61. যদি × মানে ÷, – মানে ×, : ÷মানে + ও + মানে – হয়, তবে (3–15÷19) ×৪ ÷6 = ?
Ⓐ 18
Ⓑ 14
Ⓒ 12
Ⓓ 11

63. বিচারকের সঙ্গে বিচার যে সম্পর্কে যুক্ত,শিক্ষক একই সম্পর্কে যুক্ত
Ⓐ শিক্ষা কক্ষ
Ⓑ শিক্ষা
Ⓒ বিদ্যালয়
Ⓓ ছাত্র

64. 5 : 124 ::7 :?
Ⓐ 125
Ⓑ 248
Ⓒ 342
Ⓓ 343

73. ভারতে প্রথম Tribal circuit Tourism প্রোজেক্ট নীচের কোন্ রাজ্যে সূচনা করা হয়েছে?
Ⓐ রাজস্থান
Ⓑ মধ্যপ্রদেশ
Ⓒ অসম
Ⓓ ছত্তিশগড়

74. নিম্নলিখিত কোন ভারতীয় সিনেমা অস্কার, ২০১৯-এর জন্য পাঠানো হয়েছিল?
Ⓐ হিচকি
Ⓑ কাদভি হাওয়া
Ⓒ ভিলেজ রকস্টার
Ⓓ রাজি

75. International Women Enterpreneurs Summit-2018 নীচের কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল?
Ⓐ নেপাল
Ⓑ শ্রীলঙ্কা
Ⓒ ভারত
Ⓓ ভুটান

90. অশোকের শিলালিপিগুলি ঐতিহাসিকগণ মোট কয়টি শ্রেণিতে ভাগ করেছেন?
Ⓐ তিনটি
Ⓑ চারটি
Ⓒ দুইটি
Ⓓ পাঁচটি

91. প্রাকৃতিক নির্বাচন তত্ত্বটির প্রবক্তা হলেন কে?
Ⓐ জে বি এস হলডেন
Ⓑ জি, জে মেন্ডেল
Ⓒ এ আই ওপারিন
Ⓓ সি আর ডারউইন

92. ভারতের প্রথম রেলকোচ নির্মাণ শিল্প কেন্দ্রটি হল—
Ⓐ পশ্চিমবঙ্গের দমদম
Ⓑ তামিলনাড়ুর পেরাম্বুর
Ⓒ পাঞ্জাবের কাপুরথালা
Ⓓ উত্তরপ্রদেশের বারাণসী


File Details::
File Name:Abgari Police Constable Bengali Practice Set-5 
File Format: PDF
No. of Pages:10
File Size:6.04 MB

Click Here to Download

3 comments:

Dont Leave Any Spam Link