Breaking







Saturday, November 2, 2019

Abgari Police Constable Bengali Practice Set Part-4 PDF | Excise Constable

Abgari Police Constable Bengali Practice Set Part-4 PD | Excise Constable 

Abgari Police Constable Bengali Practice Set Part-4 PDF Download
Abgari Police Constable Bengali Practice Set
Dear Friends,
আবগারী পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতির  জন্য Abgari Police Constable Bengali Practice Set Part-4 PDFটি  Download করে নিন | কারণ এটিতে Excise Constable পরীক্ষার সিলেবাস অনুযায়ী নির্বাচিত গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্ন এবং সঙ্গে উত্তরপত্রও প্রদান করা হলো | এই পিডিএফের অন্যতম একটি বিশেষত্ব হলো এটি সম্পূর্ণ বাংলা ভাষায়, যার কারণে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষার্থীর পুলিশ চাকরীপ্রার্থীদের কাছে গ্রহযোগ্যতা লাভ করবে | অন্যান্য পরীক্ষার মতই এই পরীক্ষাতেও ভালো নম্বর তুলতে Abgari Police Bengali Practice Set Part-4 PDFটি সংগ্রহ করে প্র্যাকটিস করতে থাকুন |

কিছু নমুনা প্রশ্ন::

নির্দেশ: নীচের অংশটি পড়ে উত্তর দিন
নব-জীবনের নব-উত্থান-আজান ফুকারি এস
নকীব
জাগাও জড়! জাগাও জীব!
জাগো দুর্বল, জাগে ক্ষুধা ক্ষীণ,
জাগিছে কৃষাণ ধূলায় মলিন,
জাগে গৃহহীন, জাগে পরাধীন
জাগে মজলুম বদ – নসীব!
        - নজরুল ইসলাম

1.মজলুম-এর জ-এর উচ্চারণ হবে
[a] তালব্য স্পষ্ঠ ব্যঞ্জনে
[b] তাবল্য ব্যঞ্জনে
[c] দন্তমূলীয় ঘৃষ্ঠ ব্যঞ্জনে
[d] নঞঅর্থক ব্যঞ্জন

2. অংশটির কেন্দ্রীয় বিষয় হল—
[a] সর্বহারা শক্তির উত্থান
[b] কৃষক সম্প্রদায়ের উত্তরণ
[c] রাষ্ট্র বিপ্লব
[d] দেশের গান

3. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘প্রায়শ্চিত্ত নাটক কবে লেখা হয়েছিল ?
[a] ১৩১৪
[b] ১৩১৫
[c] ১৩১৬
[d] ১৪১১

4. আজান’ হল
[a] মধ্যাহ্নের প্রার্থনা
[b] ভোরের প্রার্থনা
[c] সান্ধ্য প্রার্থনা
[d] ধর্মের গান

5. নব কথার অর্থ
[a] নতুন
[b] নবীন
[c] সদ্য
[d] A ও B দুটোই

6. নসীব কথার অর্থ
[a] বাম
[b] যোগ
[c] ভাগ্য
[d] কোনোটিই নয়

7. ‘জাগো দুর্বল'— দুর্বলের আগে জাগো ক্রিয়াপদের  ব্যবহার হয়েছে
[a] ভাব সংগতির জন্য
[b] ছন্দের জন্য
[c] প্রবল ঝোঁকের জন্য
[d] অলংকার হিসাবে

নির্দেশ :সমার্থক শব্দ নির্বাচন কর।
8. অহিনকুল
[a] ভঙ্গুর
[b] চিরশত্রুতা
[c] বশীভূত
[d] ভালো

9. চালশে
[a] চল্লিশ
[b] মুগ্ধতা
[c] দৃষ্টিক্ষীণতা
[d] চমৎকৃত

10. ঠোঁটকাটা
[a] কলবর
[b] স্পষ্টবক্তা
[c] প্রতিজ্ঞা
[d] ঝগড়া

11. রথ দেখা কলা বেচা
[a] একই সঙ্গে আনন্দ উপভোগ ও অর্থোপার্জন
[b] জয়-পরাজয়ের মীমাংসা
[c] ভোট আদায়
[d] কোনোটিই নয়

12. নেপোয় মারে দই
[a] অপরের শ্রমলব্ধ ফল ভোগ করা
[b] বয়কট করা
[c] অশৌচ
[d] মুগ্ধতা

13. কালকূট কার ছদ্মনাম?
[a] সমরেশ বসু
[b] বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
[c] অশোক মুখোপাধ্যায়
[d] রবি ঘোষ

14. অমৃত কুম্ভের সন্ধানে কার লেখা?
[a] বনফুল
[b] তুলসী লাহিড়ী
[c] এরা নন
[d] সমরেশ ঘোষ

15. কোণি – কার লেখা?
[a] মতি নন্দী
[b] সত্যজিৎ রায়
[c] হেমেন্দ্র রায়
[d] যতীন বোস

16. বার ঘর এক উঠান কার উপন্যাস ?
[a] জ্যোতিরিন্দ্র নন্দী
[b] সাগরময় ঘোষ
[c] এরা নন
[d] রবীন্দ্রনাথ ঠাকুর

17. সাগর থেকে ফেরা কার কাব্যগ্রন্থ?
[a] প্রেমেন্দ্র মিত্র
[b] বুদ্ধদেব বসু
[c] শংকর
[d] সুনীল গঙ্গোপাধ্যায়

18. বাঁশি বাজছে – এখানে বাঁশি
[a] অর্থের অপকর্ষ
[b] কর্ম কর্তৃবাচ্য
[c] দু’টিই নয়
[d] দু’টোই ঠিক

19. অক্ষি > আঁখি
[a] বর্ণবিলোপ
[b] অর্থপ্রসার
[c] স্বতোনাসিক্যীভবন
[d] অপিনিহিতি

20. গামোছা> গামছা এখানে
[a] বর্ণবিলোপ
[b] স্বরভক্তি
[c] অন্যোন্য সমীভবন
[d] কোনোটিই নয়

21. 5A4B3=23 হলে 6A4B4=কত?
[a] 28
[b] 21
[c] 32
[d] 45

নির্দেশ : বিজাতীয় শব্দ নির্ণয়
22. . সরাবতী, ভদ্রা, সালাল, কালিন্দী, তুঙ্গভদ্রা
[a] ভদ্রা
[b] সালাল
[c] সরাবতী
[d] কালিন্দী

23. Dysgraphia : লিখনগত অক্ষমতা :: Aphasia :
[a] মৌখিক অসমাঞ্জস্যতা
[b] পঠনগত অক্ষমতা
[c] দৃষ্টিগত সমস্যা
[d] বুদ্ধিগত সমস্যা

24. চিনের প্রখ্যাত ক্রীড়া তারকা লিন ডান কোন খেলার সঙ্গে যুক্ত?
[a] ফুটবল
[b] ক্রিকেট
[c] ব্যাডমিন্টন
[d] হকি

25. ম্যাগনাস কার্লসেন কোন দেশের প্রখ্যাত ক্রীড়া তারকা?
[a] নরওয়ে
[b] আমেরিকা
[c] চিন
[d] হল্যান্ড


File Details::
File Name: Abgari Practice set-4
File Format: PDF
No. of Pages:10
File Size:5.74 MB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link