Breaking







Friday, October 25, 2019

WB Police Excise Constable Practice Set 3 Bengali PDF | Abgari Police

WB Police Excise Constable Practice Set 3 Bengali PDF | Abgari Police:

WB Police Excise Constable Practice Set 3 Bengali PDF | Abgari Police
 Abgari Police Bengali Practice Set
Dear Friends,
আগত আবগারী পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতির জন্য WB Police Excise Constable Practice Set 3 Bengali PDFটি ডাউনলোড করে নিন, যেটিতে সিলেবাস অনুযায়ী ১০০টি প্রশ্নের সম্ভার এবং সঙ্গে সমস্ত প্রশ্নের উত্তরপত্রও দেওয়া হয়েছে | আমরা আগেই পর্ব-২ প্রকাশ করেছি আর আজকে পর্ব-৩ প্রকাশ করছি | সুতরাং যারা Abgari Police বা Excise Constable পরীক্ষার জন্য তৈরী হচ্ছেন তাদের জন্য এই Practice Setটি খুবই উপযোগী |

কিছু নমুনা প্রশ্ন::

1. দেশান্তরে সমাস নির্ণয় করুন –
(a) নিত্য সমাস
(b) তৎপুরুষ সমাস
(c) কর্মধারয়
(d) বহুব্রীহি

2. ‘অঙ্গ’ কোন দেশ কে বলা হয়?
(a) বাংলাদেশ
(b) আসাম
(c) বিহার
(d) ওড়িশা

3. ‘দিবস রজনী’র ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন-
(a) দিবসের রজনী (তৎ পুরুষ)
(b) অন্য দিবস, অন্য রজনী (নিত্য সমাস)
(c) দিবস ও রজনী (দ্বন্দ্ব সমাস)
(d) দিবস রজনীর সম্মিলন (দ্বিগু সমাস)

4. ‘মন্ত্রিত’ শব্দটির আদি অর্থ—
(a) মেঘ গর্জিত
(b) মন্ত্রণা
(c) গগণ
(d) শব্দিত

5. ‘গুরু গুরু’ বা, ‘গুন গুন’ কী ধরণের শব্দ বলা হবে?
(a) জোড়া কলম
(b) মিশ্র
(c) নি-ভাষা
(d) শব্দ দৈত্ব

6. শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ’পরে—পরে কথাটি নীচের কোন নিয়মে হয়েছে?
(a) স্বরলোপ
(b) স্বরসঙ্গতি
(c) অভিশ্রুতি
(d) অপিনিহিতি

7. কোনটি ভুল -
(a) গিরিশ-মহাদেব
(b) কোটি -শতলক্ষ
(c) কটি - কোমল
(d) অর্ঘ - অঞ্জলি

8.  যখন বিশেষণ সম্বন্ধ পদ রূপে ব্যবহৃত হয় তখন তাকে______বিশেষণ বলে।
(a) সম্বন্ধ পদীয়
(b) বিধেয়
(c) সংখ্যাবাচক
(d) সংজ্ঞা বাচক

9. ভুলটি নির্ধারণ করুন :
(a) বাঁধ + অ = বাঁধ
(b) খোঁজ = খোঁজ + অ
(c) হৃ + অ = হার
(d) কর = কৃ + অ

10. নাম পদ গুলিকে কয় ভাগে ভাগ করা যায় ?
(a) ২
(b) ৩
(c) ৪
(d) ৫

11. ‘তোমাকে ফাঁকি দেবো না’ – রেখাঙ্কিত পদের কারক।
(a) কর্তৃকারক
(b) করণকারক
(c) কর্মকারক
(d) সম্প্রদান কারক

12. ‘ক্ষীরের পুতুল’—কী জাতীয় রচনা?
(a) রূপকথা মূলক
(b) স্মৃতিচারণা
(c) ভ্রমণ কাহিনী
(d) শিল্প আলোচনা

13. স্বরলোপের উদাহরণ কোনটি-
(a) বড্ড
(b) দহ
(c) নস্যি
(d) জানলা

14. হিঁদুর:হিন্দুর > হিঁদুর ধ্বনি পরিবর্তন হল কী প্রকারে?
(a) অভিশ্রুতি
(b) স্বরভক্তি
(c) স্বরাগম
(d) নাসিকীভবন

15. অবরোধ – আদি অর্থ কী?
(a) বেক্টনী
(b) রোধ করা হয়েছে
(c) বাধাদান
(d) অন্তঃপুর

16. Aviator : Aviates :: Senator : ?
(a) Diagnosis
(b) Legislates
(c) Checks
(d) Commands

17. ENCYCLOPEDIA'শব্দটি থেকে নীচের বিকল্পগুলোর মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না ?
(a) OPEN
(b) PLEASE
(c) CANOPY
(d) PLEAD

18. যদি POPULAR মানে QPQVMBS লেখা হয় তাহলে FAMOUS মানে কী লেখা হবে?
(a) GBNPUT
(b) GNBPTV
(c) GBNPVS
(d) GBNPVT

19. যদি 1x3 x 5 = 1925, 7x9 x 11 =4981121 লেখা হয় তাহলে, 19 x 21 x 23=?
(a) 361529441
(b) 361441289
(c) 441361289
(d) 361441529

20. P,Q,R, ও S ক্যারম খেলছে |  P,R-এর ও  S, Q-এর সঙ্গে দল তৈরী করেছে | S বসে আছে R-এর ডানদিকে | যদি R, পশ্চিমদিকে মুখ করে থাকে তাহলে Q কোন দিকে মুখ করে আছে?
(a) উত্তর দিকে
(b) দক্ষিন দিকে
(c) পূর্ব দিকে
(d) পশ্চিমদিকে

21. মধ্যপ্রদেশ রাজ্য সরকার কোন কোন রাজ্যর সাথে যৌথ সহযোগীতায় ‘এক ভারত-শ্রেষ্ঠ ভারত যোজনা’চালু করল?
(a) বিহার-উত্তরপ্রদেশ
(b) মণিপুর-নাগাল্যান্ড
(c) বিহার-গোয়া
(d) কোনোটিই নয়

22. ২০১৮ সালের ফিফার বর্ষসেরা ফুটবলার হিসাবে সম্মানিত হলেন কে?
(a) লুকা মডরিচ
(b) লিওনেল মেসি
(c) মহম্মদ সালাহ
(d) ক্রিশ্চিয়ানো রোনাল্ড


File Details::
File Name: Abgari Police Bengali Practice Set 3
File Format: PDF
No. of Pages: 11
File Size: 6.6 MB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link