Breaking







Saturday, November 16, 2019

Bengali Mocktest Online : General Knowledge Part-5 for All Competitive Exams

Bengali Mocktest Online : General Knowledge Part-5 for All Competitive Exams

Bengali Mocktest Online  General Knowledge Part-5
Bengali Mocktest
Hello Friends,
সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতির জন্য Bengali Mocktest Online : General Knowledge Part-5 for All Competitive Exams-এর আয়োজন করেছি,যেখানে আপনি নিজেকে আর একবার যাচাই করার সুযোগ পাবেন | যেকোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে Bengali Mocktest-এ অংশগ্রহণ করা আবশ্যক | কারণ যত প্র্যাকটিস করবেন ততই আপনি দক্ষ বা পারদর্শী হয়ে উঠবেন |

Bengali GK Online Mocktest


  1. মানুষের শরীরে কত জোড়া করোটি স্নায়ু আছে?

  2. ১০
    ১১
    ১২
    ১৬

  3. OPV ভ্যাকসিন কোন রোগ সারাতে দেওয়া হয়?

  4. মাম্পস
    হাম
    বসন্ত
    পোলিও

  5. ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোন দ্বীপে আছে?

  6. আন্দামান
    নিকোবর
    ব্যারন
    পাম্বান

  7. গৌতম বুদ্ধ কোথায় তাঁর বাণী প্রথম প্রচার করেন?

  8. বোধগয়া
    শ্রাবস্তী
    সারনাথ
    বৈশালী

  9. যে যন্ত্রে ফ্লেমিং-এর 'বামহস্ত নিয়ম' প্রযোজ্য সেটি হল-

  10. ডায়ানামো
    জেনারেটর
    মোটর
    স্পিড গভর্নর

  11. স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন?

  12. চক্রবর্তী রাজাগোপালাচারী
    ক্লিমেন্ট এটলি
    লর্ড ওয়েভেল
    লর্ড মাউন্টব্যাটেন

  13. 'টোটো' কোন রাজ্যের আদিম আদিবাসী?

  14. অরুনাচল প্রদেশ
    ওড়িশা
    তামিলনাড়ু
    পশ্চিমবঙ্গ

  15. ছত্তিসগড়ের ভিলাই কোন শিল্পের জন্য বিখ্যাত?

  16. কার্পাস
    সার
    লোহা ও ইস্পাত
    অ্যালুমিনিয়াম

  17. কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন?

  18. লর্ড ওয়েলেসলী
    লর্ড রিপন
    লর্ড ডালহৌসি
    লর্ড কর্নওয়ালিশ

  19. মালয়েশিয়ার মুদ্রার নাম কী?

  20. ইয়েন
    ডলার
    রিঙ্গিট
    পাউন্ড


∎ স্কোর দেখার পর নিচের বাটনে ক্লিক করে উত্তর গুলি দেখুন


2 comments:

  1. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল - লর্ড মাউন্টব্যাটেন।
    স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল-চক্রবর্তী গোপালাচারী।

    ReplyDelete

Dont Leave Any Spam Link