10 WB Abgari Police Constable Bengali Practice Set PDF | Excise Constable
![]() |
Abgari Police Constable Bengali Practice Set |
আবগারী পুলিশ কনস্টেবল বা Excise Constable পরীক্ষার প্রস্তুতির জন্য 10 WB Abgari Police Constable Bengali Practice Set PDF টি একদম বিনামূল্যে আপনাদের দিচ্ছি,যেটি সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী তৈরী করা হয়েছে | এটিতে বাংলা ব্যাকরণ ও সাহিত্য, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স ও জেনারেল নলেজ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে Abgari Police Constable Bengali Practice Set গুলি বানানো হয়েছে, যা আপনাকে পরীক্ষার প্রস্তুতিতে বিশেষভাবে সাহায্য করবে |
কিছু নমুনা প্রশ্ন::
1.সময়ের সঙ্গে সঙ্গে কী পরিবর্তিত হয় ?(A) ধ্বনি
(B) শব্দ
(C) সুর
(D) ভাষা
2.কোনাে ভাষার চরিত্র নীচের কোন উপাদানটির ওপর নির্ভর করে ?
(A) বক্তা
(B) শ্রোতা
(C) উপলক্ষ্য
(D) সব কটিই
3.এক ভাষার শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্য করা হলে তাকে কী বলে?
(A) বিষয় অভিধান
(B) ইতিহাসভিত্তিক অভিধান
(C) একভাষিক অভিধান
(D) দ্বি-ভাষিক অভিধান
4. ভাষার অর্থহীন ও ক্ষুদ্রতম একককে কী বলা হয় ?
(A) বাগধ্বনি
(B) বিভাজ্য ধ্বনি
(C) অবিভাজ্য ধ্বনি
(D) কোনােটিই নয়
5.‘ল’ ধ্বনিটি কী জাতীয় ধ্বনি?
(A) পার্শ্বিক ধ্বনি
(B) নাসিক্য ধ্বনি
(C) কম্পিত ধ্বনি
(D) উষ্ম ধ্বনি
6. FLIGHT কে HNKIJV হিসাবে লেখা হলে ZEBRA কে কী লেখা হবে?
(A) BGDTC
(B) XDDTY
(C) YDAQB
(D) AFCSB
7. TIGER কে XMKIV হিসাবে লেখা হলে, PONY কে কীভাবে লেখাহয় ?
(A) TSRC
(B) ROOZ
(C) NMLW
(D) QSUZ
8. নিচের সংখ্যারাশির মধ্যে কোনটি ভুল আছে?
16, 22, 30, 45, 52, 66
(A) 30
(B) 45
(C) 52
(D) 66
9.অর্থ অনুযায়ী পরপর সাজান :
1. Childhood 2. Adulthood 3.Adolescence 4. Infancy 5.Old age
(A) 14235
(B) 14325
(C) 41325
(D) 41235
10.‘এ ভিলেজ বাই দ্য সি' গ্রন্থটির রচয়িতা কে?
(ক) অনিতা দেশাই
(খ) সরােজিনী নাইডু
(গ) লিও টলস্টয়
(ঘ) চার্লস ডিক্যান্স
11. আন্তর্জাতিক যােগ দিবস কোন দিন পালিত হয় ?
(ক) 21 মার্চ
(খ) 21 এপ্রিল
(গ) 21 জুন
(ঘ) 21 আগস্ট
12. কোন দেশ 2023 সালে এশিয়ান কাপ ফুটবল প্রতিযােগীতার আয়ােজন করবে?
(ক) জাপান
(খ) চীন
(গ) দক্ষিণ কোরিয়া
(ঘ) ভারত
13. 2023 সালের বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হবে?
(ক) ভারত
(খ) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস
(গ) বাংলাদেশ
(ঘ) নিউজিল্যান্ড
File Details::
File Name:10 Abgari Police Constable Bengali Pracice Sets
File Format: PDF
No. of Pages:99
File Size:12.20 MB
Click Here to Download
nice
ReplyDeletethanks dear
DeletePdf er answer gulo kothay pabo amar answer na jana thakle
ReplyDeleteVery niceee sir
ReplyDeleteThanks u so much
ReplyDeleteThanks
ReplyDeleteSir Dailey practice set a Gk sathe math r Gi o english question dile vlo hoto..
ReplyDeleteThank you so much sir
ReplyDelete