Breaking







Monday, November 18, 2019

Bengali GK Part-2 PDF | General Knowledge | সাধারণ জ্ঞান

Bengali GK Part-2 PDF | General Knowledge | সাধারণ জ্ঞান 

Bengali GK Part-2 PDF Free Download | General Knowledge | সাধারণ জ্ঞান
Bengali GK 2020
ডিয়ার ফ্রেন্ডস,
সমস্ত চাকরীর পরীক্ষার উপযোগী Bengali GK Part-2 PDF Free Download | General Knowledge | সাধারণ জ্ঞান পিডিএফটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ ভালো নম্বর নিয়ে পাশ করতে হলে বাংলা জিকে বা Bengali GK-তে বেশ ভালোরকম জ্ঞান থাকা আবশ্যক | এটিতে General Studies-এর বিভিন্ন বিষয় যেমন বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, বাংলা, সংবিধান প্রভৃতি থেকে প্রশ্ন উত্তর রইলো |

বাংলা জিকে পর্ব-২

❏ পৃথিবীর আকর্ষণ বল লোপ পেলে বস্তুর ও ভারের কী পরিবর্তন লক্ষ করা যায় —ভর অপরিবর্তিত থাকবে ,ভার শূন্য হবে 

❏ টেলিফোনের গ্রাহক যন্ত্রে কোন শক্তি ,কোন শক্তিতে রূপান্তরিত হয়—তড়িৎশক্তি ,শব্দশক্তিতে 

❏ পৃথিবীর যে স্থানে অভিকর্ষজ ত্বরণের মান শূন্য হয় —কেন্দ্রে 

❏ পৃথিবীর যে স্থানে অভিকর্ষজ ত্বরণের মান সর্বাধিক হয়—মেরু অঞ্চল 

❏ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি যে শক্তিতে রূপান্তরিত হয়— রাসায়নিক শক্তি

❏ কোন্ ধরনের পদার্থে গলনাঙ্ক ও হিমাঙ্ক এক নয়—অনিয়তাকার পদার্থ ( মোম ,কাচ ,চর্বি ইত্যাদি ) 

❏ প্রেসার কুকারে জলীয় বাষ্পের চাপের পরিমাণ কত রাখা হয়—দুই বায়ুমণ্ডলীয় চাপের সমান 

❏ তাপ প্রয়োগে গলে না এমন দুটি পদার্থ হল—ম্যাগনেশিয়াম অক্সাইড এবং ক্যালশিয়াম অক্সাইড 

❏ সিয়াচেন হিমবাহ যে পর্বতশ্রেণিতে অবস্থিত—কারাকোরাম 

❏ রাজস্থানের মরু অঞ্চলের চলমান বালিয়াড়িকে বলা হয়—ধ্রিয়ান 

❏ অর্ধচন্দ্রকার বালিয়াড়িকে বলা হয়—বার্খান

❏ কানহা জাতীয় উদ্যান অবস্থিত—মধ্যপ্রদেশ

❏ ব্রডগেজ রেলপথে দুটি লাইনের মাঝে দুরত্ব থাকে—1.676 মিটার 

❏ ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হল—অন্ধ্রপ্রদেশ 

❏ ভেম্বানাদ কয়াল হল—একটি উপহ্রদ

❏ ভারতের ম্যানচেষ্টার বলা হয়—আহমেদাবাদকে

❏ 0°C তাপমাত্রায় 1 গ্রাম বরফকে 0°C তাপমাত্রায় জলে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়— 80   ক্যালোরি
     
❏ বিশ্বের প্রথম দক্ষিণ মেরু জয়ী হলেন—আমুন্ডসেন

❏ আমেরিকার মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র হল— কেপ কেনেডি

❏ ভারত ও চীনের সংযোগকারী সীমান্ত হল—ম্যাকমোহন লাইন

❏ তুরস্ক, ইতালির মুদ্রার নাম হল—লিরা

❏ তরলের উপর চাপ প্রয়োগ করলে কিংবা চাপ নিষ্কাশন করলে যে পরিবর্তন লক্ষ করা যায়—চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে, চাপ কমলে ফুটনাঙ্ক কমে

❏ পরমাণুর মৌলিকত্ব কীসের উপর নির্ভর করে—পারমাণবিক সংখ্যা

❏ পরমাণুর নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রন কণাগুলিকে একসঙ্গে বলে—কেন্দ্রীয় কণা বা নিউক্লিয়ন

❏ গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল—নোকরেক

❏ গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু প্রথম আঘাত করে— পশ্চিমঘাট পর্বতে

❏ ভারতের চিনির পাত্র বলা হয়—উত্তরপ্রদেশ রাজ্যকে

❏ নিউটনের প্রথম গতিসূত্র থেকে যে দু’টি বিষয় সম্পর্কে ধারণা পাই—পদার্থের জাড্য এবং বলের সংজ্ঞা

❏ একটি ভৌত রাশির নাম কর, যার এককটি তিনটি মৌলিক একক দ্বারা গঠিত—ভরবেগ

❏ জেট প্লেন ও রকেট নিউটনের কোন্ গতিসূত্র মেনে চলে—তৃতীয় গতিসূত্র

❏ অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক হলেন —লর্ড ওয়েলেসলি

❏ সাদা হাতির দেশ বলা হয়— থাইল্যান্ডকে

❏ 1793 খ্রিস্টাব্দে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন— লর্ড কর্নওয়ালিশ

❏ রাজা রামমোহন রায়-এর প্রচেষ্টায় লর্ড বেন্টিঙ্ক সতীদাহ প্রথা নিষিদ্ধ করতে সক্ষম হয়েছিলেন— 1829            
     খ্রিস্টাব্দে

❏ 1856 খ্রিস্টাব্দে বিধবাদের পুনর্বিবাহ প্রচলন করেছিলেন— বিদ্যাসাগর

❏ আর্য সমাজের প্রতিষ্ঠাতা—  দয়ানন্দ সরস্বতী

❏ কোন বিজ্ঞানী তাপ ও গতিবিদ্যা সুত্রের প্রণেতা— জেমস প্রেসকট জুল

❏ দাড়ি কামানোর আয়না, ডেনটিস্টদের ব্যবহৃত দর্পণ কোন  প্রকৃতির লেন্স— অবতল 

❏ টিন, সিসা ও বিসমাথ-এর সংকর ধাতুর নাম কি—  রোজ মেটাল

❏ প্রোটন ও ইলেকট্রনের অস্তিত্বের কথা জানিয়েছিলেন যে বিজ্ঞানী—  জে জে টমসন

❏ মনসব কথার অর্থ হল— পদমর্যাদা

❏ শাহজাহাননামা গ্রন্থের রচয়িতা হলেন— ইনায়েত খান

❏ যেসব মৌলের বাইরের কক্ষে আটটি ইলেকট্রন থাকে তাদের বলে—  নিষ্ক্রিয় মৌল

❏ মৌর্য যুগে প্রচলিত দু'টি কর— ‘ভাগ’ ও ‘বলি

❏ নীল নদের দান বলা হয়—  মিশরকে

❏ কে আলেকজান্ডারের পরবর্তী শক্তিশালী গ্রিক রাজা ছিলেন—  মিনান্দার

❏ পৃথিবীর গভীরতম গিরিখাত হল— দক্ষিণ পেরুর কল্কা নদীর গিরিখাত

❏ শকদের আদি বাসস্থান ছিল— মধ্য এশিয়ার সিরদোরিয়া নদীর উত্তরাঞ্চল

❏ যে বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে বেশি ও কম— বেগুনি (বেশি) ও লাল (কম)
❏ যে বিজ্ঞানী তড়িৎ নিরপেক্ষ নিউট্রিনো কণা আবিষ্কার করেন—ফার্মি

❏ সাধারণ তুলাদণ্ড কোন শ্রেণির লিভার, এর যান্ত্রিক সুবিধা কত?—প্রথম শ্রেণির লিভার, যান্ত্রিক        সুবিধা 1

❏ স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল হলেন—চক্রবর্তী রাজা গোপালাচারী

❏ ভারতের জাতীয় পতাকা গণপরিষদে গৃহীত হয়েছিল—22 জুলাই,1947

❏ সংবিধানের কততম সংশোধন অনুসারে ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করা হয়েছিল—42তম সংশোধনী (1976)

❏ প্রাসাদ নগরী বলা হয়— কলকাতাকে

❏ উত্তরের ভেনিস বলা হয়— স্টকহোমকে

❏ সেলসিয়াস স্কেলে থার্মোমিটারের নিম্ন ও উর্ধ্ব স্থিরাঙ্ক হল—0°C এবং 100°C

❏ ফারেনহাইট স্কেলে থার্মোমিটারের নিম্ন ও উর্ধ্ব স্থিরাঙ্ক হল—32°F এবং 212°F

❏ সেলসিয়াস স্কেল আবিষ্কার করেন যে—সুইডিশ বিজ্ঞানী আন্দ্রে সেলসিয়াস

❏ ফারেনহাইট স্কেল আবিষ্কার করেন যে—ফরাসি বিজ্ঞানী গ্যাব্রিয়েল ড্যানিয়েল

❏ মূত্রে শর্করা বেড়ে যাওয়ার ঘটনাকে বলে—গ্লাইকোসুরিয়া

❏ পরাগযোগ ও নিষেক ছাড়া বীজহীন ফল উৎপাদনকে বলা হয়—পার্থেনোকাৰ্পি

❏ প্রকৃতিতে সৃষ্ট আভ্যন্তরীণ প্রতিফলনের একটি উদাহরণ হল—মরীচিকা

❏ সমতল দর্পণে কোন প্রতিবিম্ব গঠিত হয়—অসদ

❏ বইয়ের ছোট অক্ষর এবং ঘড়ির সূক্ষ্ম যন্ত্রপাতি দেখার জন্য যে কাচ ব্যবহৃত হয়—বিবর্ধক কাচ

❏যে বিজ্ঞানী পরমাণুর মধ্যে নিউটনের উপস্থিতি প্রমাণ করেন—স্যাডউইক

❏মূল সংবিধানে যুগ্ম তালিকাভুক্ত বিষয়ের সংখ্যা ছিল—47টি (বর্তমানে 52টি)

❏প্রথম অর্থ কমিশন গঠিত হয়েছিল—1951 খ্রিস্টাব্দে

❏মধ্যপ্রদেশের নেপানগর যে শিল্পের জন্য বিখ্যাত— নিউজপ্রিন্ট

❏সিন্ধু সভ্যতার সঙ্গে সাদৃশ্য খুঁজে পাওয়া যায়—সুমেরীয় সভ্যতার

❏রাজ্যসভায় কোন্ বিল প্রথমে উত্থাপন করা যায় না— অর্থবিল

❏অর্থবিল রাজ্যসভা কতদিনের বেশি আটকে রাখতে পারে না—14 দিনের বেশি

❏হরপ্পাবাসীরা যে ধরনের পূজা করতেন— মাতৃপূজা ও প্রকৃতিপূজা

❏ভারতে ট্যাঙ্কের মাধ্যমে সবচেয়ে বেশি জলসেচ হয়—তামিলনাড়ু রাজ্যে

❏রাজ্যসভার সদস্য থাকাকালীন প্রথম প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছিলেন—ইন্দিরা গান্ধী

❏ভারতের পার্লামেন্ট গঠিত হয়—রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা নিয়ে

❏কোনো কারণ না দেখিয়ে কতদিন রাজ্যসভার অধিবেশনে অনুপস্থিত থাকলে সদস্যপদ বাতিল হতে পারে—7 দিন

❏তাজমহলের প্রধান স্থপতি হলেন —উস্তাদ ঈশা

❏শব্দের কম্পাঙ্কের একক হলো— সাইকেল/সেকেন্ড বা হার্ত্জ

❏বায়ুর তুলনায় হাইড্রোজেন গ্যাসে শব্দের বেগ— বেশি

❏ কার্বন মনোক্সাইড ও ক্লোরিন গ্যাস পরস্পর যুক্ত হয়ে যে বিষাক্ত যুত যৌগ উৎপন্ন করে— কার্বনিল ক্লোরাইড বা ফসজিন

❏ হাইড্রোজেন কথার অর্থ হল—জল উৎপাদক

❏ ভারতের বৃহত্তম উপহ্রদ—চিল্কা হ্রদ
❏ ভিটামিন ‘E’-এর রাসায়নিক নাম হল—টোকোফেরল

❏ ভিটামিন ‘K’-এর রাসায়নিক নাম হল—ফাইলোকুইনন

❏ ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ—রাজস্থানের সম্বর হ্রদ

❏ ভিটামিন ‘C'-এর রাসায়নিক নাম হল—অ্যাসকরবিক অ্যাসিড

❏ কোন দেশকে হ্রদের দেশ বলা হয়—ফিনল্যান্ড-কে

❏ রাজ্যের অর্থ কমিশন গঠন করেন—রাজ্যপাল

❏ ভুটানের পার্লামেন্টের নাম হল— সোংডু

❏ আফগানিস্তানের পার্লামেন্টের নাম হল— সোরা

❏ দার্শনিকের উল বলা হয়—জিঙ্ক অক্সাইড (ZnO)-কে

❏ সেন বংশের শেষ রাজা ছিলেন—লক্ষণ সেন

❏ অ্যামোনিয়ার গাঢ় সম্পৃক্ত জলীয় দ্রবনকে বলে— লাইকার অ্যামোনিয়া

❏ ১৮৬৪ সালে অষ্টক সূত্র প্রকাশ করে— নিউল্যান্ড

❏ প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা— চার্লস ডারউইন

❏ পরমাণুর ইলেকট্রন গঠন অনুযায়ী যোজ্যতার ইলেক্ট্রনীয় মতবাদ প্রকাশ করেন—লুইস ও কোসেল

❏ জার্মান বিজ্ঞানী অসওয়াল্ড-এর নামানুযায়ী HNO3-এর প্রস্তুতির অপর নাম হল—অসওয়াল্ড পদ্ধতি

❏ দীর্ঘ পর্যায় সারণিতে নিষ্ক্রিয় গ্যাসগুলির অবস্থান কোন গ্রুপে—18তম

❏ পর্যায় সারণির কোন পর্যায়কে অতি হ্রস্ব পর্যায় বলা হয় যে পর্যায়ে মৌল সংখ্যা 2টি—প্রথম পর্যায়

❏খনিজ তেলের আংশিক পাতনে অবশেষ রূপে হাইড্রোকার্বনের চটচটে কালো মিশ্রণকে কি বলে যেটি রাস্তা নির্মাণে ব্যবহৃত হয়—অ্যাসফলট

❏ জগদীশচন্দ্র বসু আবিষ্কৃত উদ্ভিদের বৃদ্ধি মাপক যন্ত্রের নাম—আর্ক ইন্ডিকেটর

❏ গণপরিষদের প্রথম অধিবেশনে যোগদান করেছিলেন— 207 জন সদস্য

❏ গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি হয়েছিলেন—ডক্টর রাজেন্দ্র প্রসাদ

❏ স্মল পক্স বা গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন—ডঃ জেনার

❏ উদ্ভিদ ও প্রাণীদের দ্বিপদ নামকরণ ও বিন্যাস বিধির জনক হলেন—ক্যারোলাস লিনিয়াস

❏ ক্লোরোফিল নষ্ট হয়ে গাছের সবুজ অংশ হলুদ হয়ে যাওয়াকে বলে—ক্লোরোসিস

❏ ঢাকায় অনুশীলন সমিতির নেতা ছিলেন—পুলিনবিহারী দাশ

❏ ভারতে বিপ্লববাদের জননী বলা হয়— ভিখাজী রুস্তম কামাকে

❏ 1916 খ্রিস্টাব্দে ‘হোমরুল লিগ’ প্রতিষ্ঠা করেন— অ্যানি বেসান্ত


File Details::
File Name: Bengali GK Part-2
File Format: PDF
No. of Pages:5
File Size:3.87 MB

Click Here to Download

1 comment:

Dont Leave Any Spam Link