কোন ক্ষেত্রে কোন পুরস্কার দেওয়া হয় তালিকা
বিভিন্ন পুরস্কার তালিকা |
নমস্কার বন্ধরা,
আজ বিভিন্ন পুরস্কার ও তার ক্ষেত্র তালিকা PDFটি দিচ্ছি, যেটিতে কোন ক্ষেত্রে কোন পুরস্কার দেওয়া হয় সেই তালিকাটি সূচনাকাল এর সাথে দেওয়া হলো। জিকের অংশ হিসাবে পুরস্কারের সূচনাকাল থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন:- কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? নোবেল পুরস্কার কোন সাল থেকে প্রথম দেওয়া শুরু হয়? ইত্যাদি।
বিভিন্ন পুরস্কারের ক্ষেত্র ও সূচনাকাল
পুরস্কারের নাম | ক্ষেত্র | সূচনা |
---|---|---|
নোবেল | পদার্থবিদ্যা,রসায়ন, চিকিৎসাবিদ্যা,সাহিত্য | ১৯০১ |
নোবেল | অর্থনীতি | ১৯৬৯ |
অস্কার | চলচ্চিত্র | ১৯২৯ |
ম্যান বুকার | সাহিত্য | ১৯৬৯ |
পুলিৎজার | সাংবাদিকতা | ১৯১৭ |
গ্র্যামী | সঙ্গীত | ১৯৫৯ |
রামন ম্যাগসেসে | জনসেবা,সমাজসেবা, সাংবাদিকতা,সাহিত্য, যোগাযোগ ও আন্তর্জাতিক বোঝাপড়া উদীয়মান নেতৃত্ব | ১৯৫৮ |
কলিঙ্গ | বিজ্ঞানের জনপ্রিয়তা | ১৯৫২ |
অ্যাবেল | গণিত | ২০০৩ |
ভারতরত্ন | কলা,সাহিত্য ও বিজ্ঞান | ১৯৫৪ |
পদ্মবিভূষণ | যেকোনো ক্ষেত্রে অসাধারণ কাজের জন্য এমনকি সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও | ১৯৫৪ |
পদ্মভূষণ | যেকোনো ক্ষেত্রে বিশিষ্ট কাজের জন্য | ১৯৫৪ |
পদ্মশ্রী | যেকোনো ক্ষেত্রে অসামান্য কাজের জন্য | ১৯৫৪ |
পরমবীর চক্র | সেনাবাহিনীতে অসামান্য সাহসিকতা | ১৯৪৭ |
বীর চক্র | যুদ্ধক্ষেত্রে বীরত্বমূলক কাজের জন্য | ১৯৪৭ |
সাহিত্য অ্যাকাডেমী | সাহিত্য সম্মাননা | ১৯৫৪ |
জ্ঞানপীঠ | ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান | ১৯৬৫ |
দাদাসাহেব ফলকে অ্যাওয়ার্ড | চলচ্চিত্র উৎকর্ষতা | ১৯৬৯ |
রাজীব গান্ধী খেল রত্ন | খেলায় অসামান্য পারদর্শিতা | ১৯৯১-৯২ |
অর্জুন পুরস্কার | খেলাধুলা ও প্রশিক্ষণ | ১৯৬১ |
সরস্বতী সম্মান | সাহিত্য | ১৯৯১ |
ব্যাস সম্মান | সাহিত্য | ১৯৯১ |
দ্রোণাচার্য পুরস্কার | খেলা প্রশিক্ষণ | ১৯৮৫ |
কবীর সম্মান | সাম্প্রদায়িক সম্প্রীতি | ১৯৮৬ |
ধ্যানচাঁদ পুরস্কার | প্রাক্তন খেলোয়াড় | ২০০২ |
ইউনেস্কো শান্তি পুরস্কার | আন্তর্জাতিক শান্তি রক্ষা | ১৯৮১ |
মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার | শান্তি ও সমন্বয় | ১৯৯৫ |
তানসেন পুরস্কার | সঙ্গীত | ২০০০ |
অশোক চক্র পুরস্কার | সেনাবাহিনীতে বীরত্ব ও সাহসিকতা | ১৯৫২ |
পুরস্কারের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে
File Details:
File Name: পুরস্কার এবং ক্ষেত্র
File Format: PDF
No. of Pages: 2
File Size: 313 KB
Click Here to Download
বিভিন্ন গেমস এর সূচনাকাল ও সূচনাকারী দেশের নাম এর লিংক দিলে খুব ভালো হবে
ReplyDeleteএই পিডিএফটা এখনো আমাদের সাইটে নেই... আপডেট করা হলে নিশ্চই পাবেন
DeleteHa sir
DeleteHa sir dile khub e valo hoii
Deleteঅর্থনীতিতে প্রথম নোবেল ১৯৬৯ সালে দেওয়া হয়।
ReplyDeleteকোন দেশ, রাজ্য থেকে কোন পুরস্কার দেওয়া হয় লিস্ট আছে?
ReplyDeleteদাদা পশ্চিমবঙ্গ পুলিশের জন্য স্পেশাল কিছু দেবেন
ReplyDeleteWbp Police jonno ki6o deban
ReplyDelete