Breaking







Monday, September 13, 2021

নোবেলজয়ী ভারতীয়দের তালিকা || Nobel Prize Winners of India

নোবেলজয়ী ভারতীয়দের তালিকা|| ভারতের নোবেল পুরস্কার প্রাপকগণ:

ভারতের নোবেলজয়ীদের তালিকা || Nobel Prize Winners in India
ভারতের নোবেলজয়ী
নমস্কার বন্ধুরা,
আজ নোবেলজয়ী ভারতীয়দের তালিকা pdfটি শেয়ার করছি, যেটিতে বর্তমানকাল পর্যন্ত যে যে ভারতীয় নোবেল পুরস্কার পেয়েছেন তাদের তালিকা এবং বিবরণ রয়েছে। ভারতের কে, কোন ক্ষেত্রে নোবেল প্রাইজ পেয়েছেন সেই তালিকা থেকে প্রায়ই প্রশ্ন আসে পরীক্ষায়। যেমন:- অমর্ত্য সেন কবে নোবেল পান? সিভি রমন কোন বিষয়ে নোবেল পেয়েছিলেন? ইত্যাদি।

নোবেল জয়ী ভারতীয়

নোবেলজয়ীসালক্ষেত্র
রবীন্দ্রনাথ ঠাকুর১৯১৩সাহিত্য
সি.ভি. রমন১৯৩০পদার্থবিজ্ঞান
হর গোবিন্দ খোরানা১৯৬৮ফিজিওলজি
মাদার টেরেসা১৯৭৯শান্তি
সুভ্রমনিয়ান চন্দ্রশেখর১৯৮৩পদার্থবিজ্ঞান
অমর্ত্য সেন১৯৯৮অর্থনীতি
ভেঙ্কটরমন রামকৃষ্ণন২০০৯রসায়ন
কৈলাশ সত্যার্থী২০১৪শান্তি
অভিজিত ব্যানার্জী২০১৯অর্থনীতি
বিশদ বিবরণ পিডিএফে দেওয়া আছে


File Details::
File Name: নোবেল জয়ী ভারতীয়
File Format: PDF
No. of Pages: 1
File Size:375 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link