Breaking







Wednesday, September 18, 2019

General Knowledge Practice Set part-2 Bengali PDF-জেনারেল নলেজ প্র্যাকটিস সেট ২

General Knowledge Practice Set part-2 Bengali PDF-জেনারেল নলেজ প্র্যাকটিস সেট ২:

General Knowledge Practice Set part-2 Bengali PDF-জেনারেল নলেজ প্র্যাকটিস সেট ২
জেনারেল নলেজ প্র্যাকটিস সেট ২
নমস্কার বন্ধুরা,
আগত সমস্ত চাকরীর পরীক্ষার প্রস্তুতির জন্য General Knowledge Practice Set part-2 Bengali PDF-জেনারেল নলেজ প্র্যাকটিস সেট ২ পিডিএফটি ডাউনলোড করে নিজের সংগ্রহে রাখুন | কারণ Railway Group D, Jail Warder Police, WBP Constable, MTS, WBCS, Fire Operators, PSC Food,Abgari Policeসহ সমস্ত পরীক্ষাতে সাধারণ জ্ঞান বা General Knowledge থেকে বেশ ভালোরকম থাকে | তাই এই গুলোতে পাশ করার জন্য জিকেতে জ্ঞান থাকা বিশেষ জরুরী | তাছাড়া বর্তমানে প্রতিযোগিতা খুবই বেশী | আর এটিতে মোট ৫০টি সাধারণ জ্ঞান প্রশ্ন এবং সবশেষে উত্তরপত্রও দেওয়া হলো |

              দেরী না করে নমুনা গুলো দেখে নিন এবং General Knowledge Practice Set part-2 Bengali PDFটি ডাউনলোড করে নিন বিনামূল্যে | 

কিছু নমুনা প্রশ্ন::

1.কোনটিকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উৎস বলা হয়?
ক. সামবেদ
খ. যজুর্বেদ
গ. অথর্ববেদ
ঘ. ঋক্ বেদ

2.হিউ এন সাঙ কোথায় জৈনধর্মের প্রসার লক্ষ্য করেছিলেন?
ক. উড়িষ্যা
খ. কাশ্মীর
গ. বাংলা
ঘ. বিহার

3.কোন্ বেদে যাগযজ্ঞ ও ক্রিয়াকলাপের নির্দেশ দেওয়া আছে?
ক. ঋকবেদ
খ. যজুর্বেদ
গ. সামবেদ
ঘ. অথর্ববেদ

4.কোন মন্দিরটি জৈন মন্দির শহর হিসেবে পরিচিত?
ক. উজ্জ্বয়িনী
খ. গিরনার
গ. আহমেদাবাদ
ঘ. রাজগীর

5.কার রাজত্বকালে প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল?
ক. অজাতশত্রু
খ. অশোক
গ. হর্ষবর্ধন
ঘ. কনিষ্ক

6.কার বদান্যতায় ১৭৮৪ খ্রীঃ মার্চ মাসে ম্যাঙ্গলোরের সন্ধি হয়েছিলে?
ক. ওয়ারেন হেষ্টিংস
খ. কর্নেল ফুলারটন
গ. টিপু সুলতান
ঘ. লর্ড ম্যাকটনি

7.সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক. কৃষ্ণকুমার মিত্র
খ. ব্রহ্মবান্ধব উপাধ্যায়
গ. প্রমথনাথ মিত্র
ঘ. ভূপেন্দ্রনাথ দত্ত

8.হিতবাদী পত্রিকা কে প্রকাশ করেন?
ক. বিপিন বিহারী গাঙ্গুলি
খ. সূর্যসেন
গ. কালীপ্রসন্ন কাব্যবিশারদ
ঘ. ভূপেন্দ্রনাথ দত্ত

9.জাতীয় গ্রামীণ বিকাশ প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত?
ক. সিমলা
খ. হায়দ্রাবাদ
গ. পাটনা
ঘ. দিল্লী

10.কোন্ দেশটি ইউরোপীয় ইকনমিক কমিটির সদস্য নয়?
ক. পোল্যাণ্ড
খ. জার্মানী
গ. ইতালী
ঘ. ইংল্যাণ্ড

11.১৯০৪ সালে ভারতে প্রথম কোথায় সিমেন্ট উত্পাদন শুরু হয়?
ক. ত্রিবান্দ্রম
খ. চেন্নই
গ. কোটা
ঘ. আহমেদাবাদ

12.কত সালে MRTP আইন চালু হয়?
ক. ১৯৬৯ সাল
খ. ১৯৬৫ সাল
গ. ১৯৬৮ সাল
ঘ. ১৯৭২ সাল

13.কত সালে ভারত সরকার বাছাই করা শেয়ার ছাড়ে?
ক. ১৯৯০ সাল
খ. ১৯৯২ সাল
গ. ১৯৫৫ সাল
ঘ. ১৯৫৬ সাল

14.ভারতের বৃহত্তম বেসরকারী ব্যাঙ্ক কোন্ টি?
ক. Axix ব্যাঙ্ক
খ. ICICI
গ. HDFC
ঘ. CIII

15.১৯৮৫ সালে কেরী হিউমের লেখা বইটির নাম কি?
ক. দ্য বোন সিম্পওল
খ. দ্য ওল্ড ডেভিল্স
গ. দ্য ফেমিসড রোড
ঘ. দ্য ইংলিশ পেমেন্ট

16.``লাইফ অব পাই ’’ বইটি কার রচিত?
ক. ইয়ান ম্যাকওয়ান
খ. জেম্স কেলম্যান
গ. ইয়ান মার্টেল
ঘ. কিরন দেশাই

17.``সামথিং টু আনসার ফর ’’ বইটি কার লেখা?
ক. কার্নিস রুবেল
খ. ডেজি ফ্যাবেল
গ. ভি. এস. নাইপল
ঘ. পি. এইচ. নিউবি

18.২০০৩ সালে সঞ্জীব সিং কোন বিভাগে অর্জুন পুরস্কার পেয়েছিলেন?
ক. দাবা
খ. কবাডি
গ. হকি
ঘ. জুডো

19.২০০৬ সালে স্কোয়াশ বিভাগে কে অর্জুন পুরস্কার পেয়েছিলেন?
ক. সৌরভ ঘোষাল
খ. বিজেন্দর
গ. বিজয় কুমার
ঘ. রমেশ কুমার

20.অক্ষয় অনিতা চানু ২০০৪ সালে কিসের জন্য পুরস্কার পান?
ক. গল্ফ
খ. জুডো
গ. কাবাডি
ঘ. শুটিং

21.মনোজ বসু কোন উপন্যাস এর জন্য ১৯৬৬ সালে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেয়েছিলেন?
ক. নিশি কুটুম্ব
খ. মোহিনী আড়াল
গ. রাজনগর
ঘ. শাম্ব

22.``অমৃত্বস্ব পুত্রী’’ উপন্যাসটি কার রচিত?
ক. সমরেশ মজুমদার
খ. কমল দাস
গ. রাধারমন মিত্র
ঘ. সমরেশ বসু


File Details::
File Name: GK Practice Set-2 in Bengali
File Format: PDF
No. of Pages: 5
File Size: 2.98 MB

3 comments:

Dont Leave Any Spam Link