Breaking







Tuesday, August 6, 2019

General Knowledge Practice Set PDF in Bengali For ICDS/WBP/PSC/WBCS/NTPC/RRB Group D

General Knowledge Practice Set PDF in Bengali For ICDS/ WBP/ PSC/ WBCS/ NTPC/ RRB Group D:

General Knowledge Practice Set PDF in Bengali For ICDS/WBP/PSC/WBCS/NTPC/RRB Group D
General Knowledge Practice Set PDF in Bengali 
নমস্কার বন্ধুরা,
আজ শেয়ার করছি General Knowledge Practice Set PDF in Bengali, যেটি বিভিন্ন Competitive Exam বিশেষত ICDS/ WBP /PSC /WBCS /NTPC /RRB Group Dসহ যেকোনো পরীক্ষার পরীক্ষার প্রস্তুতিতে ব্যাপক সাহায্য করবে | কারণ এই সমস্ত পরীক্ষা সিলেবাসে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান বা General Knowledge অবশ্যই অন্তর্ভুক্ত রয়েছে | এই সাধারণ জ্ঞানে একটু পারদর্শী হলে যেকোনো পরীক্ষাতেই ভালো ফল করা সম্ভব | আর যাতে আপনার প্র্যাকটিস করতে পারেন তার জন্যই আমাদের এই প্রয়াস |

          সুতরাং দেরী না করে,General Knowledge Practice Set PDF in Bengali ডাউনলোড করে নিন নিচে দেওয়া লিংক থেকে একদম বিনামূল্যে |

কিছু নমুনা ::

◪ শাহজাহানের আসল নাম কী ছিল?
(ক) খসরু
(খ) খুররম
(গ) শাহরিয়া
(ঘ) পারভেজ

◪ ভারতের কোন মন্দিরকে "ব্ল্যাক প্যাগোডা" বলা হয়?
(ক) মিনাক্ষী মন্দির
(খ) তিরুপতি মন্দির
(গ) জগন্নাথ মন্দির
(ঘ) কোনার্ক মন্দির

◪ বক্সাইট কোন ধাতুর আকরিক?
(ক) লোহা
(খ) তামা
(গ) অ্যালুমিনিয়াম
(ঘ) দস্তা

◪ কেঁচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়?
(ক) ফুসফুস
(খ) ফুলকা
(গ) শ্বাসনালী
(ঘ) ত্বক

◪ রাম মোহন রায়ের সমাধীস্থল কোথায় অবস্থিত?
(ক) লন্ডন
(খ) মস্কো
(গ) বিস্টল
(ঘ) নিউইয়র্ক

◪ সবচেয়ে হালকা ধাতু কোনটি?
(ক) পারদ
(খ) সিসা
(গ) ম্যাঙ্গানিজ
(ঘ) লিথিয়াম

◪ কোন মাধ্যমে শব্দের বেগ তুলনামূলক বেশী?
(ক) বায়ু
(খ) জল
(গ) বায়ুশুন্য
(ঘ) লোহার তার

◪ স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে?
(ক) ইন্দিরা গান্ধী
(খ) সরোজিনী নাইডু
(গ) সুচেতা কৃপালিনী
(ঘ) বিজয়লক্ষ্মী পন্ডিত

◪ আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি?
(ক) রাজস্থান
(খ) উত্তরপ্রদেশ
(গ) মহারাষ্ট্র
(ঘ) মধ্যপ্রদেশ

◪ "নীলদর্পন" কার লেখা?
(ক) মাইকেল মধুসূদন দত্ত
(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) দীনবন্ধু মিত্র
(ঘ) মোহিতলাল মজুমদার


File Details:
File Name: General Knowledge Practice Set in Bengali
File Format: PDF
No. of Pages: 5
File Size: 3.19 MB

6 comments:

Dont Leave Any Spam Link