WB Primary TET Practice Set Bengali PDF-প্রাইমারী টেট প্র্যাকটিস সেট ১:
![]() |
প্রাইমারী টেট প্র্যাকটিস সেট ১ |
আগত Primary TET পরীক্ষার গঠনমূলক প্রস্তুতির জন্য WB Primary TET Practice Set Bengali PDF-প্রাইমারী টেট প্র্যাকটিস সেট ১ পিডিএফটি সিলেবাস অনুযায়ী আপনাদের বিনামূল্যে প্রদান করছি | এটিতে বাংলা, ইংরাজি, শিশুশিক্ষা ও মনস্তত্ত্ব, পরিবেশ ও গণিত থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সঙ্গে উত্তরপত্র দেওয়া হয়েছে | অবশ্য এটি CTET পরীক্ষার প্রস্তুতিতেও সাহায্য করবে | তাছাড়া Primary TET পরীক্ষা খুবই কম হচ্ছে, তাই ভালোরকম ভাবে নিজেকে প্রস্তুত করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ |
যাইহোক দেরী না করে WB Primary TET Practice Set Bengali PDFটি ডাউনলোড করে নিন এবং বাড়িতে বসেই প্র্যাকটিস করতে থাকুন |
কিছু নমুনা প্রশ্ন::
❏সংবেদন________ থেকে উত্পত্তি লাভ করে?(a) জ্ঞানেন্দ্রিয়
(b) কর্মেন্দ্রিয়
(c) স্পর্শেন্দ্রিয়
(d) কোনটিই সঠিক নয়
❏''আগ্রহ হলো সুপ্ত মনোযোগ''- কে বলেছেন?
(a) স্পেনসার
(b) রাসেল
(c) হার্বাট
(d) ড্রেভার
❏"বালির বাঁধ"- কোন ধরনের সমাস?
(a) বহুব্রীহি সমাস
(b) দ্বিগু সমাস
(c) উপপদ কর্মধারয়
(d) অলুক করণ তত্পুরুষ
❏'অব+ছেদ'- এর সন্ধিবদ্ধ পদটি কী হবে?
(a) অবোচ্ছেদ
(b) অবচ্ছেদ
(c) অবছেদ
(d) অবোছেদ
❏The Study of ancient societies-
(a) Anthropology
(b) Archaeology
(c) History
(d) Ethnology
❏That which cannot be corrected-
(a) Unintelligible
(b) Indelible
(c) Illegible
(d) Incorrigible
❏ভারতের বৃহত্তম পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত?
(a) ঘানা, রাজস্থান
(b) বন্দিপুর, কর্নাটক
(c) কাজিরাঙ্গা, অসম
(d) জলদাপাড়া, পশ্চিমবঙ্গ
❏ম্যানগ্রোভ জাতীয় বনভূমি কোথায় দেখা যায়?
(a) লবনাক্ত জলাভূমিতে
(b) শুষ্ক অঞ্চলে
(c) স্বাদুজলের জলাভূমিতে
(d) অক্সিজেনবিহীন অঞ্চলে
❏একটি খেলনার ওপর ২০% ছাড় দিতে চাইলে দোকানদারকে খেলনাটি ৩০০ টাকায় বিক্রয় করতে হবে | যদি খেলনাটি ৪০৫ টাকায় বিক্রয় করে ,তবে তার শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় কর-
(a) ৮%
(b) ১০%
(c) ৯%
(d) ১৮%
❏একজন ক্রিকেটার ১৭তম ইনিংসে ৮৫ রান করলো এবং আগের ১৬ ইনিংসে তার রানের গড় ৩ বৃদ্ধি পায় | তবে ১৭তম ইনিংসের পর তার রানের গড় কত ছিল?
(a) ৩১
(b) ৩৭
(c) ৪০
(d) ৩৩
File Details::
File Name: Primary TET Practice Set in Bengali
File Format: PDF
No. of Pages: 8
File Size: 7.45 MB
কপিরাইট সংক্রান্ত কারণে পিডিএফটি তুলে নেওয়া হয়েছে
WB Tet related aro set chai amader kindly aro besi set provide korun
ReplyDeleteআগামী দিনে আরো প্র্যাকটিস সেট দেওয়া হবে সঙ্গে থাকুন
DeleteAmro chai .....
ReplyDeleteAro besi hole valo hoy
ReplyDeleteEi pdf ta punorai din sir..
ReplyDeleteThanks 🙏🙏🙏🙏😊
ReplyDelete