Breaking







Saturday, June 22, 2019

Computer & ICT General Knowledge Bengali Book PDF-কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রশ্ন উত্তর বই

Computer & ICT General Knowledge Bengali Book PDF-কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রশ্ন উত্তর বই 

Computer & ICT General Knowledge Bengali Book PDF-কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রশ্ন উত্তর বই
Computer & ICT -কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রশ্ন উত্তর বই 
নমস্কার বন্ধুরা,
বর্তমান তথ্য প্রযুক্তির যুগের সাথে তাল মিলিয়ে কম্পিউটার পরীক্ষায় পাশ করার জন্য Computer & ICT General Knowledge Bengali Book PDFটি আপনাদের প্রদান করছি,যেটিতে প্রায় ১১০টি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রশ্ন উত্তর রয়েছে | যা বিভিন্ন চাকরির পরীক্ষায় থাকা কম্পিউটার বিষয়ে ভালো নম্বর তুলতে সাহায্য করবে| এই পিডিএফে খুবই গুরুত্বপূর্ন Computer Bengali GK গুলি লিপিবদ্ধ করা হয়েছে | আশা রাখি এটি আপনাদের খুবই সাহায্য করবে পরীক্ষা প্রস্তুতিকালে|

           তাই Computer & ICT General Knowledge Bengali Book PDF-কম্পিউটার ও তথ্য প্রযুক্তি প্রশ্ন উত্তর বইটি ডাউনলোড করে নিন এবং পড়াশোনা করতে থাকুন |

কিছু নমুনা::

❏'ICT in Education Programme' শুরু করে কোন সংস্থা?
উ: UNESCO

❏সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত হয় কত সালে?
উ: ১৯৮৯ সালে 

কোন আমেরিকান কম্পিউটার কোম্পানীকে "বিগ ব্লু" বলা হয়?
উ: IBM

❏গিবারিশ কী?
উ: কম্পিউটারে দেওয়া অপ্রয়োজনীয় তথ্যকে গিবারিশ বলে

❏বাংলাদেশের প্রথম বাংলা ফন্ট কোনটি?
উ: বিজয়

❏কোন ভাইরাসকে "সমস্ত ভাইরাসের জননী" বলা হয়?
উ: CIH ভাইরাসকে

❏বিশ্বের প্রথম স্মার্টফোনের নাম কী?
উ: সাইমন

❏কোন দেশে সর্বপ্রথম কম্পিউটার নেটওয়ার্ক শুরু হয়?
উ: যুক্তরাষ্ট্রে ১৯৬৯ সালে


File Details:
File  Name: Computer and ICT Bengali Gk
File Format: PDF
No. of Pages: 12
File Size: 1.37 MB

4 comments:

Dont Leave Any Spam Link