Breaking







Sunday, January 14, 2024

1150+ কম্পিউটার জিকে প্রশ্ন উত্তর PDF || Computer GK in Bengali

কম্পিউটার জিকে প্রশ্ন উত্তর PDF

কম্পিউটার জিকে প্রশ্ন উত্তর PDF
কম্পিউটার জিকে
Hello বন্ধুরা,
আজ 1150+ কম্পিউটার জিকে প্রশ্ন উত্তর PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর বাংলায় দেওয়া হয়েছে। বিভিন্ন সরকারি ও বেসরকারী চাকরির পরীক্ষায় Computer GK থেকে প্রশ্ন আসে। তাই আজই এই পিডিএফটি সংগ্রহ করে পড়তে থাকুন এবং পরীক্ষার জন্য প্রস্তুত হন।

কম্পিউটার জিকে প্রশ্ন উত্তর 

কিছু নমুনা :

১.আকার ও আকৃতি অনুসারে কম্পিউটার  কয় প্রকার?
৩ প্রকার         ৪ প্রকার 
৫ প্রকার          ৬ প্রকার 

২.সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো-
মিনিফ্রেম কম্পিউটার      মেইনফ্রেম কম্পিউটার 
সুপার কম্পিউটার            মাইক্রো কম্পিউটার 

৩.কম্পিউটারের স্মৃতিকে কয় ভাগে ভাগ করা যায়?
২টি   ৩টি 
৪.টি    ৫টি 

৪.কাজের গতি বাড়ানোর জন্য কী ব্যবহৃত হয়?
Core Storage       Main Storage 
RAM Cache         RAM Chip

৫.কিবোর্ডে কতগুলি "ফাংশন কী"  আছে?
১০টি       ১২টি 
৫টি          8টি 

৬.স্ক্যানার একধরনের -
স্মৃতি                  মাইক্রো প্রসেসর 
ইনপুট ডিভাইস    আউটপুট ডিভাইস 

৭.MAC OS কোন কম্পিউটারে চলে-
IBM PC কম্পাটিবল   মিনিফ্রেম কম্পিউটারে
ম্যাকিন্টশে                   মেইনফ্রেমে

৮.নিচের কোনটি ডিজাইন সফটওয়্যার ?
MS-Word      Excel
Access           CAD

৯.বাইনারি পদ্ধতির প্রতীক চিহ্ন হলো-
২                ৪  
০ এবং ২    ০ এবং ১ 

১০.ডেটাবেজের গুরুত্বপূর্ণ বিষয় হলো-
ফিল্ড           মেনু 
ওয়ার্কশীট   ফর্মুলা 

সমস্ত প্রশ্ন উত্তর গুলি পিডিএফে আছে

File Details:
File Name: 1150+ কম্পিউটার MCQ
File Format: PDF
No. of Pages: 28
File Size: 662KB


8 comments:

Dont Leave Any Spam Link