Breaking







Friday, June 21, 2019

List of First Indian in various Fields in Bengali PDF-বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয়দের তালিকা

List of First Indian in various Field in Bengali PDF-বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয়দের তালিকা :

List of First Indian in various Fields in Bengali PDF-বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয়দের তালিকা
বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয়দের তালিকা 
Hello Guys,
সমস্ত পরীক্ষায় General Knowledge-এর অংশ হিসাবে আসা List of First Indian in various Field in Bengali PDF-বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয়দের তালিকাটি আজ আপনাদের সঙ্গে বাংলা ভাষায় শেয়ার করছি | প্রায় প্রতিটা Competitive Exam-এ এই তালিকা থেকে একটি হলেও প্রশ্ন এসে থাকে ,তাই বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় ব্যক্তিত্বের সম্পূর্ণ listটি মনে রাখা জরুরি | তাই এই পিডিএফটি সকলের সুবিধার জন্য আজ দিচ্ছি ,যেটাতে প্রায় সমস্ত দিকটাই মাথায় রেখে বানানো হয়েছে | আশা করি এটা আপনাদের খুব কাজে আসবে বিশেষত WBCS, CGL, CHSL ,MTS, PSC, SSC, ICDS, Railway, Bank, Policeসহ যেকোনো Exam-এ |

             সুতরাং বিলম্ব না করে List of First Indian in various Field in Bengali PDF-বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয়দের তালিকাটি ডাউনলোড করে নিন এবং মুখস্থ করতে থাকুন প্রতিদিন |

নং ক্ষেত্র সমূহ ব্যক্তির নাম
১.  প্রধানমন্ত্রী  জওহরলাল নেহেরু   (১৯৪৭-৬৪)
২.  রাষ্ট্রপতি  ড: রাজেন্দ্র প্রসাদ
৩.  উপ-প্রধানমন্ত্রী  সর্দার বল্লভভাই প্যাটেল
৪.  উপ-রাষ্ট্রপতি  ড: সর্বপল্লী রাধাকৃষ্ণন
৫.  মহাকাশচারী  রাকেশ শর্মা (১৯৮৪)
৬.  ভারতরত্ন প্রাপক  চক্রবর্তী রাজা গোপালাচারী
৭.  টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন  সি.কে. নাইডু(১৯৩২)
৮.  টেস্ট সেঞ্চুরি  লালা অমরনাথ (১৯৩৩-৩৪)
৯.  রাজ্যসভার চেয়ারম্যান  ড: সর্বপল্লী রাধাকৃষ্ণন
১০.  মুখ্য নির্বাচন   আধিকারিক  সুকুমার সেন   (১৯৫০-৫৮)
১১.  প্রধান বিচারপতি  হীরালাল জে. কানিয়া   (১৯৫০-৫১)
১২.  বিমান বাহিনীর প্রধান  স্যার থমাস   অ্যালমহারেস্ট   (১৯৪৭-৫০)
১৩.  নৌ সেনা প্রধান  আর. ডি. কাটারী   (১৯৫৮-৬২)
১৪.  কমান্ডার ইন চিফ  কে. এম. কারিয়াপ্পা   (১৯৪৯-৫৩)
১৫.  ১ থেকে ১০ সব   পজিশনে ব্যাট করেছেন  ভিনু মানকড়
১৬.  বিদেশে নৃত্য প্রদর্শন  উদয় শংকর
১৭.  চিত্রাভিনেতা মুখ্যমন্ত্রী  এম. জি. রামচন্দ্রন   (তামিলনাড়ু ১৯৭৭)
১৮.  স্বাধীন ভারতের প্রথম   অর্থমন্ত্রী  আর. কে. সম্মুগম চেট্টি   (১৯৪৭)
১৯.  আই. সি. এস. অফিসার  সত্যেন্দ্রনাথ ঠাকুর
২০.  জাতীয় কংগ্রেসের   মহিলা সভাপতি  সরোজিনী নাইডু   (১৯২৫)
২১.  জ্ঞানপীঠ পুরস্কার   বিজয়ী  জি. শংকর কুরুপ   (১৯৬৫)
২২.  অক্সিজেন ছাড়াই   এভারেস্ট জয়   করেন  ফু দোরজি (১৯৮৪)
২৩.  দক্ষিন মেরু পৌঁছান  জে. কে. বাজাজ
২৪.  ইংলিশ চ্যানেল   অতিক্রম করেন  মিহির সেন (১৯৬৬)
২৫.  অলিম্পিক মেডেল   জয়ী  কে. ডি. যাদব   (কুস্তিতে,  ১৯৫২)
২৬.  বিশ্ব ব্যাঙ্কের   ম্যানেজিং ডিরেক্টর  গৌতম কাজী (১৯৯৫)
২৭.  ব্রিটিশ পার্লামেন্টে   ভারতীয় সদস্য  দাদাভাই নৌরজি   (১৮৬২)
২৮. নিশান-ই-পাকিস্তান পুরস্কার প্রাপক  মোরারজী দেশাই
২৯.  অস্কার জয়ী  ভানু আথাইয়া (১৯৮২)
৩০.  নোবেলজয়ী  রবীন্দ্রনাথ ঠাকুর   (১৯১৩)
৩১.  বৈমানিক  জে. আর. ডি. টাটা
৩২.  নৌ-চালক  ওয়াই নে সি (১৯৪১)
৩৩.  জাতি সংঘে   হিন্দিতে  ভাষণ দেন  অটল বিহারী বাজপেয়ী   (১৯৭৭)
৩৪.  টেস্টে হ্যাট্রিককারী   ক্রিকেটার  চেতন শর্মা (১৯৮৭)
৩৫.  বিদেশ যাত্রী  রাজা রামমোহন রায়
৩৬.  ম্যাগসেসাই পুরস্কারজয়ী  আচার্য বিনোবা ভাবে
৩৭.  শিশু চলচ্চিত্র শিল্পী  দাদা সাহেব ফালকের   পুত্র ভালচন্দ্রা
৩৮.  শিশু মহিলা   চলচ্চিত্র  শিল্পী  দাদা সাহেব ফালকের   কন্যা মন্দাকিনী
৩৯.  ডাকটিকিটে   জাতীয় নেতার ছবি  মহাত্মা গান্ধী
৪০. জাতীয় কংগ্রেসের সভাপতি  উমেশ চন্দ্র   বন্দ্যোপাধ্যায়
৪১.  চলচ্চিত্র পরিচালক  দাদা সাহেব ফালকে
৪২.  হাইকোর্টের   বিচারপতি  রমাপ্রসাদ রায়
৪৩.  বিদেশে অভিনয়ে   খ্যাতি লাভ  শিশির ভাদুড়ি
৪৪.  টেস্ট ক্রিকেট   খেলোয়াড়  রঞ্জিত সিংজি
৪৫.  গভর্নর  লর্ড সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ
৪৬.  বিমানবাহিনীর   প্রধান  সুব্রত মুখার্জী
৪৭.  ব্যারিস্টার  জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর



File Details:
File Name: First Indian in Various Fields
File Format: PDF
No. of Pages:2
File Size: 1.52 MB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link