Breaking







Thursday, March 14, 2019

Percentage Math Shortcut Formula and Practice Set in Bengali PDF

Percentage Math Shortcut Formula and Practice Set in Bengali PDF

Percentage Math Shortcut Formula and Practice Set in Bengali PDF
Percentage-শতকরা
নমস্কার বন্ধুরা,
আজ আমরা শেয়ার করছি Percentage Math Shortcut Formula and Practice Set in Bengali PDF,কারণ যেকোনো Competitive Exam-এ গণিত বিষয়টা থাকেই থাকে | এছাড়া গণিতের শতকরা অধ্যায় থেকে অনেক প্রশ্ন এসে থাকে | আর সেই জন্যই শতকরা শর্টকাট সুত্র জানা খুবই দরকারী |

               সুতরাং দেরী না করে Percentage Math Shortcut Formula and Practice Set in Bengali PDFটি ডাউনলোড করে নিন পরীক্ষা প্রস্তুতির ধারা অব্যাহত রাখুন |

সূত্রসমূহ

সুত্র:
মূল্য বৃদ্ধি পাওয়া ব্যবহার কমানোর ক্ষেত্রে-
ব্যবহার হ্রাসের হার = (১০০*মূল্য বৃদ্ধির হার )/(১০০+মূল্য বৃদ্ধির হার)

সুত্র:
মূল্য হ্রাস পাওয়া ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে-
ব্যবহার বৃদ্ধির হার=(১০০*মূল্য হ্রাসের হার)/(১০০-মূল্য বৃদ্ধির হার)

সুত্র:
দুটি সংখ্যার শতকরা হারের তুলনা-
শতকরা কম বা বেশি=(১০০*শতকরা কম বা বেশি)/(১০০+শতকরা কম বা বেশি)

সূত্র:
দ্রব্যমূল্যের শতকরা হার বৃদ্ধি পাওয়া-
দ্রব্যের বর্তমান মূল্য=(বৃদ্ধির প্রাপ্ত মূল্যে হার*মোট মূল্য)/(১০০+যে পরিমান পণ্য কম হয়েছে)

সূত্র:
দ্রব্যমূল্যের শতকরা হার হ্রাসপাওয়া-
দ্রব্যের বর্তমান মূল্য=(হ্রাসকৃত মূল্য হার*মোট মূল্য)/(১০০+যে পরিমান পণ্য বেশি হয়েছে)

সূত্র:
মূল্য বা ব্যবহার হ্রাস-বৃদ্ধির ক্ষেত্রে-
হ্রাসের হার=(বৃদ্ধির হার*হ্রাসের হার)/১০০

সূত্র:৭
পূর্ব মূল্য এবং বর্তমান মূল্য অনুপাত দেওয়া থাকলে শতকরা হ্রাস বের করতে হলে-
শতকরা মূল্য হ্রাস=(অনুপাতের বিয়োগফল*১০০)/অনুপাতের প্রথম সংখ্যা 



প্র্যাকটিস সেটে যেরকম অঙ্ক থাকছে::

1.দ্রব্যমূল্য ২৫% বৃদ্ধি পাওয়ার পর বৃদ্ধিপ্রাপ্ত মূল্যের শতকরা কত ভাগ হ্রাস পেলে তা পূর্বের অবস্থায় ফিরে আসবে?
[a] ৩১%
[b] ২০%
[c] ১৫%
[d] ১৮.৭৫%

2.যদি কোনো জামার দাম ৩৫০ থেকে ৭০০ টাকা হয় তাহলে পুর্বমূল্য বর্তমান মূল্যের শতকরা কত ভাগ?
[a] ৬০%
[b] ২০০%
[c] ৭৫%
[d] কোনটিই নয় 

3.কোনো পণ্য ৩০ টাকা থেকে বেড়ে ৪২ টাকা হয়,তাহলে মূল্য বৃদ্ধির হার কত?
[a] ১২%
[b] ২০%
[c] ৪০%
[d] ৪৫%

4.২৪০-এর ১৫% কত?
[a] ৩০
[b] ৩৬
[c] ৪২
[d] ৪৮



File Details:
File Name: Percentage Math shortcut
File Format: PDF
File Size: 1.80 Mb

2 comments:

Dont Leave Any Spam Link