Breaking







Monday, February 18, 2019

Simple Interest Formula in Bengali with PDF-সরল সুদ সুত্র

Simple Interest Formula in Bengali with PDF-সরল সুদ সুত্র 

Simple Interest Formula in Bengali with PDF
Simple Interest Formula in Bengali with PDF
নমস্কার বন্ধুরা,
আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Simple Interest Formula in Bengali with PDF,কারণ WBCS,CGL,MTS,Primary TET,CTET,RPF,SSCসহ যেকোনো Compertitive Exam-এ সরল সুদ থেকে অনেক প্রশ্ন এসেই থাকে | আর ভালোভাবে সরল সুদকষার সুত্র এবং পদ্ধতি না জানলে কয়েকটি নম্বর হাতছাড়া হতে পারে |

                     সুতরাং দেরী না করে Simple Interest Formula in Bengali with PDFটি ডাউনলোড করে নিন এবং প্রস্তুতির ধারাবাহিকতা বজায় রাখুন|


1.আসল বা মূলধন(Principal): যত টাকা ধার নেওয়া বা দেওয়া অথবা যত টাকা গচ্ছিত রাখা

2.সময়: যত সময়ের জন্য ধার দেওয়া বা নেওয়া অথবা জমা রাখা

3.সুদ(Interest): যে ব্যক্তি বা সংগঠন ধার দেন তাকে উত্তমর্ণ(Creditor) এবং যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার করেন তাকে অধমর্ণ (Debator) বলা হয় | উত্তমর্নের অর্থ সাময়িক ব্যবহার করার  অধিকারের বদলে শর্ত অনুযায়ী অধমর্ণ কিছু অতিরিক্ত অর্থমূল্য দিয়ে থাকেন |এই অর্থমুল্যই সুদ |

4.সুদের হার(Rate of Interest): সুদ সাধারনত বছরের হিসাবে কষা হয়ে থাকে,যেমন সুদের বার্ষিক হার ১০% এর অর্থ হল,১০০ টাকার ১ বছরের সুদ ১০ টাকা | কোনো কোনো ক্ষেত্রে ষান্মাসিক ,মাসিক,এমনকি দৈনিক হিসাবেও সুদ কষা হয় |

5.মোট সুদ: নির্দিষ্ট আসলের উপর নির্দিষ্ট সময়ের জন্য দেও বা প্রাপ্য সুদ |

6.সুদ আসল বা সবৃদ্ধিমূল: আসল+মোট সুদ

 সুদ-কষা সম্পর্কিত বিষয়গুলির পারস্পরিক সম্পর্ক

 1. সুদের হার ও সময় অপরিবর্তিত থাকলে: 
আসল ও মােট সুদের মধ্যে সরল সম্পর্ক অর্থাৎ আসল বাড়লে মােট সুদ বাড়বে , আসল কমলে মােট সুদ কমবে।

2. আসল ও সময় অপরিবর্তিত থাকলে;
সুদের হার ও মােট সুদের মধ্যে সরল সম্পর্ক অর্থাৎ সুদের হার বাড়লে মােট সুদ বাড়বে , সুদের হার কমলে মােট সুদ কমবে।

3. আসল ও সুদের হার অপরিবর্তিত থাকলে;
সময় ও মােট সুদের মধ্যে সরল সম্পর্ক অর্থাৎ সময় বাড়লে মােট সুদ বাড়বে , সময় কমলে মােট সুদ কমবে।

4. সুদের হার ও মােট সুদ অপরিবর্তিত থাকলে;
আসল ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক অর্থাৎ আসল বাড়লে ঐ মােট সুদ পেতে সময় কম লাগবে , আসল কমলে সময় বেশি লাগবে ।

5. আসল ও মােট সুদ অপরিবর্তিত থাকলে;
সুদের হার ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক অর্থাৎ সুদের হার বাড়লে ঐ মােট সুদ পেতে সময় কম লাগবে , সুদের হার
কমলে সময় বেশি লাগবে।

 6. সময় ও মােট সুদ অপরিবর্তিত থাকলে;
 আসল ও সুদের হারের মধ্যে ব্যস্ত সম্পর্ক অর্থাৎ আসল বাড়লে সুদের হার কমবে , আসল কমলে সুদের হার বাড়বে।

[পদ্ধতি ও প্র্যাকটিস সেট পিডিএফ-এ দেওয়া আছে ]

File Details:
File Name: Simple Interest Formula
File Format: PDF
File Size: 3.61 MB


No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link