Breaking







Wednesday, March 13, 2019

Indian Economy MCQ Part-5 in Bengali PDF-ভারতের অর্থনীতি

Indian Economy MCQ Part-5 in Bengali PDF-ভারতের অর্থনীতি 

Indian Economy MCQ Part-5 in Bengali PDF
Indian Economy MCQ Part-5
নমস্কার বন্ধুরা,
আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Indian Economy MCQ Part-5 in Bengali PDF,কারণ WBCS,CGL,PSC,SSC,CHSL,RRB সহ বিভিন্ন Competitive Exam-এ ভারতের অর্থনীতি থেকে অনেক প্রশ্ন এসেই থাকে | আর ঠিকঠাক উত্তর করার সামর্থ্য জোগাতে পড়তেই হবে |

               সুতরাং Indian Economy MCQ Part-5 in Bengali PDF-ভারতের অর্থনীতি প্রশ্ন উত্তর গুলি পড়ে নিন এবং ডাউনলোড করে নিন 



1. নেহেরু রােজগার যােজনা চালু হয়-
(A) অক্টোবর, ১৯৮৯
(B) জানুয়ারি, ১৯৯৮
(C) মার্চ, ২০০১
(D) এপ্রিল, ২০০২

2. প্রথম শ্রম কমিশনের নেতৃত্বে কে ছিলেন?
(A) গজেন্দ্র গাভস্কর
(B) বি. আর, সরস্বতী
(C) ও. পি. খান্না
(D) রাজেন্দ্র সিংহ

3.অর্থ কমিশন কত বছরের জন্য গঠিত হয়?
(A) ১ বছর
(B) ২ বছর
(C) ৫ বছর
(D) ৬ বছর

4. ভারতে আয়কর কত সাল থেকে প্রথম প্রবর্তিত হয় ?
(A) ১৮৫৭ সালে
(B) ১৮৬০ সালে।
(C) ১৮৬৫ সালে
(D) ১৮৬৯ সালে

5. আন্তজাতিক অর্থভান্ডার (IMF) গঠিত হয়—
(A) প্রথম বিশ্বযুদ্ধের পর
(B) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর
(C) রুশ বিপ্লবের পর
(D) চিনের বিপ্লবের পর

6. স্বাধীনতা লাভের পর ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম সমবায় কৃষি ব্যবস্থা আরম্ভ হয় ?
(A) পশ্চিমবঙ্গ
(B) উত্তরপ্রদেশ
(C) মধ্যপ্রদেশ
(D) অসম।

7. ভারতে খাদ্য কপোরেশন (FCl) কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে গঠিত হয়?
(A) প্রথম পরিকল্পনা
(B) দ্বিতীয় পরিকল্পনা
(C) তৃতীয় পরিকল্পনা
(D) পঞ্চম পরিকল্পনা |

8. দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কার সঙ্গে যৌথ উদ্যোগে গড়ে তােলা হয়?
(A) পশ্চিম জার্মানি
(B) জাপান
(C) রাশিয়া
(D) চিন

9. কোন কমিটি কৃষিনীতি ও কর্মসূচির সঙ্গে যুক্তছিল?
(A) ওয়ান্চু কমিটি
(B) আগরওয়াল কমিটি
(C) চেল্লাইয়া কমিটি
(D) ভূতলিঙ্গম কমিটি

10.বাজেটে উপস্থাপনার অংশে কয় বছরের কথা থাকে? 
(A) এক বছরের
(B) দু বছরের
(C) তিন বছরের
(D) চার বছরের ৯

11. 'নরসিংহম কমিটি' কোন্ ক্ষেত্রে সংস্কারের জন্য রিপাের্ট দেয় ?
(A) ব্যাঙ্কিং
(B) রাজস্ব
(C) শিল্প
(D) সরকারি কর্মচারীদের বেতন

12.ভারত কবে আন্তর্জাতিক অর্থভান্ডারের সদস্য হয়?
(A) ১৯৪৭ সালে
(B) ১৯৪৯ সালে
(C) ১৯৫১ সালে
(D) ১৯৫২ সালে।

13. কত কোটি টাকা নিয়ে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ১৯৫৩ সালে গঠিত হয়? 
(A) ১ কোটি
(B) ৩ কোটি
(C) ৫ কোটি
(D) ১০ কোটি

14.কার নেতৃত্বে গরিবি হটাও'-এর কর্মসূচি গৃহীত হয়? 
(A) জওহরলাল নেহরু
(B) ইন্দিরা গান্ধি
(C) রাজিব গান্ধি
(D) নরসিং রাও

15.বিশ্বব্যাঙ্কের হিসাব অনুসারে মাথাপিছু আয় সবচেয়ে বেশি কোন্ দেশের মানুষের? 
(A) ব্রিটেন
(B) আমেরিকা
(C) জাপান
(D) সুইজারল্যান্ড

16. কবে কয়লাখনির জাতীয়করণ করা হয়?
(A) ১৯৬৫ সালে
(B) ১৯৭১ সালে
(C) ১৯৭৩ সালে
(D) ১৯৭৭ সালে ৫

17.কোন রাজ্যের সরকারি কাজকর্মে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কোনাে ভূমিকা নেই?

(A) জম্মু ও কাশ্মীর
(B) পাঞ্জাব
(C) হরিয়ানা
(D) নাগাল্যান্ড

18. ভারতে কোন কমিটি সর্বপ্রথম কালাে টাকার হিসাব করেছিল? 
(A)  লোসা কমিটি
(B) ওয়াঞ্চ কমিটি
(C) নরসিংহম কমিটি
(D) ভানুপ্রতাপ সিংহ কমিটি ৯

19. কোন্ পরিকল্পনায় IRDP প্রবর্তিত হয় ? 
(A) দ্বিতীয়
(B) চতুর্থ
(C) পঞ্চম
(D) সপ্তম

20.'প্ল্যানড ইকনমি ফর ইন্ডিয়া' (১৯৩৮) কার রচনা ? 
(A) দাদাভাই নৌরজি
(B) এম. বিশ্বেশরাইয়া
(C) সি. কে. মহলানবীশ
(D) জে, বি. কৃপালনী

21.ভারতীয় আর্থিক বিকাশের পথে প্রধান প্রতিবন্ধক কোনটি ?
(A) দক্ষ শ্রমিকের অভাব
(B) স্থানাভাব
(C) কাঁচামালের অভাব
(D) পুঁজির অভাব

22. আন্তর্জাতিক অর্থনীতির দৃষ্টিকোণ থেকে তৃতীয় বিশ্ব' বলতে বােঝায়— 
(A) আমেরিকা
(B) গ্রেট ব্রিটেন
(C) উন্নয়নশীল দেশ সমূহ
(D) উন্নত দেশ সমূহ

23. কোনটি পরােক্ষ কর নয়—
(A) সম্পদ কর
(B) আয়কর
(C) কপোরেশন কর
(D) প্রমোদ কর

24.নিচের কোন্ বস্তু রপ্তানি করে ভারত সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে— 
(A) রাসায়নিক দ্রব্য
(B) হস্তশিল্প
(C) চর্মজাত দ্রলা
(D) কাপসিজাত দ্রব্য

25. আধুনিক ভারতে বৃহত্তম শিল্প কোনটি?
(A) রাসায়নিক শিল্প
(B) পাট শিল্প
(C) চিনি শিল্প
(D) বস্ত্র শিল্প

26.‘কোল ইন্ডিয়া লিমিটেড' স্থাপিত হয়-
(A) ১৯৭১ সালে
(B) ১৯৭৩ সালে
(C) ১৯৭৫ সালে
(D) ১৯৭৭ সালে

27.দশমিক প্রথা প্রথম কোন দেশে চালু হয়?
(A) গ্রিস
(B) চিন"
(C) ভারত
(D) ইতালি

28. ভারতীয় অর্থনীতির বিশ্বায়নের অর্থ হল-- . 
(A) ভারতের বাইরে ভারতীয় বাণিজ্য সংস্থার সংখ্যা বৃদ্ধি করা।
(B) বৈদেশিক ঋণের পরিমাণ বৃদ্ধি করা।
(C) আমদানি বাণিজ্যের পরিমাণ যতদূর সম্ভব হ্রাস করা
(D) অন্যদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে যথাসম্ভব কম বাধানিষেধ আরােপ করা

29. স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড (SAIL) কত সালে স্থাপিত হয়? 
(A) ১৯৫৫ সালে
(B) ১৯৭৪ সালে
(C) ১৯৩৯ সালে
(D) ১৮১ সালে

30.কেন্দ্র রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সবাধিক ব্যয় হয়— 
(A) শিক্ষাখাতে
(B) স্বাস্থ্য পরিষেবায়
(C) প্রতিরক্ষা খাতে সে
(D) সুদ প্রদানে

31.অপারেশন বর্গা হল-
(A) কৃষি সংস্কার মূলক
(B) একপ্রকার শিল্প সংরক্ষণ নীতি
(C) একপ্ৰকার অর্থ ব্যবস্থা
(D) শিল্পের বেসরকারিকরণ ব্যবস্থা

32.ত্রয়ােদশ অর্থ কমিশনের প্রধান কে?
(A) ড. সি. রঙ্গরাজন
(B) ড. এ এস ঠাকুর
(C) বিজয় কেলকার
(D) এনা, এন ভোরা

33.অনগ্রসর শ্রেণিদের জন্য মণ্ডল কমিশন কখন গঠিত হয়েছিল?
(A) ১৯৭৬ সালে
(B) ১৯৭৮ সালে
(C) ১৯৮৭ সালে
(D) ১৯৯৫ সালে

34.Wealth of Nations -এর লেখক কে?
(A) অ্যাডাম স্মিথ
(B) অ্যারিস্টটল
(C) রমেশ মজুমদার
(D) অমর্ত্য সেন


File Details:
File Name: Economy MCQ P-5
File Format: PDF
File size: 2.16 MB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link