Breaking







Monday, February 11, 2019

Indian Economy MCQ Part-4 in Bengali PDF-ভারতীয় অর্থনীতি প্রশ্ন উত্তর

Indian Economy MCQ Part-4 in Bengali PDF Download-ভারতীয় অর্থনীতি প্রশ্ন উত্তর 

Indian Economy MCQ Part-4 in Bengali PDF Download for WBCS,CGL,Bank,MTS,SSC,PSC
Indian Economy MCQ Part-4 in Bengali 
নমস্কার বন্ধুরা,
আজ আমরা শেয়ার করছি Indian Economy MCQ Part-4 in Bengali PDF,কারণ বিভিন্ন Competitive Examযেমন-WBCS,CGL,PSC.MTS-এ ভারতের অর্থনীতি থেকে প্রশ্ন আসে | আর আপনারা এর আগের পর্ব গুলো পড়তে চাইলে একদম নিচে লিংক দেওয়া আছে 
   
                         সুতরাং দেরী না করে Indian Economy MCQ Part-4 in Bengali PDFটি ডাউনলোড করে নিন এবং প্রস্তুতির ধারাবাহিকতা বজায় রাখুন|

1.চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া রচনা করেন কে?
[a] প্রশান্ত মহলানবীশ
[b] সঞ্জীব রেড্ডি
[c] অধ্যাপক গ্যাডগিল
[d] এম. বিশ্বেসরাইয়া

2.কবে প্রথম ভারতের সর্ববৃহৎ ১৪টি দেশীয় বানিজ্যিক ব্যাঙ্ককে জাতীয়করণ করা হয়?
[a] ১৯৫৯ সালে
[b] ১৯৬৯ সালে
[c] ১৯৭৭ সালে
[d] ১৯৭৯ সালে

3.কাগজি মুদ্রা দুই প্রকারের হতে পারে-
[a] শেয়ার ও ডিবেঞ্চার
[b] চেক ও শেয়ার সার্টিফিকেট
[c] রূপান্তর ও অরূপান্তরযোগ্য
[d] নোট ও চেক

4.দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কাল কী ছিল?
[a] ১৯৪৯-১৯৫৪
[b] ১৯৫৪-১৯৫৯
[c] ১৯৫৬-১৯৬১
[d] ১৯৬১-১৯৬৬

5.ভারতে যে জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা হয়েছে তার অধ্যক্ষ কে?
[a] প্রধানমন্ত্রী
[b] রাষ্ট্রপতি
[c] স্বরাষ্ট্রমন্ত্রী
[d] অর্থমন্ত্রী

6.গণপ্রজাতন্ত্রী ভারতের প্রথম অর্থমন্ত্রী কে?
[a] আর. কে. সন্মুখম
[b] জন মাথাই
[c] সি. ডি. দেশমুখ
[d] টি. টি. কৃষ্ণমাচারী

7.ভারতে কারেন্সি নোট ছাপানো ও সরবরাহ করা হয় কথা থেকে?
[a] সিকিউরিটি প্রেস,মুম্বাই
[b] সিকিউরিটি প্রেস,নাসিক
[c] সিকিউরিটি প্রেস,নয়ডা
[d] রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া

8.ভারতে 'সাধারণ বিমা' কোম্পানী কোন রাজ্যে হয়?
[a] মুম্বাই
[b] মাদ্রাজ
[c] দিল্লি
[d] পশ্চিমবঙ্গ

9.ভারতের প্রাথমিক বিদ্যালয় গুলিতে 'মিড ডে মিল' কোন আর্থিক বছরে শুরু হয়?
[a] ১৯৯৩-৯৪
[b] ১৯৯৪-৯৫
[c] ১৯৯৫-৯৬
[d] ১৯৯৬-৯৭

10.ICICI ব্যাংক কবে স্থাপিত হয়?
[a] ১৯৫২ সালে
[b] ১৯৫৩ সালে
[c] ১৯৫৪ সালে
[d] ১৯৫৫ সালে

11.'জিলানি কমিটি' কোন বিষয়ের সঙ্গে যুক্ত?
[a] ঋণ ব্যবস্থা
[b] রাজস্ব ব্যবস্থা
[c] আর্থিক সংস্কার
[d] কর ব্যবস্থা

12.'ওঙ্কার গোস্বামী কমিটি' কোন বিষয়ের সঙ্গে যুক্ত?
[a] ঋণ ব্যবস্থা
[b] আর্থিক সংস্কার
[c] শিল্পে রুগ্নতা
[d] ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ

13.কেন্দ্রীয় বাজেট সাধারনত কবে উপস্থাপন করা হয়?
[a] ১৫ই ফেব্রুয়ারী
[b] ২৮শে ফেব্রুয়ারী
[c] ১লা মার্চ
[d] ১লা এপ্রিল

14.FCI কত খ্রিষ্টাব্দে স্থাপিত হয়?
[a] ১৯৬৫
[b] ১৯৬৯
[c] ১৯৭১
[d] ১৯৭৫

15.যোজনা কমিশনের চেয়ারম্যান কে হন?
[a] রাষ্ট্রপতি
[b] অর্থমন্ত্রী
[c] প্রধানমন্ত্রী
[d] উপরাষ্ট্রপতি

16.ভারতের ঘুর্নায়মান পরিকল্পনার সূচনা কে করে?
[a] কংগ্রেস সরকার
[b] জনতা সরকার
[c] এ. ডি. এ . সরকার
[d] ইউ . পি. এ. সরকার

17.৫,০০০ ও ১০,০০০ টাকার নোট গুলি কবে বাতিল করা হয়েছে?
[a] ১৯৭১ সালে
[b] ১৯৭৪ সালে
[c] ১৯৭৫ সালে
[d] ১৯৭৭ সালে

18.সবুজ বিপ্লব ভারতের কোন রাজ্যে সর্বাপেক্ষা বেশি দৃষ্টিগোচর হয়?
[a] পাঞ্জাব
[b] উত্তরপ্রদেশ
[c] মহারাষ্ট্র
[d] হরিয়ানা

19.P.L.-480 এগ্রিমেন্ট কবে চালু হয়?
[a] ১৯৫৬ সালে
[b] ১৯৫৯ সালে
[c] ১৯৬৩ সালে
[d] ১৯৬৭ সালে

20.অর্থকমিশনের কাজ কী?
[a] নায্য মজুরি ঠিক করা
[b] শ্রম বিবাদের নিষ্পত্তি করা
[c] কেন্দ্র-রাজ্য আর্থিক বন্টনের সুপারিশ করা
[d] কেন্দ্রকে অর্থ সাহায্য করা

21.জাতীয় পরিকল্পনায় 'পরিকল্পনা ছুটির দিবস' কেন জরুরী হয়ে পড়েছিল?
[a] প্রথম পাক-ভারত যুদ্ধ
[b] দ্বিতীয় পাক-ভারত যুদ্ধ
[c] ভারত-চীন যুদ্ধ
[d] কোনটিই নয়

22.ভারতে দ্বাদশ অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন?
[a] কে. সি. পন্থ
[b] ড. মনমোহন সিংহ
[c] এ. এম. খুসরো
[d] ড. সি. রঙ্গরাজন

23.ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত?
[a] দিল্লিতে
[b] মুম্বাইতে
[c] চেন্নাইতে
[d] পুনেতে

24.I.M.F-এর হিসাবপত্র কোন মুদ্রায় প্রকাশ করা হয়?
[a] স্বর্ণমুদ্রায়
[b] ডিবেঞ্চারে
[c] S.D.R-এ
[d] সেভিং সার্টিফিকেটে

25.ভারতে জাতীয় আয় প্রথম গণনা করেন-
[a] দাদাভাই নৌরজি
[b] পি.কে মহলানবীশ
[c] প্রশান্ত মহলানবিশ
[d] ড. এস. রাধাকৃষ্ণন

26.ভারতীয় অর্থনীতি হল-
[a] অবাধ অর্থনীতি
[b] অর্ধ-মিশ্র অর্থনীতি
[c] সমাজতান্ত্রিক অর্থনীতি
[d] মিশ্র অর্থনীতি

27.সাক্ষরতার হার কোন রাজ্যে বেশী?
[a] পশ্চিমবঙ্গ
[b] কেরল
[c] রাজস্থান
[d] তামিলনাড়ু

28.কখন ঘাটতি ব্যয়-নীতির প্রয়োজন হয়?
[a] যখন জাতীয় আয় ও ব্যয় পরস্পর সমান
[b] ব্যয়ের তুলনায় আয় অধিক
[c] ব্যয়ের তুলনায় আয় কম
[d] উভয়ই শুন্য

29.ভারতের কোন রাষ্ট্রীয় সংস্থায় চাকুরিজীবির সংখ্যা সবচেয়ে বেশী?
[a] ব্যাংক
[b] জীবনবীমা
[c] রেল
[d] বিমান পরিবহন

30.ভারতে লেনদেন ঘাটতির কারণ হল-
[a] রপ্তানির বৈচিত্র্যতা
[b] বৈদেশিক মুদ্রার স্বল্পতা
[c] আমদানির অনিবার্যতা
[d] a ও c উভয়ই

File Details:
File Name: Indian Economy MCQ Part-4
File Format: PDF
File Size: 1.98 MB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link