Breaking







Friday, February 8, 2019

Bengali Mocktest on General Knowledge for Free

Bengali Mocktest on General Knowledge for Free


Bengali Mocktest on General Knowledge for WBCS,CGL,MTS,RRB

General Knowledge Bengali Mocktest


  1. মাইথন জলবিদ্যুত প্রকল্পটি কোন বহুমুখী নদী পরিকল্পনার অন্তর্গত?

  2. ভাকরা নাঙ্গাল
    দামোদর উপত্যকা
    হীরাকুঁদ প্রকল্প
    রিহান্দ প্রকল্প

  3. নেইমার কোন দেশের খেলোয়াড় ?

  4. নেদারল্যান্ড
    আর্জেন্টিনা
    ব্রাজিল
    জার্মান

  5. ছোটদের রিকেট রোগটি কোন ভিটামিনের অভাবে হয়

  6. ভিটামিন-A
    ভিটামিন-B
    ভিটামিন-C
    ভিটামিন-D

  7. ডিনামাইট তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?

  8. ফর্মালিন
    ন্যাপথালিন
    নাইট্রো গ্লিসারিন
    টলুইন

  9. কোন রাজারা কোনারকের সূর্য্য মন্দির তৈরী করেন?

  10. রাষ্ট্রকুট
    চোড়গঙ্গ
    পল্লব
    চোল

  11. থাইরয়েড কোন ধরনের গ্রন্থি?

  12. বহিঃক্ষরা
    অন্তঃক্ষরা
    মিশ্র
    কোনটিই নয়

  13. ভারতে প্রথম ISD পরিষেবা(টেলিফোন) কোন দুটি শহরের মধ্যে চালু হয়?

  14. দিল্লি-লন্ডন
    মুম্বাই-লন্ডন
    কলকাতা-লন্ডন
    মাদ্রাজ-লন্ডন

  15. আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি?

  16. লাক্ষাদ্বীপ
    দিল্লি
    দমন ও দিউ
    চণ্ডিগড়

  17. ভারতীয় সংবিধানে সুপ্রিমকোর্টের বিষয়টি কোন দেশ থেকে নেওয়া?

  18. রাশিয়া
    যুক্তরাজ্য
    আমেরিকা
    কানাডা

  19. পুলিকট হ্রদটি কোন রাজ্য অবস্থিত?

  20. গুজরাট
    ওড়িশা
    তামিলনাড়ু
    অন্ধ্রপ্রদেশ

স্কোর দেখার পর নিচের ছক থেকে সঠিক উত্তরগুলি দেখে নিন

     উত্তরপত্র 
 1.b  2.c  3.d 4.c  5.b
 6.b  7.b  8.a  9.c  10.c

6 comments:

Dont Leave Any Spam Link