Breaking







Saturday, February 16, 2019

Physical Science MCQ Part-1 in Bengali-ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর

Physical Science MCQ Part-1 in Bengali-ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর 

Physical Science MCQ Part-1 in Bengali for WBCS,SSC,PSC,CGL,MTS,Madhyamik
Physical Science MCQ in Bengali
নমস্কার বন্ধুরা,
আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Physical Science MCQ Part-1 in Bengali,কারণ বিভিন্ন Competitive Exam-এ ভৌতবিজ্ঞান থেকে অনেক প্রশ্ন এসে থাকে | 

               সুতরাং দেরী না করে নিচ থেকে Physical Science MCQ Part-1 in Bengali পড়ে নিন ,এবং পরীক্ষা প্রস্তুতির এক ধাপ এগিয়ে থাকুন |

1. কোন রাশি প্রকাশের জন্য মান ও অভিমুখ উভয় প্রয়োজন হয়?
[a] প্রাকৃতিক রাশি
[b] স্কেলার রাশি
[c] ভৌতরাশি
[d] ভেক্টর রাশি

2.কোন স্কেলার রাশিটি তিনটি মৌলিক একক দ্বারা গঠিত?
[a] ক্ষেত্রফল
[b] ক্ষমতা
[c] দ্রুতি
[d] দর্পণ

3.নিয়মিত প্রতিফলন নিম্নের কোন প্রতিফলনের ক্ষেত্রে ঘটে?
[a] সিনেমার পর্দা
[b] জামা
[c] ঘরের পর্দা
[d] দর্পণ

4.স্বনকের আকার কমলে শব্দের প্রাবল্য কী হয়?
[a] কমে
[b] বাড়ে
[c] একই থাকে
[d] সঠিক বলা যাবে না

5.আপতন কোন ৫৫ ডিগ্রি হলে প্রতিফলন কোন কত হবে?
[a] ৩৫ ডিগ্রি
[b] ৫৫ ডিগ্রি
[c] ১২৫ ডিগ্রি
[d] ৬৫ ডিগ্রি

6.নিচের কোন আকাশে শিশির উত্পন্ন হয় না ?
[a] অল্প মেঘাছন্ন
[b] মেঘাচ্ছন্ন
[c] মেঘমুক্ত
[d] বেশি মেঘাচ্ছন্ন

7.স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে কী মাপা হয়?
[a] ভর
[b] ভার
[c] ভর এবং ভার
[d] কোনটাই নয়

8.জলের বাষ্পীভবনের লীনতাপ কত?
[a] ৫৩৭ ক্যালরি/গ্রাম
[b] ৪৩৭ ক্যালরি/গ্রাম
[c] ৮০ ক্যালরি/গ্রাম
[d] ৫৮৬ ক্যালোরি/গ্রাম

9.নিউটনের কোন সূত্রকে জাড্য-এর সুত্র বলে?
[a] প্রথম সুত্র
[b] দ্বিতীয় সুত্র
[c] তৃতীয় সুত্র
[d] সব গুলিই

10.অবাধে পতনশীল বস্তুর গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফল কী হয়?
[a] ক্রমশ বাড়তে থাকে
[b]ক্রমশ কমতে থাকে
[c] প্রথমে কমে তারপর বাড়ে
[d] সবসময় ধ্রুবক থাকে

11.কোনটি দ্বিতীয় শ্রেনীর লিভার?
[a] কাঁচি
[b] ঢেঁকি
[c] যাতি
[d] তুলাযন্ত্র

12.বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত?
[a] ০.৫
[b] ১
[c] ১.৫
[d] ২

13.নিচের কোন অক্ষরটি দর্পনে পৃথক দেখবে?
[a] M
[b] W
[c] A
[d] N

14.স্বরের মধ্যে সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট সুরটিকে কী বলে?
[a] মূলসুর
[b] সমমেল
[c] উপসুর
[d] কোনটাই নয়

15. শুন্য ডিগ্রি সেন্টিগ্রেড-এ বায়ু মাধ্যমে শব্দের বেগ কত?
[a] ৩৩২মি/সে.
[b] ২৩২মি/সে.
[c] ৪৩২ মি/সে.
[d] ৬৩২ মি.সে.

16.নিচের কোনটি মাত্রাহীন রাশি?
[a] দ্রুতি
[b] ক্ষমতা
[c] ঘনত্ব
[d] কোণ

17.প্রাস গতিতে কণার গতিপথ হয়-
[a] বৃত্তাকার
[b] উপবৃত্তাকার
[c] পরাবৃত্তাকার
[d] অধিবৃত্তাকার

18.তড়িতের উত্তম পরিবাহী জল হল-
[a] পরিশ্রুত গরম জল
[b] পতিত জল
[c] পরিশ্রুত জল সাধারণ উষ্ণতায়
[d] লবনাক্ত জল

19.নিম্নের কোনটি তাপনিয়ামক হিসাবে পরমানু চুল্লিতে ব্যবহৃত হয়?
[a] ভারী জল
[b] ক্যাডমিয়াম
[c] গলিত সোডিয়াম
[d] গ্রাফাইট

20.অপটিক্যাল ফাইবার কোন কাজে ব্যবহৃত হয়?
[a] যোগাযোগ
[b] উইভিং
[c] বাদ্যযন্ত্র
[d] খাদ্য প্রক্রিয়াকরনে


5 comments:

Dont Leave Any Spam Link