Breaking







Thursday, February 14, 2019

Life Science MCQ Part-4 in Bengali PDF-জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর

Life Science MCQ Part-4 in Bengali PDF-জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর 

Life Science MCQ Part-4 in Bengali PDF for WBCS,HSC,BCS,CGL
Life Science-জীবন বিজ্ঞান 
নমস্কার বন্ধুরা,
আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Life Science MCQ Part-4 in Bengali PDF,কারণ বিভিন্ন Competitive Exam-এ জীবন বিজ্ঞান থেকে বেশ ভালোরকমই প্রশ্ন এসে থাকে |

                    সুতরাং Life Science MCQ Part-4 in Bengali PDFটি ডাউনলোড করে নিন এবং প্রস্তুতির ধারাবাহিকতা বজায় রাখুন |

1. দীর্ঘতম প্রাণীকোশ হল—
(a) স্নায়ুকোশ
(b) লােহিত রক্তকণিকা
(c) মেদকোশ
(d) কুফার কোশ

2. কে সর্বপ্রথম কোশ কথাটি ব্যবহার করেন?
(a) ডাউঘাটি
(b) রবার্ট হুক
(c) জ্যানসেন
(d) লুই পাস্তুর

3. নিউক্লিয়াসবিহীন একটি সজীব উদ্ভিদকোশ হল-
(a) সিভনল
(b) সঙ্গীকোশ
(c) ট্রাকিয়া
(d) ট্রাকিড

4. প্রােক্যারিয়ােটিক কোশের রাইবােজোমের প্রকৃতি হল-
(a) 70 S
(b) 80 S
(c) 55 S
(d) 5.8 S

5. প্রােটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট -
(a) অ্যামাইলােপ্লাস্ট
(b) অ্যালিউরােনপ্লাস্ট
(c) ইলিয়ােপ্লাস্ট
(d) রােডােপ্লাস্ট

6. কমলা বর্ণের রঞ্জক হল-
(a) ক্যারােটিন
(b) জ্যাথিন
(c) ক্লোরােফিল
(d) জ্যান্থােফিল

7. উদ্ভিদ কোশপ্রাচীরের মুখ্য উপাদান হল-
(a) কাইটিন
(b) পেকটিন
(c) সেলুলােজ
(d) প্রােটিন

৪. প্রােক্যারিয়ােটিক কোশের উদাহরণ হল-
(a) ব্যাকটেরিয়া
(b) নীলাভ-সবুজ শৈবাল
(c) মাইকোপ্লাজমা
(d) সবকটিই

9. ভ্যাকুয়ােলকে ঘিরে অবস্থিত সাইটোপ্লাজমের স্বচ্ছ ও পাতলা স্তর হল—
(a) এক্টোপ্লাজম
(b) এন্ডােপ্লাজম
(c) হায়ালােপ্লাজম
(d) টোনােপ্লাজম

10. কোন বিজ্ঞানী প্রােটোপ্লাজম কথাটি সর্বপ্রথম ব্যবহার
করেন?
(a) পারকিনজি
(b) ফন্টানা
(c) রবার্ট ব্রাউন
(d) ক্যামিলাে গলগি

11. কোন্ বিজ্ঞানী মাইটোকনড্রিয়াকে বায়ােপ্লাস্টিক নামে অভিহিত করেন?
(a) অলটম্যান
(b) বেন্ডা
(c) বােভেরি
(d) প্যালাডে

12. পাইন গাছের কাণ্ডে ও পাতায় কোন্ রেচন পদার্থ পাওয়া যায় ?
(a) তরুক্ষীর
(b) রজন
(c) উপক্ষার।
(d) র‌্যাফাইড

13. উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটায়
(a) অগ্রস্থ ভাজক কলা
(b) পার্শ্বস্থ ভাজক কল
(c) নিবেশিত ভাজক কলা
(d) স্থায়ী কলা

14. দুমুখাে ছুঁচোলাে প্যারেনকাইমা হল-
(a) ক্লোরেনকাইমা
(b) এরেনকাইমা
(c) ইডিয়ােব্লাস্ট
(d) প্রােসেনকাইমা

15. লাউ, কুমড়াের কাণ্ডে কোন্ কোলেনকাইমা পাওয়া যায় ?
(a) কৌণিক
(b) কুপাকৃতি
(c) স্তরীভূত
(d) স্ক্লেরাইড

16. পাট গাছের তন্তু হল -
(a) প্যারেনকাইমা
(b) কোলেনকাইমা
(c) স্ক্লেরেনকাইমা
(d) পােসেনকাইমা

17. স্ক্লেরেনকাইমা তন্তুর দৈর্ঘ্য-
(a) 25 cm পর্যন্ত হতে পারে
(b) 55 cm পর্যন্ত হতে পারে
(c) 30 cm পর্যন্ত হতে পারে
(d) 500 cm পর্যন্ত হতে পারে

18. একটি গ্রিনহাউস গ্যাস হল-
(a) মিথেন
(b) নাইট্রোজেন ডাইঅক্সাইড
(c) হাইড্রোজেন সালফাইড
(d) সালফার ডাইঅক্সাইড

19. ট্রাকিয়ার কাজ হল
(a) জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ পরিবহণ করা
(b) উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা
(c) খাদ্য প্রস্তুত করা
(d) (a) ও (b) উভয়ই

20. একটি ক্লোরিন জাতীয় কীটনাশক হল— .
(a) DDT
(b) ম্যালাথিয়ন
(c) অ্যালডিকার্ব
(d) পাইরেথ্রাম

21. জলদূষণ ঘটায় -
(a) নাইট্রেট
(b) সাইট্রেট
(c) কার্বোনেট
(d) সালফেট

22. নীচের কোন্‌টি উৎপাদক নয়?
(a) স্পাইরােগাইরা
(b) ভলভক্স
(c) ঈস্ট
(d) ক্ল্যামাইডােমােনাস

23, বর্জ্যপদার্থ সঞ্চয়কারী প্যারেনকাইমা হল—
(a) প্রােসেনকাইমা
(b) ইডিয়ােব্লাস্ট
(c) স্ক্লেরেনকাইমা
(d) এরেনকাইমা

24. রক্তে অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে-
(a) RBC
(b) WBC
(c) অণুচক্রিকা
(d) কোনােটিই নয়

25. দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে-
(a) মেদকলা
(b) অ্যারিয়ােলার কলা
(c) পেশিকলা
(d) স্নায়ুকলা

26. অ্যান্টিবডি উৎপাদনকারী কোশ হল—
(a) লিম্ফোসাইট
(b) মনােসাইট
(c) নিউট্রোফিল
(d) বেসসাফিল

27. রক্ততঞ্চনকাল হল—
(a) 2-4 মিনিট
(b) 3–8 মিনিট
(c) 1-2 মিনিট
(d) 8-10 মিনিট

28.বৃক্কের একক হল-
(a) নিউরোন
(b) নেফ্রন
(c) শুক্রানু
(d) ডিম্বানু

29.RBC-স্থিত শ্বাসরঞ্জক হল-
(a) হিমোগ্লোবিন
(b) হিমসায়ানিন
(c) ভ্যানাডিয়াম
(d) হিমোএরিথ্রিন

30. মধ্যকর্ণের অস্থি হল—
(a) মেলিয়াস
(b) ইনকাস
(c) স্টেপিস
(d) সবকটিই

31. অস্থির কোশ হল
(a) অস্টিয়ােব্রাস্ট
(b) অস্টিয়ােসাইট
(c) অস্টিয়ােক্লাস্ট
(d) সবগুলি

32. বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমােন হল-
(a) STH
(b) ইনসুলিন
(c) অ্যাড্রিনালিন
(d) থাইরক্সিন

33. হৃৎপিণ্ডের O2 প্রেরণকারী প্রকোষ্ঠ হল—
(a) ডান নিলয়
(b) বাম নিলয়
(c) ডান অলিন্দ
(d) বাম অলিন্দ

34. হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে জালক পর্যন্ত বিস্তৃত রক্তবাহ হল-
(a) ধমনি
(b) শিরা
(c) ম্যালপিজিয়ান নালিকা
(d) ট্রাকিয়া

35. বিশ্বপরিবেশ দিবস পালিত হয়
(a) 5 June
(b) 10 October
(c) 16 December
(d) 22 May

36. শব্দদূষণের ফলে কোন রােগ হয়?
(a) বধিরতা
(b) অ্যালার্জি
(c) ডায়ারিয়া
(d) ক্যানসার

37. নীচের কোনটি সংক্রামক রােগ নয় ?
(a) ক্যানসার
(b) ডায়ারিয়া
(c) যক্ষ্মা
(d) ব্রংকাইটিস

38. কোন্ পেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে?
(a) হৃৎপেশি
(b) মসৃণ পেশি
(c) সরেখ পেশি
(d) সবকটিতে

39. মানুষের রক্তে শ্বেত ও লােহিত রক্তকণিকার অনুপাত
(a) 700:1
(b) 8000:1
(c) 50:1
(d) 100000:1

40. কোন্ শ্বেত রক্তকণিকা হেপারিন ক্ষরণ করে?
(a) নিউট্রোফিল
(b) ইয়ােসিনােফিল
(c) বেসোফিল
(d) লিম্ফোসাইট

File Details:
File Name: Life Science MCQ P-4
File Format: PDF
File Size: 1.90 MB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link