Breaking







Monday, January 7, 2019

Physics Questions Answers in Bengali PDF-ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর

Physics Questions Answers in Bengali PDF-ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর 

Physics Questions Answers in Bengali PDF for wbcs,rrb group d,cgl,hsc
Physics Questions Answers in Bengali PDF

নমস্কার বন্ধুরা,
আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Physics Questions Answers in Bengali PDF পর্ব-২ |কারণ বিভিন্ন Competitive Exam-এ ভৌতবিজ্ঞান থেকে অনেক প্রশ্ন এসে থাকে | সুতরাং আপনাদের নিজের প্রস্তুতির জন্য পিডিএফফাইলটি ডাউনলোড করে নিন |


কিছু নমুনা প্রশ্ন উত্তর:

১.তড়িৎ প্রবাহমাত্রার ব্যাবহারিক (SI) একক অ্যাম্পিয়ার।

২.তড়িৎচালক বল মাপা হয় পোটেনশিওমিটার-এর সাহায্যে।

৩.পৃথিবীর বিভব হল 0।

৪.তড়িৎচালক বলের উৎস হল—ব্যাটারি, ডায়নামো ।

৫.অ্যাম্পিয়ার ঘণ্টা ‘কোশের শক্তি সরবরাহের সামর্থ্য’-এর একক।

৬.রোধ ও রোধাঙ্কের SI একক যথাক্রমে ওহম ও ওহম-মিটার।

৭.উয়তা বৃদ্ধিতে রোধাঙ্কধক্ক হ্রাস পায় অর্ধপরিবাহীর।

৮.মুক্ত বর্তনীতে তড়িৎ কোশের রোধ অসীম।

৯.রোধাঙ্কের অনোন্যককে পরিবাহিতাঙ্ক বলা হয়।

১০.ফিউজ তারের বৈশিষ্ট্য হল গলনাঙ্ক কম, রোধাঙ্ক বেশি।

১১.ফিউজ তার টিন ও সিসার সংকর ধাতুর তৈরি।

১২.তড়িৎশক্তির SI একক কিলোওয়াট-ঘণ্টা।

১৩.LED সবচেয়ে কম তড়িৎশক্তি ব্যয় করে। LED-এর উপাদান হল অর্ধপরিবাহী।

১৪.ফ্রেমিং-এর বামহস্ত নিয়মকে মোটরের নিয়ম বলে।

১৫.তড়িৎচুম্বকের মজ্জা হিসাবে কাচা লোহা ব্যবহৃত হয়।

১৬.বালোচক্রে তড়িৎশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।

১৭.ফ্যারাডের সূত্র বিবৃত করে-তড়িৎচৌম্বক আবেশ।

১৮.গৃহস্থালিতে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্র সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে।

১৯.থ্রি-পিন প্লাগের মোটা পিনটি হল আর্থ পিন।

২০.তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা।

২১.গ্যাসকে আয়নিত করার ক্ষমতা :α<β <ẏ

২২.তড়িৎক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না : ẏ Ray

২৩.β-Ray হল ইলেকট্রন কণার স্রোত।

২৪.তেজস্ক্রিয়তার SI একক হল বেকারেল।

২৫.নিউক্লিয় বিভাজনে আদর্শ প্রক্ষেপক—নিউট্রন।

২৬.নিউক্লিয় রিঅ্যাকটরে শৃঙ্খল বিক্রিয়া ঘটে।

২৭.পরমাণু বোমায় নিউক্লিয় বিভাজন ও হাইড্রোজেন বোমায় নিউক্লিয় সংযোজন করা হয়

২৮.ভর ও শক্তি সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণ E = mc2.

২৯.মেন্ডেলিফের পর্যায় সারণিতে ৭টি পর্যায় ও ৯টি শ্রেণি আছে।

৩০.আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে ৭টি পর্যায় ও ১৮টি শ্রেণি আছে।

৩১.তীব্রতম তড়িৎ ঋণাত্মক মৌল ফুওরিন (F)।

৩২.হ্যালোজেন মৌল হল ক্লোরিন, F যারা ১৭নং শ্রেণিতে অবস্থিত।

৩৩.H2 কে দুষ্ট মৌল বলা হয়।

৩৪.১৭নং শ্রেণিতে কঠিন, তরল ও গ্যাসীয় মৌল রয়েছে।

৩৫.তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল হল রেডন (Rn)।

৩৬.ক্ষার ধাতুগুলি IAনং শ্রেণিতে অবস্থিত (Li, Na, Kইত্যাদি)।



File Details:
File Name: Physics onliner P-2 
File Format:PDF
File Size:4.84 MB


No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link