Breaking







Friday, December 14, 2018

Physics Questions Answers in Bengali PDF [ভৌতবিজ্ঞান/পদার্থ বিজ্ঞান]

Physics Questions Answers in Bengali PDF [ভৌতবিজ্ঞান/পদার্থ বিজ্ঞান]:

Physics Questions Answers in Bengali PDF for Madhyamik 2019,WBCS
Physics Questions Answers in Bengali PDF 
নমস্কার বন্ধুরা,
আপনারা প্রায়ই বিভিন্ন Competitive Exam দিয়ে থাকেন | এবং এই সমস্ত পরীক্ষা গুলিতে ভৌতবিজ্ঞান বা পদার্থ বিজ্ঞান থেকে প্রশ্ন এসে থাকে,আর সেই সমস্ত প্রশ্ন গুলির সঙ্গে তীব্র মোকাবিলা করার সামর্থ্য জোগাতে আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Physics  Questions Answers in Bengali PDF.এটার পিডিএফ ডাউনলোড করতে নিচে যান |

1.ট্রাপোস্ফিয়ার স্তরে প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে 6.5° উয়তা হ্রাস পায়।

2.স্ট্রাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল স্তর বিমান চলাচলের জন্য আদর্শ। এই স্তরে অলক মেঘ (সিরাস) গঠিত হয়।

3.থার্মোস্ফিয়ার স্তরে মেরুজ্যোতি দেখা যায় ও এই স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়

4.বিশ্ব উন্নয়নে দায়ী প্রধান গ্রিন হাউস গ্যাস হল CO2 ।

5.কয়লা, পেট্রোল, ডিজেল, কেরোসিন, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি হল প্রচলিত শক্তির উত্স

6.পৃথিবীর গড় তাপমাত্রা হল প্রায় 15°C।

7. সৌরকোশ অর্ধপরিবাহী (সিলিকন) দ্বারা নির্মিত।

8. ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে CFC।

9.বায়ুমণ্ডলে ওজোন গ্যাস স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অধিকাংশ থাকে।

10.পুনর্নবীকরণযোগ্য শক্তি হল সৌরশক্তি, বায়ুশক্তি ইত্যাদি।

11. গোবর গ্যাসের প্রধান উপাদান হল মিথেন।।

12. চাপের cgs ও SI পদ্দতিতে একক হল ডাইন/সেমি2, নিউটন/মি2।

13. 27°C উষ্ণতার পরম স্কেলে মান হবে 300K।

14. PV=nRT সমীকরণে R স্থির।

15. আবদ্ধ পাত্রে গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে।

16. কেলভিন স্কেলে প্রমাণ চাপে জলের হিমাঙ্ক ও স্ফুটনাঙ্ক হল 273K ও 373K।

17.বয়েলের সূত্রের ধ্রুবক হল—ভর ও উষ্ণতা।

18.চার্লসের সূত্রের ধ্রুবক হল—ভর ও চাপ।

19.বয়েল ও চার্লসের সূত্রের সাধারণ ধ্রুবক হল—ভর।

20.প্রমাণ চাপের মান হল 1,013x105 পাস্কাল বা atm বা 76 cm Hg।

21. 30°C ও 300K উন্নতার মধ্যে 30°C বেশি।

22.চার্লসের সূত্রের V-T লেখচিত্র হল মূল বিন্দুগামী সরলরেখা।

23. আদর্শ গ্যাসের অণুগুলি গতিহীন হয় 0K উষ্ণতায়।

24.একমোল আদর্শ গ্যাসের গতিশক্তির মান 3/2RT।

25. আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল 0।

26.তাপমাত্রা বাড়ালে গ্যাসের অণুর বেগ বাড়ে।

27.একটি আদর্শ গ্যাসের অণুগুলির মোট স্থিতিশক্তির পরিমাণ 0।

28. মিথেনের আনবিক ওজন 16-এর বাষ্পঘনত্ব হল ৪।

29.কোনো গ্যাসের বাষ্পঘনত্ব D ও আণবিক গুরুত্ব M হলে M = 2D।

30.আনবিক সংকেত = n x স্থুল সংকেত।

31. E = mc2 সমীকরণ অণুসারে E-এর একক MeV।

32.17g অ্যামোনিয়ার NTP-তে আয়তন 22.4L ।

33.STP-তে গ্যাসের মোলার আয়তন 22.4L।

34. 1.8g জলে অণুর সংখ্যা 6.023×10232232টি।

35. ওজোন গ্যাসের বাষ্পঘনত্ব =48/2=24 ।

36. 1মোল ইলেকট্রন = 6.023×1023 টি ইলেকট্রন।

37. 9g জলে অক্সিজেন ও হাইড্রোজেন পরমাণুর সংখ্যা যথাক্রমে 3.011x1023 ও 6.023×1023টি।

38.সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান অসীম।

39.গোলীয় দর্পণের ক্ষেত্রে r = 2f।

40.গাড়িতে ভিউ ফাইন্ডার হিসাবে উত্তল দর্পণ ব্যবহৃত হয়।

41.দুটি সমতল দর্পণ Ɵ কোণে আনত n=  360/Ɵ ।

42. দন্ত চিকিৎসা ও দাড়ি কামাতে অবতল দর্পণ ব্যবহৃত হয়।

43.প্রিজমে সাদা আলোর প্রতিসরণে বেগুনির চ্যুতি সর্বাধিক।

44. আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে—কম্পাঙ্ক।

45.তরঙ্গদৈর্ঘ্য বাড়লে প্রতিসরাঙ্ক কমে।

46. প্রিজমে সাদা আলোর প্রতিসরণে লালের ন্যূনতম চ্যুতি হয়।

47.শূন্য মাধ্যমে প্রতিসরাঙ্ক 1

48. লম্ব আয়তনের ক্ষেত্রে স্মেলের সূত্র প্রযোজ্য নয়।

49. ক্যামেরায় গঠিত প্রতিবিম্ব—সদ ও অবশীর্ষ।।

50.আলোক কেন্দ্র দিয়ে যাওয়া রশ্মির বিচ্যুতি—0°।

51.সমান্তরাল কাচ ফলকের f = অসীম।।

52. সুস্থ মানুষের চোখের দুরবিন্দুর দুরত্ব—অসীম।

53.প্রিজম দ্বারা গঠিত বর্ণালির প্রান্তিক বর্ণ হল লাল ও বেগুনি।

54. রামধনু অশুদ্ধ বর্ণালি যা বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ।

55.আলোর বেগ = কম্পাঙ্ক x তরঙ্গদৈর্ঘ্য (v = n x ʎ)।


File Details:
File Name: Physics Oneliner GK
File Format: PDF
File Size: 1.51 MB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link