Breaking







Saturday, December 15, 2018

Indian History Questions Answers in Bengali PDF for WBCS

Indian History Questions Answers in Bengali PDF-ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর :

Indian History Questions Answers in Bengali PDF Download for WBCS
Indian History Questions Answers in Bengali PDF Download for WBCS
নমস্কার বন্ধুরা,
WBCS,RRB Group D,CGL,SSC এবং অন্যান্য Competitive Exam-এ ভারতের ইতিহাস থেকে অনেক প্রশ্ন এসে থাকে | আর সেই সমস্ত প্রশ্ন গুলির সঙ্গে তীব্র মোকাবিলা করার সামর্থ্য জোগাতে আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Indian History Questions Answers in Bengali PDF.পিডিএফটি পাওয়ার জন্য নিচে যান |


1. স্বদেশী আন্দোলনকালে লক্ষ্মীর ভাণ্ডার কে প্রতিষ্ঠা করেন?
 উত্তর :সরলাদেবী চৌধুরানী।

2. কে ইতিহাসের জনক’ নামে পরিচিত?
 উত্তর : গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস।

3. ইউরোপে খেলার ইতিহাসের চর্চা কখন শুরু হয়?
উত্তর : ১৭৭০ খ্রিস্টাব্দে।

4. ‘সোমপ্রকাশ’ পত্রিকা কবে প্রকাশিত হয়?
উত্তর : ১৮৫৮ খ্রিস্টাব্দে।

5. মহাত্মা গান্ধির ব্যবহুত টুপি কী নামে পরিচিত?
উত্তর : গান্ধি টুপি।

6. ভারতের নারী ইতিহাসচর্চার ক্ষেত্রে একজন গবেষিকার নাম লেখো।
উত্তর : ভারতী রায়, রত্নাবলী চট্টোপাধ্যায়, নীরা দেশাই, শমিতা সেন।

7. ‘জীবন স্মৃতি’ নামক আত্মজীবনী কার লেখা?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।

8. ভারতীয় যাদুঘর কবে প্রতিষ্ঠা হয় ?
উত্তর : ১৮১৪ খ্রিস্টাব্দে।

9. চিকিৎসাবিদ্যায় রেডিওলজি ব্যবহার কখন হয়?
উত্তর : ১৮৯৫ খ্রিস্টাব্দে।

10. ভারতের প্রথম আধুনিক মানুষ’ নামে কে পরিচিত?
উত্তর : রাজা রামমোহন রায়।

11. রাধাকান্ত দেব কে?
উত্তর : উনিশ শতকের কলকাতার রক্ষণশীল হিন্দু সমাজের নেতা।

12. ‘ক্যালকাটা ফিমেল স্কুল’কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : জন এলিয়ট ডিঙ্কওয়াটার বেথুন।

13. মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন?
উত্তর : কলকাতা মেডিক্যাল কলেজের একজন ভারতীয় শল্যবিদ ও চিকিৎসক।

14. সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন কে সাফল্য আনেন?
উত্তর : রাজা রামমোহন রায়।

15. ইয়ং ক্যালকাটা নামে কারা পরিচিত?
উত্তর : ইয়ংবেঙ্গল বা নব্যবঙ্গ সম্প্রদায়।

16. হরিশচন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন?
 উত্তর : হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক।

17. গ্রামবার্তা-প্রকাশিকা'-র প্রতিষ্ঠাতা সম্পাদক কে?
উত্তর : কাঙাল হরিনাথ বা হরিনাথ মজুমদার।

18. ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : লর্ড ওয়েলেসলি।

19. বাংলার নবজাগরণকে ‘অতিকথা' বলে কে অভিহিত করেছেন?
উত্তর : গবেষক বিনয় ঘোষ।

20. ‘উলগুলান’শব্দের অর্থ কী?
উত্তর : উলগুলান শব্দের অর্থ হল—বিরাট তোলপাড়।

21. বিরসা কবে মারা যান?
উত্তর : বিরসা ১৯০০ খ্রিস্টাব্দে মারা যান।

22. সন্ন্যাসি বিদ্রোহের সূচনা কোথায় হয়?
উত্তর :সন্ন্যাসী বিদ্রোহের সূচনা হয় ঢাকায়।

23. ‘ওয়াহাবি’কথার অর্থ কী?
উত্তর : ওয়াহাবি কথার অর্থ হল—নবজাগরণ।

24. ‘ফরাজি’ কথাটির অর্থ কী?
উত্তর : ফরাজি’ কথাটির অর্থ হল ইসলাম নির্দিষ্টবাধ্যতামূলক কর্তব্য।

25. তারিকা-ই-মহম্মদীয়’ কথার অর্থ কী?
উত্তর :‘তারিকা-ই-মহম্মদীয়’ কথার অর্থ হল মহম্মদ প্রদর্শিত পথ।

26. “দাদন’ কথার অর্থ কী?
উত্তর : ‘দাদন’ কথার অর্থ হল—অগ্রিম অর্থ।

27. ‘বিপ্লব’ কী?
উত্তর : দীর্ঘদিন ধরে প্রচলিত কোনো অবস্থার আমূল পরিবর্তনকে বলা হয় ‘বিপ্লব।

28. কোল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো।
উত্তর : কোল বিদ্রোহের দুজন নেতার নাম হল—বুদ্ধভগত ও জোয়াভগত।

29. “দিকু’ কারা?
উত্তর : সাঁওতালদের এলাকার বাইরে থেকে আসা মানুষজনকে সাঁওতালরা “দিকু’ বলে ডাকত।

30. ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি  কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয় ১৮৪১ খ্রিস্টাব্দে।

31. সিপাহি বিদ্রোহ কবে সংগঠিত হয়?
উত্তর : সিপাহি বিদ্রোহ ১৮৫৭ খ্রিস্টাব্দে সংগঠিত হয়।

32. বেঙ্গল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া সোসাইটির সভাপতি কে ছিলেন?
উত্তর : বেঙ্গল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা সোসাইটির সভাপতি ছিলেন জর্জ টমসন।

33. জাতীয় পত্রিকা কে প্রকাশ করেন?
উত্তর : জাতীয় পত্রিকা নবগোপাল মিত্র প্রকাশ করেন।

34. ইন্ডিয়ান লিগ (Indian League) কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৮৭৫ খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লিগ প্রতিষ্ঠিত হয়।

35. ভারতসভা কে, কবে প্রতিষ্ঠা করেন?
উত্তর : ভারতসভা ১৮৭৬ খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেন।

36. স্যারেন্ডার নট নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর : স্যারেন্ডার নট নামে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরিচিত ছিলেন।

37. গোরা উপন্যাসটির লেখক কে?
উত্তর : গোরা উপন্যাসটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর।

38. সিপাহি বিদ্রোহ কবিতাটি কার লেখা?
উত্তর : সিপাহি বিদ্রোহ কবিতাটি কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা।

39. সিপাহি বিদ্রোহের সময় মোগল সম্রাট কে ছিলেন?
উত্তর : সিপাহি বিদ্রোহের সময় মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ।

40. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন?
উত্তর : ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।

41. পুনা সাবর্জনিক সভা কে প্রতিষ্ঠা করেন?
উত্তর : পুনা সার্বজনিক সভাটি বিচারপতি মহাদেব গোবিন্দ রানাডে প্রতিষ্ঠা করেন।

42. বর্তমান ভারত গ্রন্থটি কার লেখা?
উত্তর : বর্তমান ভারত গ্রন্থটি স্বামী বিবেকানন্দের লেখা।

43. হিন্দুমেলা কে, কবে প্রতিষ্ঠা করেন?
উত্তর : হিন্দুমেলা নবগোপাল মিত্র ১৮৬৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন।

44. ক্যালকাটা বুক অফ সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৮১৭ খ্রিস্টাব্দে।

45. বিদ্যাসাগর ও মদনমোহন তর্কালঙ্কারের প্রতিষ্ঠিত ছাপাখানার নাম কী?
উত্তর : সংস্কৃত পাঠ।

46. বসুবিন মন্দির কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯১৭ খিস্টাব্দে।

47. কে বিশ্ববিদ্যালয় আইন (১৯০৪ খ্রিস্টাব্দে) পাশ করেন ?
উত্তর : লর্ড কার্জন।

48. ডন পত্রিকা কে প্রকাশ করেন?
উত্তর : সতীশচন্দ্র মুখোপাধ্যায়।

49. বিশ্বভারতী কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯২১ খ্রিস্টাব্দে।

50. বাংলায় ছাপাখানার উদ্ভব হয় কবে?
উত্তর : ১৭৭৮ খ্রিস্টাব্দে।

51. বাংলায় গুটেনবার্গ কী নামে পরিচিত ছিল?
উত্তর : চার্লস উইনকিন্স।

52. ‘হিকিজ বেঙ্গল গেজেট’ কবে প্রকাশিত হয়?
উত্তর : ২৯শে জানুয়ারি ১৭৮০ খ্রিস্টাব্দে।

53. ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৮০০ খ্রিস্টাব্দে।



File Details:
File Name: Indian History GK in Bengali
File Format: PDF
File Size: 2.59 MB



No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link