Breaking







Tuesday, January 8, 2019

General Knowledge in Bengali PDF

General Knowledge in Bengali PDF-সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর:

General Knowledge in Bengali PDF Download for WBCS,CGL,MTS,PSC
General Knowledge in Bengali PDF Download
নমস্কার বন্ধুরা,
আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি General Knowledge in Bengali PDF,যেটিতে গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্ন উত্তর | আর আপনারা সকলেই জানেন যেকোনো Comnpetitive Exam-এ ভালো নম্বরের সাথে পাশ করতে হলে GK বা সাধারণ জ্ঞান  সম্পর্কে ভালো প্রস্তুতি থাকা আবশ্যক |

কিছু নমুনা প্রশ্ন উত্তর:

1. গরমপানি অভয়ারণ্য কোথায় দেখা যায়?
উঃ আসাম।

2. হড়পা বানের কারন কী?
উঃ মেঘ ভাঁঙা বৃষ্টি।

3. বিহারের পরেশনাথ কোন জাতীয় পর্বত?
উঃ ক্ষয়জাত পর্বত।

4. টিস্যু কাগজ তৈরি হয় কোথায়?
উঃ হুগলীর ত্রিবেণীতে।

5. বায়ুদুষণ নিয়ন্ত্রনের একটি অতিক্ষুদ্র জীবের নাম কী?
উঃ লিচেন।

6. তিমি মাছের শ্বাসযন্ত্রের নাম কী?
উঃ বায়ুথালি।

7. জাপোটি গাছের আঠা কোন কাজে লাগে?
উঃ চুইংগাম তৈরি হয়।

8. গ্যাসের চাপ পরিমাপক যন্ত্রের নাম কী?
উঃ ম্যানোমিটার।

9. পুলিকট হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উঃ তামিলনাডু।

10. ভুটানের উচ্চতম শৃঙ্গের নাম কি?
উঃ কুলা কাংড়ি।


File Details:
File Name: 100 GK in Bengali
File Format: PDF
File Size: 2.35 MB


No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link