Breaking







Wednesday, January 9, 2019

Indian Constitution SAQ in Bengali PDF-ভারতীয় সংবিধান প্রশ্ন উত্তর

Indian Constitution SAQ in Bengali PDF-ভারতীয় সংবিধান প্রশ্ন উত্তর :

Indian Constitution SAQ in Bengali PDF for wbcs
Indian Constitution SAQ in Bengali PDF
নমস্কার বন্ধুরা,
আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Indian Constitution SAQ in Bengali PDF |কারণ, অনেক Competitive Exam(WBCS/CGL/SSC/RRB Group D)-এ ভারতের সংবিধান থেকে প্রশ্ন আসে | সুতরাং প্রস্তুতি রাখার জন্য পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন |

কিছু নমুনা প্রশ্ন উত্তর:

1. ভারতীয় সংবিধান যে সংবিধান পরিষদের দ্বারা কার্যকরী হয় – তা কোনটির অন্তর্গত? 
উত্তর:-ক্যাবিনেট মিশন প্ল্যান ১৯৪৬

2. সংবিধান পরিষদের সদস্যরা হলেন
উত্তর -প্রাদেশিক সভা দ্বারা নির্বাচিত

3. ভারতীয় সংবিধান রচনা করার জন্য সংবিধান পরিষদের ধারণা প্রথম অবতারণা করা হয় কার দ্বারা? 
উত্তর-স্বরাজ পার্টি, ১৯২৮

4. সংবিধান পরিষদ যে ক্যাবিনেট মিশন প্লানের অন্তর্গত তার সদস্য সংখ্যা কত ছিল? 
উত্তর-৩৮৯ জন।

5, সংবিধান পরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়? 
উত্তর-৯ই ডিসেম্বর, ১৯৪৬

6.কে সংবিধান পরিষদের অন্তর্বর্তীকালীন সভাপতিত্ব করেন? 
উত্তর-সচ্চিদানন্দ সিনহা

7. সংবিধান পরিষদ ১১ই ডিসেম্বর ১৯৪৬ তারিখের বৈঠকে কাকে তার স্থায়ী সভাপতি নির্বাচন করেন? 
উত্তর-রাজেন্দ্র প্রসাদ

৪. সংবিধান পরিষদের খসড়া কমিটির সভাপতিত্ব কে করেন? 
উত্তর-বি. আর. আম্বেদকর

9. মুসলিম লীগ থেকে নেহেরু বেরিয়ে আসার পর সংবিধান পরিষদের সদস্য সংখ্যা কমে কত হয়? 
উত্তর-২৯৯ জন

10. ভারতীয় সংবিধানের দর্শন কাঠামো বা "Objective resolution " যিনি সাংবিধান পরিষদে অবতারণা করেন – 
উত্তর-জহরলাল নেহেরু

11.সংবিধানের খসড়া কমিটির সদস্যর সংখ্যা চেয়ারম্যান সহ কতজন ছিল? 
উত্তর-৭ জন।

12.ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়?
 উত্তর- ২৬সে নভেম্বর, ১৯৪৯

13.ভারতীয় সংবিধানের কারিগর বা স্থপতি কে ছিলেন? 
উত্তর-বি. আর. আম্বেদকর

14.সংবিধান পরিষদের উপদেষ্টা হিসেবে কে দায়িত্ব নেন? 
উত্তর-বি, এন, রাও

15.ভারতীয় সংবিধান কবে থেকে কার্যকরী হয়? 
উত্তর-২৬শে জানুয়ারী, ১৯৫০

16.ভারতীয় সংবিধান সভা সব সিদ্ধান্ত গ্রহণ করেছিল কি ভাবে? 
উত্তর-সর্বসম্মত ভাবে

17.২৬সে জানুয়ারী সংবিধান উদ্বোধনের দিন হিসেবে নির্ধারিত হবার কারণ কি? 
উওর-কংগ্রেস এইদিনটিকে ১৯৩০ সালে স্বাধীনতা দিবস ঘোষণা করে

18.ভারতীয় সংবিধানের বর্তমানে কতগুলি তপশীল (Schedule)?
উত্তর-১২টি

19. বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি অংশ (Part) রয়েছে?
উত্তর-২৫

20. ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন? 
উত্তর:-মন্ত্রী পরিষদ

21. ভারতীয় সংবিধানে শক্তিশালী কেন্দ্র সম্বনিত যুক্তরাষ্ট্ৰীয় ধারণা গৃহীত হয়েছে কোন দেশ থেকে? 
উত্তর-কানাডা

22. "White Flag শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়? 
উত্তর:-যুদ্ধ বিরতির প্রতীক

23,ভারতীয় সংবিধানে জরুরী অবস্থা কোথা থেকে নেওয়া হয়েছে? 
উত্তর-উইমার সংবিধান ( জার্মানি)

24, রাজ্যের জন্য নির্দেশাত্মক নীতির ধারণা যে সংবিধান অনুসারে ভারতীয় সংবিধানের অন্তগত হয়েছে তা হলো– 
উত্তর – আয়ারল্যান্ড

25. ভারতীয় সংবিধান হল 
উত্তর-আংশিক অপরিবর্তনীয় ও নমনীয়

26. ভারতীয় সংবিধান ভারতবর্ষকে কীভাবে বর্ণনা করেছে ?
উত্তর-যুক্তরাষ্ট্রীয়

27. সংবিধানের মুখবন্ধ ভারতকে কীভাবে বর্ণনা করেছে? 
উত্তর-সার্বভৌম, সমাজবাদী, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র

28. কে খসড়া কমিটির কাছে সংবিধানের প্রস্তাবনা (Preamble) প্রস্তাব করেন?
উত্তর-জওহরলাল নেহেরু

29. ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এখনো পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে? 
উত্তর-একবার

30. Socialist secular" & "the unity and integrity of the nation' এই শব্দ গুচ্ছগুলি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়? 
উত্তর-৪২ তম

31. বাক স্বাধীনতা সংবিধানের কততম আর্টিকেলে উল্লিখিত রয়েছে?
 উত্তর-১৯তম আর্টিকেলে।

32. সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনা করার অধিকার কততম আর্টিকেলে উল্লিখিত রয়েছে? 
উত্তর-৩০তম আর্টিকেলে

33. গ্রাম পঞ্চায়েত সংগঠন সংবিধানের কততম আর্টিকেলে উল্লিখিত রয়েছে? 
উত্তর-৪০তম আর্টিকেলে

34. কোন আর্টিকেল সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার জন্য? 
উত্তর-ধারা ২৯

35. সংবিধানের কোন অনুচ্ছেদ বলে ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায়? 
উত্তর-৬১

36. কোন স্বাধীনতার অধিকারটিকে জরুরি অবস্থার সময়েও রদ করা যায় না? 
উত্তর – ২১

37. সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ১৪ বছরের কম বয়স্ক শিশুদের কারখানা, খনি বা কোনো বিপদজনক কাজে নিযুক্ত করা নিষিদ্ধ?
উত্তর-২৪

38. সংবিধানের কত নম্বর ধারা অনুসারে হাইকোর্টগুলি মৌলিক অধিকারগুলিকে বলবৎ করার জন্য বিভিন্ন লেখা জারি করতে পারে? 
উত্তর-২২৬ ধারা

39. নির্দেশমূলক নীতিগুলি ভারতীয় সংবিধানের কত নম্বর অধ্যায়ে এবং কত নম্বর ধারাতে সন্নিবিষ্ট আছে?
 উত্তর-চতুর্থ, ৩৬-৫১ ধারায়

40. সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রকে চারুকলা ও ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ স্মারক স্থান ও বস্ত্র সংরক্ষণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে? 
উত্তর-৪৯

41. সংবিধানের কত নম্বর ধারা অনুসারে ভারতবর্ষে বিচার-বিভাগকে শাসন-বিভাগ থেকে পৃথক করার নির্দেশ কার্যকর করা হয়েছে? 
উত্তর-৫০

42. ভারতে কোনো কোনো রাজ্যে বেকার ভাতা, বার্ধক্য ভাতা দেওয়ার ব্যবস্থা সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী চালু করা হয়েছে?
উওর-৪১

43. মূল সংবিধানে উল্লেখিত ক্রমিক সংখ্যা অনুযায়ী কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা ও যুগ্ম তালিকার বিষয় সংখ্যা কটি করে? 
উত্তর-৯৭, ৬৬, ৪৭

44. অর্থ কমিশনের গঠন কোন ধারায় বর্ণিত রয়েছে?
উত্তর-২৮০ ধারা

45. ভারতীয় সংবিধান সংশোধনীতে কয়টি পদ্ধতি রয়েছে?
উত্তর-৩ টি

46. সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়াদি কত নম্বর ধারায় আলোচিত হয়েছে? 
উত্তর-৫৪ ও ৫৫

47. শাসনতন্ত্রের ৩৬০ ধারা অনুসারে অর্থনীতির কারণে রাষ্ট্রপতির আর্থিক জরুরি অবস্থার ঘোষণা কত দিনের মধ্যে সংসদে অনুমোদন করতে হয় এবং সর্বাধিক কতদিন পর্যন্ত তা বহাল থাকে? 
উত্তর-দুই মাস, অনির্দিষ্টকাল

48. সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতিকে তাঁর কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে সাহায্য ও পরামর্শদানের জন্য একজন প্রধানমন্ত্রী নিয়োগের কথা বলা হয়েছে? 
উত্তর-৭৪(১)

49.ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সুপ্রিমকোর্টকে তার পূর্বঘোষিত কোনো রায় বা আদেশের পুনর্মূল্যায়নের অধিকার প্রদান করেছে? 
উত্তর-১৩৭ ধারা 

50. সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী পার্লামেন্ট আইন পাশ করে কোনো রাজ্যে বিধান পরিষদ লোপ বা সৃষ্টি করতে পারে? 
উত্তর-১৬৯

51.নিম্নলিখিত কোনটির অধীনে গঠিত হয়েছিল সংবিধানের গণপরিষদ?
উত্তর-ক্যাবিনেট মিশন প্ল্যান

52. কত সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করেছে? 
উত্তর: ১৯৫০

53. গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছিল? 
উত্তর: ৯ ডিসেম্বর, ১৯৪৬

54. কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয়? 
উত্তর -মতিলাল নেহেরু

55. কোন সালে গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপিত হয়েছিল? 
উত্তর :১৯৩৫

56. জাতীয় পতাকা সম্পর্কিত অ্যাড়হক কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
উত্তর-রাজেন্দ্র প্রসাদ

57. গণপরিষদের প্রথম সভায় কতজন উপস্থিত ছিলেন? 
উত্তর : ২০৭ জন

58. ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট কতগুলি কমিটি গঠন করেছিল? 
উত্তর : ১৩

59. কোন সংগঠন সর্বপ্রথম ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবি জানায়? 
উত্তর : স্বরাজ পাটি

60. কোন রাজনৈতিক দল গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেনি? 
উত্তর : কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া

61. ভারতীয় সংবিধান রচনার সময়কাল হল
উত্তর:  ২ বছর ১১ মাস ১৭ দিন

62. মূল সংবিধানে কতগুলি অনুচ্ছেদ (Article) ও তফসিল (schedule) ছিল?
উওর: ৩৯৫ ও ৮

63. কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের একটি অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হয়? 
উত্তর: ৩৬

64. কত খ্রিস্টাব্দে সিকিম ভারতের ২২তম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায়? 
উত্তর :১৯৭৫

65. কোন রাজ্য ভেঙে ছত্তিসগড় রাজ্যটি গঠিত হয়েছে?
উত্তর : মধ্যপ্রদেশ

66. দীর্ঘ আন্দোলনের পর ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম ভারতীয় রাজ্য কোনটি? 
উত্তর : অন্ধ্রপ্রদেশ

67. ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত “শোষণের বিরুদ্ধে অধিকার” রক্ষা করে-
উত্তর : শিশুদের।

68. কোন মৌলিক অধিকারটিকে আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মারূপে বর্ণনা করেছেন?
উত্তর : সাংবিধানিক প্রতিকারের অধিকার

69. কোন মৌলিক অধিকারটি বর্তমানে একটি সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার নয়?
উত্তর : একই কাজের জন্য একই প্রারিশ্রমিক

70. ভারতে প্রথম কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়? 
উত্তর:- পাঞ্জাব


File Details:
File Name:100  Constitution GK
File Format: PDF
File Size: 3.59 MB


1 comment:

Dont Leave Any Spam Link