Breaking







Tuesday, February 26, 2019

Bengali Mocktest on General Knowledge Part-2


General Knowledge Bengali Mocktest Part-2

Bengali Mocktest on General Knowledge Part-2
Bengali Mocktest on General Knowledge Part-2 
নমস্কার বন্ধুরা,
আজ আমরা আপনাদের জন্য আয়োজন করেছি Bengali Mocktest on General Knowledge Part-2 ,কারণ যেকোনো Competitive Exam-এ ভালো রেজাল্ট করতে হলে প্রস্তুতি এবং মূল্যায়নের খুবই দরকার |আর সেই জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস |



  1. কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে ?

  2. ভিটামিন-C
    ভিটামিন-D
    ভিটামিন-E
    ভিটামিন-K

  3. বিশ্বের দীর্ঘতম নদী কোনটি?

  4. আমাজন
    নীল্
    মিসিসিপি
    দানিয়ুব

  5. সারনাথ শিলালিপি কে উত্কীর্ণ করেন?

  6. অশোক
    হর্ষবর্ধন
    চন্দ্র গুপ্ত মৌর্য্য
    সমুদ্রগুপ্ত

  7. দিল্লির শেষ মহিলা শাসক কে?

  8. রাজিয়া বেগম
    চাঁদ বিবি
    মুমতাজ
    কর্ণাবতী

  9. ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?

  10. কারাকোরাম
    নন্দাদেবী
    এভারেস্ট
    কামেট

  11. আগ্রা শহরটি কে তৈরী করেন?

  12. বিন তুঘলক
    আলাউদ্দিন খিলজি
    সিকন্দর লোদী
    বাবর

  13. কোন নদীর উপর হীরাকুঁদ বাঁধ তৈরী হয়েছে?

  14. মহানদী
    কৃষ্ণা
    কাবেরী
    ব্রহ্মপুত্র

  15. নিচের কোন ঝড়টির গতিবেগ সবথেকে বেশি?

  16. টাইফুন
    হ্যারিকেন
    সাইক্লোন
    টর্নেডো

  17. বাতাসের গতিবেগ মাপার যন্ত্রের নাম কী?

  18. ব্যারোমিটার
    হাইগ্রোমিটার
    থার্মোমিটার
    অ্যানিমোমিটার

  19. কে পারদ থার্মোমিটার আবিস্কার করেন?

  20. গ্যালিলিও
    ফরেনহাইট
    নিউটন
    প্রিস্টলে

স্কোর দেখার পর নিচ থেকে উত্তর পত্র দেখুন 
1.d, 2.b, 3.a, 4.a, 5.a, 6.c, 7.a, 8.d, 9.d, 10.b



No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link