Breaking







Wednesday, February 27, 2019

200 Indian History Gk in Bengali PDF-ভারতের ইতিহাস

200 Indian History Gk in Bengali PDF-ভারতের ইতিহাস 

200 Indian History Gk in Bengali PDF Download for WBCS
200 Indian History Gk in Bengali PDF 
নমস্কার বন্ধুরা,
আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Indian History Gk in Bengali PDF,যেটিতে ২০০টি প্রশ্ন উত্তর দেওয়া আছে | আর আপনারা খুব ভালো করেই জানেন বিভিন্ন Competitive Exam যেমন-WBCS,CGL,MTS,PSC,SSC,UPSC,CHSL,RRB প্রভৃতি পরীক্ষায় ভালো মার্কস নিয়ে পাস করতে হলে ভারতের ইতিহাস প্রশ্ন উত্তর পড়ে রাখা খুবই দরকার|

কিছু নমুনা প্রশ্ন উত্তর

১. কে অশােকের শিলালিপির পাঠোদ্ধার করেন?
 উত্তর: জেমস প্রিন্সেপ

২. প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ কোনটি? 
উত্তর: রাজতরঙ্গিনী।

৩, রাজতরঙ্গিনী কার রচনা? 
উত্তর:- কলহন ।

৪. বাণভট কার সভাকবি ছিলেন? 
উত্তর: হর্ষবর্ধনের।

৫. প্রশ্ন:- এলাহাবাদ প্রশস্তি কার রচনা?
উত্তর: সমুদ্র গুপ্তের সভাকবি হরিষেণের রচনা।

৬. প্রশ্ন : কোন নদী/নদের নাম অনুসারে ভারতবর্ষের নাম ইন্ডিয়া বা হিন্দুস্থান হয়েছে ? 
উত্তর:- সিন্ধুনদের।

৭. কার আমলে জুনাগড় লিপি রচিত হয়? 
উত্তর:- শক সম্রাট রুদ্রদামন।

৮.কোন প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে রাজা অশােক ও তাঁর কীর্তিকলাপ সম্বন্ধে ধারণা পাওয়া যায়? 
উত্তর:- শিলালিপি নামক প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে রাজা অশােক ও তাঁর কার্তিকলাপ সম্বন্ধে ধারণা পাওয়া যায়।

৯. নাসিক প্রশস্তিতে কোন সাতবাহন রাজার কীর্তি বর্ণিত আছে ? 
উত্তর: সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা গৌতমীপুত্র সাতকর্ণীর।

১০. বৈদিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলা হয়? 
উত্তর: উপনিষদকে।

১১. কোন রাজার নাম অনুসারে ভারতবর্ষ নামকরণ হয়? 
উত্তর: পৌরাণিক যুগের সাগর বংশের সন্তান রাজা ভরতের।

১২.নানাঘাট শিলালিপি থেকে কোন রাজার সম্বন্ধে জানা যায়? 
উত্তর: সাতবাহন রাজা প্রথম সাতকর্ণীর।

১৩. ভারতকে ‘নৃতত্বের জাদুঘর কে বলেছেন? 
উত্তর:- ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ।

১৪.বাঙালিরা কোন জাতির বংশধর?
উত্তর:- বাঙালিরা নেগ্রিটো ও নর্ডিক জাতির সংমিশ্ৰিত বংশধর।

১৫. সাঁওতালরা কোন জাতির বংশধর? 
উত্তর: নেগ্রিটো জাতির বংশধর।

১৬. দক্ষিণ ভারতের অধিবাসীরা কোন জাতির বংশধর?
উত্তর: দ্রাবিড় জাতির বংশধর।

১৭. পাঞ্জাবের কোন নদীর জলের নিচের মাটিতে প্রাচীন প্রস্তর যুগের মানুষের হাতিয়ার পাওয়া গেছে ?
উত্তর – সােহান

১৮. কোন যুগ কোয়ার্টজ যুগ নাম পরিচিত ছিল?
উত্তর - প্রাচীন প্রস্তর যুগ

১৯. সর্বশেষ তীর্থঙ্করের নাম কি?
উত্তর – মহাবীর

২০. মিনান্দার ছিলেন – 
উত্তর - ইন্দো-গ্রিক রাজা 

২১. চাকা আবিষ্কার হয় কোন যুগে? 
উত্তর - নব্য প্রস্তর যুগ 

২২. বুদ্ধ জন্মগ্রহণ করেন – উত্তর - ৫৬৩ খ্রিস্টপূর্বাব্দে 

২৩. বুদ্ধদেব প্রথম ধর্মপ্রচার করেন কোথায় ? 
উত্তর – সারনাথ। 

২৪. প্রাচীন ভারতে কতজন তীর্থঙ্কর ছিল ? 
উত্তর - ২৪ জন।

২৫. মহাবীর জৈনের মৃত্যু কোথায় হয় ? 
উত্তর – পাবাপুরী 

২৬. “কার্পাস” শব্দটি প্রথম কার রচনায় পাওয়া যায় ? 
উত্তর – পানিনি। 

২৭. ঋগবেদে "অন্ন” ( হননযােগ্য নয় ) শব্দটি কোন ক্ষেত্রে প্রযুক্ত হয়েছে ? 
উত্তর – গাভী 

২৮. বৈদিক যুগে আর্যরা কি দিয়ে বাড়িঘর তৈরী করতাে ?
উত্তর - পােড়া ইট

সমস্ত প্রশ্ন উত্তর গুলি পিডিএফে রয়েছে

File Details:
File Name: 200 History GK
File Format: PDF
File Size: 213 KB


1 comment:

Dont Leave Any Spam Link