100 General Science in Bengali PDF Download-সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর :
আপনারা জানেন প্রতিটা Competitive Exam-এ সাধারণ বিজ্ঞান বা General Science থেকে প্রচুর প্রশ্ন এসে থাকে |আর ওই সমস্ত প্রশ্ন গুলির সঙ্গে মোকাবিলায় জিততে ভালো রকম প্রস্তুতি থাকা খুবই আবশ্যক | তাই আপনাদের প্রস্তুতির মাত্রা আরো বৃদ্ধি করতে আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি General Science in Bengali PDF,যেটিতে ১০০টি প্রশ্ন উত্তর দেওয়া আছে |
কিছু নমুনা প্রশ্ন-উত্তর:
১) D.N.A এর সঠিক মডেলের আবিষ্কর্তা কে ?
Ans. ওয়াটস এবং ক্রিক
২) মানব দেহের অগ্ন্যাশয় থেকে উৎপন্ন হরমোন এর নাম কি ?
Ans.ইনসুলিন
৩) সর্ব প্রথম কোন বিজ্ঞানী ভিটামিন এর নাম করন করেন ?
Ans.ক্যাসিমির ফ্রাঙ্ক
৪) গলগন্ড রোগ কোন মৌলের অভাবে হয়?
Ans. আয়োডিন এর অভাবে
৫) একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের নাম বলো ।
Ans. এক্স রশ্মি
৬) ঘন্টা তৈরি করা হয় কোন সংকর ধাতুর দ্বারা ?
Ans. টিন ও তামা
৭) হৃদপিণ্ডের আবরণের নাম কি?
Ans. পেরিকার্ডিয়াম
8) যে স্তন্যপায়ী ডিম্ পারে তার নাম কি ?
Ans.ডাকবিল প্ল্যাটিপাস (Duckbill Platypus)
৯) টিউবার কুলোসিস ভ্যাকসিনের নাম কি?
Ans. BCG (Bacille Calmette Guerin)
১০) ফুলের রঙের জন্য কে দায়ী?
Ans.এন্থোসায়ানিন (Anthocyanin pigment)
১১) অ্যাসকরবিক এসিড কোন রোগ সারাতে কাজে লাগে ?
Ans. স্কার্ভি রোগে ( মাড়ি থেকে রক্তপড়া )
১২) মরুভুমিতে রাতে ঠান্ডা পরে কারণ?
Ans.বালি দ্রুত তাপ বিকিরণ করে
File Details:
File Name: 100 General Science
File Format: PDF
File Size:4.79MB
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link