Math MCQ Questions Answers in Bengali PDF-গণিত :
সব Competitive Exam-এর ক্ষেত্রে গণিত একটা কমন বিষয় | আর বিষয়ে দুর্বল হলে যেকোনো পরীক্ষা পাশ করা খুবই কঠিন | তবে প্রতিদিন প্র্যাকটিস করলে খুব সহজেই অনেক মার্কস তোলা যায়,তাই আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Math MCQ Questions Answers in Bengali PDF.
কিছু নমুনা প্রশ্ন উত্তর :
১.O কেন্দ্রীয় বৃত্তের AB ও CD জ্যা দুটি দৈর্ঘ্যের জ্যা |O বিন্দু হেকে ABজ্যা-এর দুরত্ব 4 সেমি হলে,CD জ্যা-এর দুরত্ব -
[a] 2সেমি
[b] 4সেমি
[c] 6সেমি
[d] 7সেমি
২.এক ব্যক্তি একটি ব্যাঙ্কে 100টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা | বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার-
[a] 10%
[b] 20%
[c] 5%
[d]10.5%
৩.চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতিবছর চক্রবৃদ্ধি সুদের হার-
[a] সমান
[b] অসমান
[c] সমান অথবা অসমান
[d] কোনটিই নয়
৪.দুটি নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে,তাদের আয়তনের অনুপাত -
[a] 27:20
[b] 20:27
[c] 4:9
[d] 9:4
৫. সাহেব ও সুজন যথাক্রমে 1500 ও 1000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে| এক বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে ,সাহেবের ক্ষতি হলো-
[a] 45টাকা
[b] 30টাকা
[c] 25টাকা
[d] 40টাকা
File Details:
File Name:Math MCQ in Bengali
File Format: PDF
File Size:1.70MB
(s) গণিত শিক্ষার কৃষ্টিমূলক উদ্দেশ্য হল (i) দক্ষতা বাড়িয়ে তোলা। (iii) যুক্তি শক্তি বাড়িয়ে তোলা। (ii) অভ্যাস গড়ে তোলা। (iv) কল্পনা শক্তি বাড়িয়ে তোলা।
ReplyDelete