Breaking







Monday, October 31, 2022

ধ্বনি পরিবর্তন MCQ PDF | Dhoni Poriborton

ধ্বনি পরিবর্তন MCQ প্রশ্ন উত্তর PDF

ধ্বনি পরিবর্তন MCQ PDF
ধ্বনি পরিবর্তন
নমস্কার বন্ধুরা,
আজ ধ্বনি পরিবর্তন MCQ PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে ধ্বনি পরিবর্তন সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে পড়ার সুবিধার্থে। Primary TET, Tripura TET, SSC ইত্যাদি পরীক্ষায় বাংলা ব্যাকরণের অংশ হিসাবে এখান থেকে প্রশ্ন আসবেই। সুতরাং এই পিডিএফটি সংগ্রহ করে প্র্যাকটিস করতে থাকুন।

ধ্বনি পরিবর্তন MCQ

প্রশ্নঃ সমীভবনের অপর নাম কী?
ক. অসমীভবন
খ. সমীকরণ
গ. স্বরভক্তি

ঘ. স্বরসঙ্গতি

প্রশ্নঃ কোনটি অপিনিহিতির উদাহারণ?
ক. হর্ষ > হরিষ
খ. আজি > আইজ
গ. ধাই > দাই
ঘ. করিয়া > কইরা > করে


প্রশ্নঃ শ্লোক > শোলক কোন ধরনের ধ্বনির পরিবর্তন?
ক. স্বরভক্তি
খ. অপিনিহিতি
গ. স্বরসঙ্গতি
ঘ. বর্ণদ্বিত্ব

প্রশ্নঃ স্বরসঙ্গতিকে ইংরেজিতে কি বলে?
ক. Vowel harmony
খ. Umlaut
গ. Vowel apenthesis
ঘ. Vowel sequence

প্রশ্নঃ কোনটি অন্তস্বরাগমের উদাহারণ?
ক. সাউট
খ. আস্পর্ধা
গ. স্বপন
ঘ. বেঞ্চি.......................

এইভাবেই ধ্বনি পরিবর্তনের সেটটি পিডিএফে রয়েছে

File Details::
File Name: ধ্বনি পরিবর্তন MCQ
File Format: PDF
No. of Pages: 12
File Size: 284 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link