30th October 2022 Current Affairs in Bengali
![]() |
October 2022 Current Affairs in Bengali |
30th October Current Affairs in Bengali
1."বিশ্বাস স্বরূপম" নামে বিশ্বের উচ্চতম শিবের মূর্তি উদ্বোধন করা হলো রাজস্থানের কোন শহরে?ⓐ জয়পুর
ⓑ যোধপুর
ⓒ নাথদ্বারা
ⓓ উদয়পুর
2.রাজস্থানের যোধপুরে কোন দেশের সাথে Garuda VII নামে যৌথ বায়ুসেনা অনুশীলন শুরু করলো ভারত?
ⓐ ফ্রান্স
ⓑ আমেরিকা
ⓒ ইজরায়েল
ⓓ জর্ডান
3.“Delhi University – Celebrating 100 Glorious Years” শিরোনামে বই লিখলেন কে?
ⓐ শশী থারুর
ⓑ শীলা দীক্ষিত
ⓒ মনজুর রহমান
ⓓ হরদীপ সিং পুরী
4.Boro Plus ক্রিমের প্রমোশনের জন্য কোন অভিনেতাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করলো Emami কোম্পানী?
ⓐ শাহরুখ খান
ⓑ অক্ষয় কুমার
ⓒ অমিতাভ বচ্চন
ⓓ সলমন খান
5.রাজ্যের সম্পূর্ণ ট্যাক্সি ইন্ডাস্ট্রির জন্য কমন মোবাইল অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্য?
ⓐ গোয়া
ⓑ উত্তরপ্রদেশ
ⓒ ঝাড়খন্ড
ⓓ বিহার
6.সম্প্রতি কোথায় "আয়ুশ উৎসব" উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল?
ⓐ লাদাখ
ⓑ মনিপুর
ⓒ কেরালা
ⓓ কাশ্মীর
7.Cote d’Ivoire-এ ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ শ্রীকান্ত আচার্য
ⓑ রাজেশ রঞ্জন
ⓒ অলোক অঞ্জন
ⓓ বিমল জালান
8.সাইবার এবং ফাইন্যান্সিয়াল ক্রাইম কমাতে Cyber Intelligence Unit তৈরি করবে কোন রাজ্য?
ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ তামিলনাড়ু
ⓒ মহারাষ্ট্র
ⓓ সিকিম
9.সম্প্রতি কোন রাজ্যের Terai Elephant Reserve অনুমোদন করলো কেন্দ্র?
ⓐ মধ্যপ্রদেশ
ⓑ ছত্তিশগড়
ⓒ আসাম
ⓓ উত্তরপ্রদেশ
10.সিঙ্গাপুরের মতো আন্ডারওয়াটার পার্ক তৈরি করা হবে কোথায়?
ⓐ দীঘা
ⓑ পুরী
ⓒ তাজপুর
ⓓ উদয়পুর
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link