Breaking







Sunday, October 22, 2023

2500+ বাংলা ব্যাকরণ MCQ প্রশ্ন উত্তর PDF

বাংলা ব্যাকরণ MCQ প্রশ্ন উত্তর PDF

বাংলা ব্যাকরণ MCQ প্রশ্ন উত্তর PDF
বাংলা ব্যাকরণ MCQ
হ্যালো বন্ধুরা,
আজ বাংলা ব্যাকরণ MCQ প্রশ্ন উত্তর PDFটি শেয়ার করছি, যেটিতে ব্যাকরণের সমস্ত অধ্যায় থেকে ২৫০০-এর বেশি প্রশ্ন উত্তর রয়েছে, যেগুলি SSC, ICDS Supervisor, Abgari Police এবং Primary TETসহ সমস্ত পরীক্ষার জন্য প্রস্তুতিতে সাহায্য করবে।

             সুতরাং নিচ থেকে নমুনা গুলো দেখে নিন এবং  সম্পূর্ণ পিডিএফটি সংগ্রহ করে নিন আপনার ফোনে সম্পূর্ণ বিনামূল্যে।

বাংলা ব্যাকরণ MCQ প্রশ্ন উত্তর

ব্যাকরণের যে যে অধ্যায় থেকে MCQ থাকছে

❏ ভাষা
⚫ ব্যাকরণের আলোচ্য বিষয়
❏ ধ্বনিতত্ব
⚫ ধ্বনির পরিবর্তন
❏ ণত্ব ও ষত্ব বিধান
⚫ সন্ধি
❏ পুরুষ ও স্ত্রীবাচক শব্দ
⚫ দ্বিরুক্ত শব্দ
❏ সংখ্যাবাচক শব্দ
⚫ বচন
❏ পদাশ্রিত নির্দেশক
⚫ সমাস
❏ উপসর্গ
⚫ ধাতু
❏ কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়
⚫ শব্দের শ্রেণীবিভাগ
❏ পদ-প্রকরণ
⚫ ক্রিয়াপদ
❏ কাল, পুরুষ
⚫ ক্রিয়ার প্রয়োগ
❏ বাংলা অনুজ্ঞা
⚫ ক্রিয়া বিভক্তি: সাধু ও চলিত
❏ কারক ও বিভক্তি এবং সম্বন্ধ পদ ও সম্বোধন পদসন্ধি
⚫ অনুসর্গ বা কর্মপ্রবচনীয় শব্দ
❏ প্রকরণ
⚫ বাগধারা
❏ বাচ্য ও বাচ্য পরিবর্তন
⚫ উক্তি পরিবর্তন
❏ যতি বা ছেদ চিহ্নের লিখন কৌশল
⚫ বাক্যের শ্রেণীবিভাগ
❏ বাক্যে পদ-সংস্থাপন ক্রম

কিছু নমুনা প্রশ্ন-উত্তর::

❖ কোনটি দেশী শব্দের উদাহরণ?
(ক) লুঙ্গি
(খ) খোকা✔
(গ) সাবেক
(ঘ) সম্রাট

❖ বক্তৃতায় ভাষার কোন রীতির ব্যবহার করা বাঞ্ছনীয়?
(ক) সাধু
(খ) চলিত✔
(গ) কথ্য বাংলা
(ঘ) আঞ্চলিক

❖ বাংলা শব্দ গঠনে কয়প্রকার প্রত্যয় পাওয়া যায়?
(ক) দু প্রকার✔
(খ) তিন প্রকার
(গ) চার প্রকার
(ঘ) পাঁচ প্রকার

❖ ধ্বনি নির্দেশক চিহ্নকে কী বলে?
(ক) অক্ষর
(খ) বর্ণ✔
(গ) বর্ণমালা
(ঘ) চিহ্ন

❖ স্বরভক্তির অপর নাম কী?
(ক) বিপ্রকর্ষ✔
(খ) অভিশ্রুতি
(গ) অন্তস্বরাগম
(ঘ) অপিনিহিতি

❖ 'মনীষা' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) মন + ঈষা
(খ) মনঃ + ইষা
(গ) মনস + ঈষা✔
(ঘ) মনো + ঈষা

সম্পূর্ণ তথ্য পিডিএফে আছে

File Details:
File Name: 2500 MCQ of Bengali Grammar
File Format: PDF
No. of Pages: 233
File Size: 11.5 MB

7 comments:

Dont Leave Any Spam Link