Breaking







Sunday, December 31, 2023

বিভিন্ন প্রণালী সমূহ তালিকা PDF || Important Straits of World

বিভিন্ন মহাদেশের প্রণালী সমূহ তালিকা PDF

বিভিন্ন প্রণালী সমূহ তালিকা PDF
বিভিন্ন প্রণালী সমূহ
নমস্কার বন্ধুরা,
আজ বিভিন্ন প্রণালী সমূহ তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে পৃথিবীর বিভিন্ন মহাদেশের প্রণালী গুলির নাম ও সংযোগ এবং বিচ্ছিন্ন সংক্রান্ত তথ্য রয়েছে। ভূগোলের বিষয় হিসাবে কম্পিটিটিভ পরীক্ষায় এখান থেকে একটি প্রশ্ন এসে থাকে। যেমন:- পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? কোন দুটি সাগরকে জিব্রাল্টার প্রণালী সংযুক্ত করেছে? ইত্যাদি।

বিভিন্ন প্রণালী সমূহ

প্রণালী সংযোগ বিচ্ছিন্ন
পক প্রণালী মান্নার উপসাগর ও বঙ্গোপসাগর ভারত ও শ্রীলঙ্কা
বেরিং প্রণালী বেরিং সাগর ও সুমেরু সাগর আমেরিকা ও রাশিয়া
জিব্রাল্টার প্রণালী ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর ইউরোপ ও আফ্রিকা
বসফরাস প্রণালী কৃষ্ণসাগর ও ভূমধ্যসাগর এশিয়া ও ইউরোপ
সুন্দা প্রণালী ভারত মহাসাগর ও জাভা সাগর জাভা ও সুমাত্রা
ডোভার প্রণালী উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগর ইংল্যান্ড ও ফ্রান্স
ডানকান প্যাসেজ বঙ্গোপসাগর ও আন্দামান সাগর গ্রেট আন্দামান ও লিটল আন্দামান
কুক প্রণালী তাসমান সাগর ও দক্ষিন প্রশান্ত মহাসাগর নিউজিল্যান্ডের উত্তর ও দক্ষিন দ্বীপ
হাডসন প্রণালী হাডসন সাগর ও ল্যাব্রাডর সাগর বাফিন দ্বীপপুঞ্জ ও কানাডা
ডেভিস প্রণালী বাফিন উপসাগর ও ল্যাব্রাডর সাগর গ্রিনল্যান্ড ও বাফিন দ্বীপপুঞ্জ
মালাক্কা প্রণালী প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগর মালেশিয়া ও সুমাত্রা
বাস প্রণালী তাসমান সাগর ও ভারত মহাসাগর অস্ট্রেলিয়া ও তাসমানিয়া দ্বীপ
তাতার প্রণালী জাপান সাগর ও ওখটক্স সাগর রাশিয়া ও শাখনীল দ্বীপ
১০ ডিগ্রী চ্যানেল বঙ্গোপসাগর ও আন্দামান সাগর আন্দামান ও নিকোবর দ্বীপ

❏ বসফরাস প্রণালী পৃথিবীর সবচেয়ে সংকীর্ণ জাহাজ চলাচলের উপযোগী প্রণালী।
❏ জিব্রাল্টার প্রণালীকে প্রাচীনকালে হারকিউলিসের থাম(Pillars of Hercules) বলা হত।
❏ জিব্রাল্টার প্রণালীতে পৃথিবীতে সবচেয়ে বেশি আন্তর্জাতিক পণ্য পরিবহনকারী জাহাজ চলাচল করে।
❏ পৃথিবীর দীর্ঘতম প্রণালী হলো মালাক্কা প্রণালী।
❏ পৃথিবীর সবথেকে প্রশস্ত প্রণালী হলো ডেনমার্ক প্রণালী।
❏ পৃথিবীর সবথেকে অগভীর প্রণালী হলো সুন্দা প্রণালী।

প্রণালীর সম্পূর্ণ তালিকাটি পিডিএফে রয়েছে

File Details::
File Name: বিভিন্ন প্রণালী
File Format: PDF
No. of Pages: 2
File Size: 443 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link