30th December 2023 Current Affairs in Bengali
![]() |
December 2023 Current Affairs in Bengali |
30th December Current Affairs in Bengali
1.নাগরিকদের চাহিদা পূরণের জন্য "প্রজা পালন প্রোগ্রাম" লঞ্চ করলো কোন রাজ্য?কর্ণাটক
কেরালা
তেলেঙ্গানা
মহারাষ্ট্র
2.পশ্চিমবঙ্গের নতুন DGP পদে নিযুক্ত হলেন কে?
মনোজ মালব্য
রাজীব কুমার
আনন্দ বোস
বিপ্লব পাল
3.Central Industrial Security Force (CISF)-এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে?
নীনা সিং
ভবানী শর্মা
প্রীতি কৌর
অদিতি নায়ার
4.কেন্দ্রের তরফ থেকে ‘Man Of The Year 2023’ অ্যাওয়ার্ড পেলেন কে?
আর. ভৌমিক
এল.পি. হেমন্ত কে. শ্রীনিবাসুলু
মুজিবুর হোসেন
কেউই নন
5.কোন হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হলেন শ্রী চন্দ্রশেখর?
ঝাড়খন্ড
মাদ্রাজ
গৌহাটি
কলকাতা
6.মুম্বাই ম্যারাথনের অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন দেশের ক্রীড়াবিদ Katie Moon?
আমেরিকা
জাপান
অস্ট্রেলিয়া
রাশিয়া
7.সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে কত গুলি বাঘ মারা গেছে ভারতে?
২১২
৩২৫
২০৪
১২৫
8.সম্প্রতি অ্যামোনিয়া গ্যাস লিক দুর্ঘটনা ঘটলো কোন রাজ্যের এন্নোরে?
তামিলনাড়ু
মধ্যপ্রদেশ
গুজরাট
ঝাড়খন্ড
9.Indo-Tibetan Border Police (ITBP)-এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে?
রাহুল রাসগোত্র
সঞ্জয় কোঠারি
রাহুল দুয়া
দীপায়ন সামন্ত
10.Central Reserve Police Force (CRPF)-এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে?
সুজয় লাল থাওসেন
কৌশিক ভট্ট
সৌমেন ওরাও
অনীশ দয়াল সিং
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link