Breaking







Thursday, September 21, 2023

বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমারেখা তালিকা PDF || সীমান্ত রেখা || বর্ডার

বিভিন্ন দেশের সীমারেখা PDF || বর্ডার

আন্তর্জাতিক সীমারেখা PDF | International Border and Bounderies in Bengali
আন্তর্জাতিক সীমারেখা PDF
নমস্কার বন্ধুরা,
আজ বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমারেখা PDFটি শেয়ার করছি, যেটিতে বিভিন্ন দেশের মধ্যে সীমানা বা বর্ডার গুলির নাম দেওয়া হয়েছে| চাকরীর পরীক্ষাতে এই তালিকা থেকে প্রশ্ন আসে, যেমন- ডুরান্ড লাইন কোন কোন দেশকে পৃথক করেছে? ভারত ও চিনের সীমারেখার নাম কী? বা ম্যাকমোহন লাইন কী?- এই সমস্ত যাবতীয় প্রশ্নের সঠিক উত্তর জানতে পিডিএফটি সংগ্রহ করুন| 

বিভিন্ন দেশের আন্তর্জাতিক সীমারেখা

সীমারেখাঅবস্থান
∎ র‌্যাডক্লিফ লাইন
∎ ২৪তম প্যারালাল
∎ লাইন অফ কন্ট্রোল
∎ ক্রিক প্রণালী
ভারত ও পাকিস্তান
ডুরান্ড লাইনপাকিস্তান ও আফগানিস্তান
তিন বিঘা করিডরভারত ও বাংলাদেশ
∎ ম্যাকমোহন লাইন
∎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল
ভারত ও চীন
পক প্রণালীভারত ও শ্রীলঙ্কা
ডানকান প্যাসেজগ্রেট এবং লিটল আন্দামান
সমব্রেরো চ্যানেলআন্দামান ও নিকোবর
9° চ্যানেললাক্ষাদ্বীপ ও মিনিকয়
10° চ্যানেলআন্দামান ও নিকোবর
ইংলিশ চ্যানেলইংল্যান্ড ও ফ্রান্স
জিব্রাল্টার প্রণালীইউরোপ ও আফ্রিকা
হিন্ডেনবার্গ লাইনজার্মানী ও পোল্যান্ড
∎ সিগফ্রিড লাইন
∎ ম্যাজিনো লাইন
জার্মানী ও ফ্রান্স
অর্ডার নিসে লাইনজার্মানী ও পোল্যান্ড
ম্যানারহেইম লাইনফিনল্যান্ড ও রাশিয়া
কার্জন লাইনপোল্যান্ড ও রাশিয়া
আলপাইন লাইনইতালী ও ফ্রান্স
ব্লু লাইনলেবানন ও ইজরাইল
পার্পল লাইনইজরাইল ও সিরিয়া
∎ নর্দান লিমিট লাইন
∎ ৩৮তম প্যারালাল
উত্তর ও দক্ষিন কোরিয়া
৪৯তম প্যারালালযুক্তরাষ্ট্র ও কানাডা
১৭তম প্যারালাল উত্তর ও দক্ষিন ভিয়েতনাম
৩১তম প্যারালালইরাক ও ইরান
সনোরা লাইনমেক্সিকো ও যুক্তরাষ্ট্র

সীমান্তরেখার সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name:আন্তর্জাতিক সীমারেখা
File Format: PDF
No. of Pages:2
File Size: 122 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link