Breaking







Sunday, July 9, 2023

1000 সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF || General Science Book in Bengali

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDF

1000 General Science PDF Bengali Book Download -সাধারণ বিজ্ঞান বই
1000 General Science PDF Bengali Book
Hello বন্ধুরা,
আজ 1000 সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে  জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান থেকে প্রশ্ন উত্তর রয়েছে। সাধারণ বিজ্ঞান বইটি আগত Railway Group D ও NTPC পরীক্ষার প্রস্তুতিতে আপনাদের খুবই সাহায্য করবে।

সাধারণ বিজ্ঞান বই

কিছু নমুনা::
1.কোন প্রাণীর গমন অঙ্গের নাম ফ্লিপার ? – সামুদ্রিক কচ্ছপ।

2.কোন বিজ্ঞানী রক্তের শ্রেনীবিভাগ করেন ? –  কার্ল ল্যান্ডস্টেইনার।

3.কোন প্রকার উতসেচক রক্ততঞ্চনে সাহায্য করে ? – থ্রম্বোকাইনেজ।

4.কোন গ্রন্থি থেকে গোনাডোট্রপিক হরমোন ক্ষরিত হয় ? – পিটুইটারি গ্রন্থি।

5.জলের স্থায়ী ক্ষরতা কিসের সাহায্যে দূর করা হয় ? – জিওলাইট।

6.অক্সি-অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা কত – ৩,০০০° সেন্টিগ্রেড।

7.হাইড্রোজেনশব্দের অর্থ কী – জল উৎপাদক।

8.হাইড্রোজেন গ্যাস উৎপাদনে কী ধরণের দস্তা ব্যবহার করা হয় – বাণিজ্যিক দস্তার ছিবড়া।

9.অক্সি-হাইড্রোজেন শিখার উষ্ণতা কত – ২,০০০° ডিগ্রি সেন্টিগ্রেড।

10.কাকে প্রোটিস্টার অন্তর্ভূক্ত করা হয় –ব্যাকটিরিয়াকে।

11.কোন কোন শৈবাল থেকে ওষুধ তৈরি হয় – ক্লোরেল্লা, সারগাসাম ও ল্যামিনেরিয়া।

12.কলোনিয়াল শৈবাল ও আবর্তন শৈবাল কাকে বলা হয় – ভলভক্সকে।

13.পামেলা দশা কার মধ্যে দেখা যায় – ক্ল্যামাইডোমোনাসের মধ্যে।

14.ভাউকেরিয়াকী –একটি সিনোসাইটিক শৈবাল।

15.নিউমোনিয়া জীবাণুর আকৃতি কেমন – গোলাকার।

16.কার জীবনচক্রে টরুলা দশা দেখা যায় — মিউকরের।

17.মিউকর কোন উৎসেচক উৎপন্ন করে – ডায়াস্টেজ উৎসেচক।

18.মাছের পাখনা পচন রোগ কী ঘটিত রোগ– জীবাণু ঘটিত।

19.হাঙরের লেজ ও রুই মাছের লেজ কী  প্রকৃতির – যথাক্রমে হেটেরোসারকাল ও হোমোসারকাল প্রকৃতির।

20.মানুষের দাঁতের কঠিন অংশটির নাম কি?- এনামেল।

21.কোন প্রানীকে কাঁটার মুকুট আখ্যা দেওয়া হয় ?-  তারা মাছ 

দেরী না করে নিচের লিংক থেকে সম্পূর্ণ PDFটি ডাউনলোড করে নিন 

File Details:
File Name: 1000 General Science
File Format: PDF
File Size:2.93 MB


25 comments:

  1. Sob subject gulo Pele upokrito hobo.thanks....

    ReplyDelete
  2. Ntpc ar recent pdf gulo dile valo hoto boss

    ReplyDelete
  3. AMI KHUJE PACHHI NA SAFOLLER QUESTION GULO PDF E ROYRCHE KNO ? APNARA KARMASANSTHAN GOSTHIR SATHE KONO LINK ACHEE.

    ReplyDelete
  4. আপনারা এত সুন্দর অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের জন্য বিনামূল্যে, তো তার জন্য আমাদের ধন্যবাদ জানানোর হয়তো ভাষা নেই ধন্যবাদ বললে হয়তো আপনাদের ছোট করা হবে তাই আপনাদের প্রণাম জানাই।।।।


    আগামী দিনগুলো আমরা চাই আপনাদের হাত ধরে এভাবে এগিয়ে যেতে।


    আমাদের এই স্বপ্নের পরিবার আরো বড় হোক এটুকুই বলি।

    ReplyDelete
  5. আপনাদের কাছে একটা অনুরোধ রইল যদি আগামী দিনে সম্ভব হয় তো আইটিআই সম্বন্ধে কিছু স্টাডি মেটিরিয়ালস দিলে খুব উপকৃত হতাম আমরা যারা আইটিআই নিয়ে পড়াশোনা করেছি।।।



    ফিটার ,,ওয়েল্ডার এইসব সম্বন্ধে

    ReplyDelete
  6. Physics ar biology er moto chemistry r ekta chapter wise mcq pdf dile khub upokar hoto, thanks for everything..

    ReplyDelete
  7. Thank you Sir.....
    Darun helpful...

    ReplyDelete
  8. Apnader air upakar kono din volar moto noy. Apnara valo thakben etai chai.r jadi primary er ekta full set diten tahole r ektu upakrito hotam..

    ReplyDelete
  9. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  10. it's really halpful,,,thank you so much ,,,,,

    ReplyDelete
  11. I have been very much benefitted to get this type of opportunity . In future there will be need of your help. Thank you.

    ReplyDelete
  12. স্যার আপনারা যদি geography র কোনো GK book দিতেন তাহলে খুব ভালো হতো।

    ReplyDelete

Dont Leave Any Spam Link