পদার্থ বিজ্ঞান
Sunday, August 24, 2025
2000+ ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর PDF || পদার্থ বিজ্ঞান
2000+ ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর PDF
আজ 2000+ ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর PDFটি আপনাদের সরবরাহ করছি, যেটিতে ভৌতবিজ্ঞান বা পদার্থ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে MCQ প্রশ্ন উত্তর রয়েছে। পরীক্ষায় আসার মতো বাছাই করা প্রশ্ন উত্তরের সমাহার রয়েছে এই পিডিএফে। সুতরাং এখনই পিডিএফ বিনামূল্যে সংগ্রহ করে নিজের ভৌত বিজ্ঞানের জ্ঞানকে সমৃদ্ধ করুন।
ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর PDF
যে যে অধ্যায় গুলি থাকছে::
❖ ভৌত রাশি ও পরিমাপ
❖ গতি
❖ বল
❖ কার্য,ক্ষমতা,শক্তি
❖ পদার্থের অবস্থা ও চাপ
❖ বস্তুর উপর তাপের প্রভাব
❖ তরঙ্গ ও শব্দ
❖ আলোর প্রতিফলন
❖ আলোর প্রতিসরণ
❖ স্থির তড়িৎ
❖ চল তড়িৎ
❖ তড়িতের চৌম্বক ক্রিয়া
❖ আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স
❖ জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান
কিছু নমুনা প্রশ্ন::
❏ আলোর প্রতিসরণের সূত্র আবিস্কার করেন কে?
[a] হুক
[b] স্নেল✔
[c] বয়েল
[d] ওয়েসিক
❏ কোন রাশিটি মৌলিক নয়?
[a] পদার্থের পরিমান
[b] তড়িৎ প্রবাহ
[c] তাপমাত্রা
[d] তাপ✔
❏ ঘড়ির কাঁটার গতি কেমন গতি?
[a] রৈখিক গতি
[b] চলন গতি
[c] ঘূর্ণন গতি✔
[d] স্পন্দন গতি
❏ নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়?
[a] বলের পরিমান✔
[b] বলের সংজ্ঞা
[c] বলের ক্রিয়া
[d] ঘর্ষণ বল
❏ বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম কী?
[a] থার্মোমিটার
[b] ব্যারোমিটার✔
[c] ম্যানোমিটার
[d] সিসমোমিটার
❏ শব্দ কোন ধরনের তরঙ্গ?
[a] তির্যক তরঙ্গ
[b] তড়িৎ চুম্বকীয় তরঙ্গ
[c] অনুদৈর্ঘ্য তরঙ্গ✔
[d] বেতার তরঙ্গ
❏ উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়?
[a] গাড়িতে✔
[b] টর্চ লাইটে
[c] সৌরচুল্লিতে
[d] রাডারে
❏ মরীচিকার জন্য দায়ী কোনটি?
[a] প্রতিসরণ
[b] প্রতিফলন
[c] অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন✔
[d] মরুভূমি
❏ বাল্বের ফিলামেন্ট হিসাবে কোনটি ব্যবহৃত হয়?
[a] তামা
[b] রুপা
[c] নাইক্রম
[d] টাংস্টেন✔
➥ এইভাবে ২০০০টি ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর পিডিএফে আছে
File Details:
File Name: 2000+ ভৌতবিজ্ঞান MCQ
File Format: PDF
No. Pages: 44
File Size: 8.08 MB